| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাহিদ শামস্ ইমু
ভীষণ কল্পনাপ্রবণ একজন মানুষ আমি। কল্পলোকের ক্যানভাসে ছবি এঁকে, মনোজগতের সুবিশাল হাইপার স্পেসে নিজের এক মহাবিশ্ব সৃষ্টি করে আমি হয়েছি ঈশ্বর। যখন প্রচন্ড কষ্টে কাঁদতে ইচ্ছে করে, তখন নিজের সৃজিত মহাবিশ্বের অসীম গ্যালাক্সিপুঞ্জ দেখে গর্বিত অনুভব করি। অতঃপর স্বপ্নীল জগতের দিকে তাকিয়ে উচ্চারণ করি দৈব বাণী- "নিশ্চই তোমাদের সৃষ্টিকর্তা মহান। দুঃখ কিংবা কষ্ট তাকে স্পর্শ করে না।"
তোমার জন্য জেগে রবে রাতে
ওই আলো মাখা চাঁদ,
তোমার জন্য বুনব যতনে
হাজার তারার ছাদ...
তোমার জন্য বাতাস পাঠাবো
ভালোবাসার চাদর,
তোমার জন্য বৃষ্টি পাঠাবো
ফোঁটায় ফোঁটায় আদর...
তোমার জন্য তরু-লতা-বীথি,
ঝর্ণা-পাহাড়-বন।
তোমার জন্য পৃথিবী গড়ছি,
তোমায় স্বাগতম।
©somewhere in net ltd.