| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাহিদ শামস্ ইমু
ভীষণ কল্পনাপ্রবণ একজন মানুষ আমি। কল্পলোকের ক্যানভাসে ছবি এঁকে, মনোজগতের সুবিশাল হাইপার স্পেসে নিজের এক মহাবিশ্ব সৃষ্টি করে আমি হয়েছি ঈশ্বর। যখন প্রচন্ড কষ্টে কাঁদতে ইচ্ছে করে, তখন নিজের সৃজিত মহাবিশ্বের অসীম গ্যালাক্সিপুঞ্জ দেখে গর্বিত অনুভব করি। অতঃপর স্বপ্নীল জগতের দিকে তাকিয়ে উচ্চারণ করি দৈব বাণী- "নিশ্চই তোমাদের সৃষ্টিকর্তা মহান। দুঃখ কিংবা কষ্ট তাকে স্পর্শ করে না।"
সপ্তর্ষিমন্ডল, কালপুরুষ কিংবা কৃত্তিকা নক্ষত্রপুঞ্জ জানে,
পৃথিবী হতে দৃশ্যমান মিল্কিওয়ের সমস্ত তারকারাজি জানে,
সুবিশাল গম্বুজসম মহাকাশের সমস্ত বাসিন্দা জানে,
তাদের দিয়ে-
এ ছাদে শুয়ে,
আমি আঁকি নি কোন গ্রীক-পৌরাণিক দেব-দেবী
না ঘোড়ায় সওয়ার জিউস, হারকিউলিস, কিংবা প্রমিথিউস!
হে ধরিত্রীতে পদার্পণকারী শ্যমলা পরী,
আমি এঁকেছি তোমার মুখ! শুধুই তোমার শ্যমলাবতী মুখ...
©somewhere in net ltd.