নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিরপেক্ষ নয়; সত্য ও ন্যায়ের পক্ষে...

নিউরণের মুক্ত ক্যানভাসে স্বপ্ন আঁকতে ভালোবাসি...

নাহিদ শামস্‌ ইমু

ভীষণ কল্পনাপ্রবণ একজন মানুষ আমি। কল্পলোকের ক্যানভাসে ছবি এঁকে, মনোজগতের সুবিশাল হাইপার স্পেসে নিজের এক মহাবিশ্ব সৃষ্টি করে আমি হয়েছি ঈশ্বর। যখন প্রচন্ড কষ্টে কাঁদতে ইচ্ছে করে, তখন নিজের সৃজিত মহাবিশ্বের অসীম গ্যালাক্সিপুঞ্জ দেখে গর্বিত অনুভব করি। অতঃপর স্বপ্নীল জগতের দিকে তাকিয়ে উচ্চারণ করি দৈব বাণী- "নিশ্চই তোমাদের সৃষ্টিকর্তা মহান। দুঃখ কিংবা কষ্ট তাকে স্পর্শ করে না।"

নাহিদ শামস্‌ ইমু › বিস্তারিত পোস্টঃ

একটি প্রশ্নঃ কেউ কি উত্তর দেবেন?

০২ রা নভেম্বর, ২০১৩ রাত ১২:৪২

প্রতিদিন খবরের কাগজে এবং অনলাইন জব সাইটগুলোতে অসংখ্য চাকরির বিজ্ঞাপন আসে, সেগুলো চোখে পড়লেই আমার মাঝে মাঝে ভীষণ হাসি পায়। পুরো ব্যাপারটা আমার কাছে একধরণের পরিহাসের মত। প্রায় সবধরনের ভালো চাকরির জন্যই শিক্ষাগত যোগ্যতা হিসেবে অনার্স কিংবা মাস্টার্স বাধ্যতামূলক।



যে দেশের সরকার প্রধান হবার যোগ্যতা অর্জন করতেও এইচ. এস. সি পাস লাগে না; সে দেশের চুনোপুঁটি একটা ব্যবসা প্রতিষ্ঠানের সামান্য একজন এক্সিকিউটিভ হতেই অনার্স, মাস্টার্স লাগে। অথচ যে মানুষটি প্রতিনিয়ত অজস্র গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন, দেশের সব ধরণের উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করবেন- তার শিক্ষাগত যোগ্যতার কোন বালাই নেই!



কারো পক্ষে যদি সম্ভব হয়, আমাকে একটি সুন্দর লজিক দেখিয়ে পুরো ব্যাপারটি বুঝিয়ে দিতে হবে... ভীনগ্রহী লজিক দেখালে চলবে না, এই পৃথিবীর লজিকই দেখাতে হবে! ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করলে চলবে না, স্বচ্ছ ও বিশুদ্ধ পানিতে মাছ শিকার করুন!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.