![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাস্তিক ও নাস্তিক , বলছো ভীষণ ক্ষোভেই,
দেখলেনা হে তারুণ্যকে করা হলো জবাই,
ধর্মভীরু? ঘৃণা, থাবার লেখনীর ত্রাসে?
তোমার চিন্তার মোড় ঘুরিয়ে দেখলেনা কে হাসে।
পৈশাচিক ঐ হত্যা তোমায় দিচ্ছেনা কি নাড়া?
ভেবেছ কি সেই মাকে, সদ্য সন্তান-হারা?
তোমার আবেগ কষছে কারা বিহবলতার সুযোগে?
দেখছোনা কি ভেবে, ঝাঁপ দিচ্ছো কোন হুজুগে?
হাসছে কারা, কষছে কারা, কাদের এতো ধক?
ধর্ম নিয়ে বাড়াবাড়ির কিসের তাদের হক?
পথেই থেকো, অপরাধীর মূলোৎপাটন করে
জয় যে এবার হতেই হবে, তারুণ্যের এই ঝড়ে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৪
নাহিদ তানভীর বলেছেন: ধন্যবাদ ...
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪২
রৌদ্র করোটি বলেছেন: বটে, দারুন লিখেছ হে বৎস।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৫
নাহিদ তানভীর বলেছেন: তা বটে ........
৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৬
htusar বলেছেন: আপনাকে চেনা চেনা লাগে, নাট্যকলাতে পড়েন নাকি??
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৩
নাহিদ তানভীর বলেছেন: হ্যাঁ......
৪| ০১ লা মার্চ, ২০১৩ দুপুর ২:০৭
htusar বলেছেন: নাহিদ ভাই, এখন চিন্সেন??? গতকাল শুনতে কি পাও দেখার সময় দেখা হইসিল। আমিই তুষার । আপনাকে খুব সম্ভবত আগেও কিঞ্চিতে দেখসি। আপনি কিঞ্চিত শ্রাবনে যান,ঠিক??
০২ রা মার্চ, ২০১৩ রাত ১:৩২
নাহিদ তানভীর বলেছেন: হ্যাঁ চিন্সি। আগে যাইতাম কিঞ্চিৎে। এখন তো কিঞ্চিৎ বুইড়া হইয়া গেছি, তাই আর বাসে উঠিনা
©somewhere in net ltd.
১|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১২
জাকারিয়া মুবিন বলেছেন: পথেই থেকো, অপরাধীর মূলোৎপাটন করে
জয় যে এবার হতেই হবে, তারুণ্যের এই ঝড়ে।
++++++++