নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.nahidlink.com

নাহিদ

সময়ের তটরেখাগুলো ধীরে ধীরে মিলিয়ে যায়, ফলে কখনো সম্পর্ক হয় গাঢ়, কখনো হালকা সেটা সময়েরই দোষ। আমরা তো মেঘের মতো উড়ে বেড়াচ্ছি সময়ের উপর দিয়ে, যেমন উড়ে বেড়ায় মেঘ আকাশের উপর দিয়ে। কেমন করে যেন সময়ের গোলক ধাঁধাঁয় পড়ে গিয়াছি আমরা, চাইলেও বাহির হতে পারি না। সেই সকাল, দুপুর রাত্র। একই নিয়মে চলেছি আজীবন । যেমন টা আজীবন সম্মাননা পুরস্কার পায় অনেকে।এ হচ্ছে সময়ের খেলা। সময় আমাদের নিয়ে খেলতে ভীষণ ভালোবাসে, ছোটবেলায় ছেলেমেয়েরা যেমন দুষ্টমি করতে ভালোবাসে, অনেকটা সেরকম। অনেক সময়ের গল্প করলাম, এখন আমি নিজের গল্পতে। লিখে চলেছি আমি, নিশ্চুপ নক্ষত্রের ছড়ানো রেড়িয়ামের মতো। এ আলোতে যখন ছাদে দাড়াই, নিজেকে বেশ অচেনা মনে হয়।

নাহিদ › বিস্তারিত পোস্টঃ

বন্ধু-মিনার (তার নাম-ই হয়তো প্রথম শুনছেন। কিন্তু গানটা শুনে মোটেও অখুশি হবেন না। এইটুকু নিশ্চয়তা আমি দিতে পারি।।।)

০৩ রা মে, ২০০৯ রাত ৯:০৩

গানটা শুনিয়া কেউ যদি আমারে একটা ঝাড়ি দেন! আজ ৩ দিন ধরিয়া গানটা শুনিতেছে কিন্তু মন তো আরো শুনছে ইচ্ছে করে!



esnips লিংক : Click This Link

মন্তব্য ১৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০০৯ রাত ৯:১৫

সিউল রায়হান বলেছেন: "একটা জাড়ি দিবেন"

আপনারে ঝাড়ি দিলাম......... বানান ঠিক করেন

০৩ রা মে, ২০০৯ রাত ১০:৫৯

নাহিদ বলেছেন: ঠিক করছেন!

২| ০৩ রা মে, ২০০৯ রাত ৯:১৮

~স্বপ্নজয়~ বলেছেন: গানটা অনেক সুন্দর, দন্যবাদ (!) আপনাকে

০৩ রা মে, ২০০৯ রাত ১১:১৩

নাহিদ বলেছেন: ধন্যবাদ

৩| ০৩ রা মে, ২০০৯ রাত ১০:০৯

শূন্য আরণ্যক বলেছেন: ভালো গান +

০৩ রা মে, ২০০৯ রাত ১১:১৬

নাহিদ বলেছেন: ++++++

৪| ০৩ রা মে, ২০০৯ রাত ১০:২১

শ।মসীর বলেছেন: বেশী শুইনা ফেলছি।আগে আমি শোনা বাদ দিই।তারপর ঝাড়ি দিব।

৫| ০৩ রা মে, ২০০৯ রাত ১০:৪৪

আকাশ_পাগলা বলেছেন: এই গান আপনি এত দিন পরে দিয়ে বলেন যে এর নাম শুনি নাই ?????
গত ঈদুল ফিতরে বের হয়েছিল সম্ভবত।

কোন দেশে থাকেন ??????
মিনার তাহসানের শ্যালক।
তাহসানকে চিনেন ???
তাহসানের কম্পোজিশনে ওর এলবাম বেরিয়েছে।
মিনার উন্মাদের একজন কার্টুনিস্ট।


ওর এলবামের প্রত্যেকটা গানই দারুণ। একেবারে প্রত্যেকটা।
এইসব খবর এতদিন পরে দেন, আর লেখেন এমনভাবে যেন কী একটা জিনিস সবার আগে বের করছেন।
+ দিছি।
কিন্তু, লেখা আরো জাস্টিফাইড করেন।

০৩ রা মে, ২০০৯ রাত ১১:১৫

নাহিদ বলেছেন: ভাই...দেশে থাকি না তো! তাই গরম গরম খবর কোথায় পাব?

আজকে পেপারে দেখলাম যে ফার্ম থেকে সোয়াইন ফ্লু ছড়িয়ে পড়ছে! তার পাশের বাড়ির লোকই জানে না......

৬| ০৪ ঠা মে, ২০০৯ রাত ১২:১৬

আকাশ_পাগলা বলেছেন: হা হা হা
তাইলে ঠিকাছে।
আমিই বুঝি নাই।
দেশে না থাকলে কিছু বলার নাই।

বিদেশে থেকেও যে দেখের খোঁজ নিচ্ছেন, এ জন্য ধন্যবাদ।

murchona.com এ যাবেন। ওরা সব নতুন গানের কালেকশান রাখে।

আর ঝামেলা করতে না চাইলে, আমি ত আছিই। সোজা আমকে জিজ্ঞাসা করবেন, কোন গান হিট করছে, নাকি করেনাই !!!!
আশা করি, আগের কমেন্টে কিছু মনে করেন নি। আমি বুঝিনি যে আপনি দেশের বাইরে থাকেন।স্যরি।

৭| ০৪ ঠা মে, ২০০৯ রাত ১২:৪২

এন এইচ আর বলেছেন: পোস্টের সাথে সাথেই শুনছি । ভালো লেগেছে। এখন প্লাসাইলাম.........।

৮| ০৪ ঠা মে, ২০০৯ রাত ১২:৫৬

নেক্সাস বলেছেন: শুনতেই আছি.......১বার ,২বার,বারবার.......

ধ্যবাদ আপনাকে +

৯| ০৪ ঠা মে, ২০০৯ রাত ১:২০

ভিয়েনাস বলেছেন: শুনেই বন্ধুকে শুনতে দিলাম, ভালো লাগলো । প্লাস

১০| ১১ ই মে, ২০০৯ রাত ৮:১৮

পাপী বলেছেন: লিরিক দ্যান। ডাউনলোড দিলাম। শুইন্না দেখি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.