নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসল নাম নাহিদ হোসেন, ব্লগ যেহেতু সীমিত তাই আমাকে নক করতে পারেন এই ঠিকানায়: about.me/nahidh

নাহিদ০৯

ভালোবাসি বাংলা

নাহিদ০৯ › বিস্তারিত পোস্টঃ

ব্লগডে তে কাল্পনিক কমিউনিটির কাল্পনিক কথোপোকথন

২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০৭

ছোলা মুড়ির ছলা কলা দিয়ে অনুষ্ঠান যে ভালোর চাইতেও ভালো হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। আমি ক্যামেরা নিয়ে একটু আলাদা এক্সপ্রেশানের খোঁজে ছিলাম।

নিমচাঁদ ভাই এর এক বিশাল মন্তব্যপ্রসুত দুষ্ট বুদ্ধি থেকে কিছু কাল্পনিক কমিক তুলে ধরলাম আপনাদের জন্য। মন্তব্যসমূহ নিতান্তই মজা করার জন্য দেয়া হয়েছে। তারপরেও কারো ব্যক্তিগত আপত্তি থাকলে জানাবেন।

১. ব্লগার নীমচাঁদ এবং ব্লগার ঘুড্ডির পাইলট


২. ব্লগার সৈয়দ তাজুল ইসলাম এবং ব্লগার বিদ্রোহী ভৃগু


৩. ব্লগার সত্যপথিক শাইয়্যান এবং ব্লগার এস এম ইসমাঈল


৪. ব্লগার নীমচাঁদ


৫. ব্লগার অগ্নিসারথি, নীমচাঁদ, মেঘনা পাড়ের ছেলে, সৈয়দ তাজুল ইসলাম এবং সৈয়দ তারেক মাহমুদ


৬. ব্লগার নীমচাঁদ, এসআর জনি, স্বর্নমৃগ, সেলিম আনোয়ার এবং মৈত্রী

মন্তব্য ৪২ টি রেটিং +১১/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩২

সনেট কবি বলেছেন: চমৎকার !

২| ২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৫

আর্কিওপটেরিক্স বলেছেন: চমৎকার :D :D :D

৩| ২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Excellent

৪| ২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০০

মাহবুবুর রহমান টুনু বলেছেন: নির্দ্বিধায় প্রিয়তে রাখা যায়! কি যে মজা পেয়েছি ভাই।

৫| ২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৮

খায়রুল আহসান বলেছেন: ভাল হয়েছে কমিকগুলো।

২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১২

নাহিদ০৯ বলেছেন: ধন্যবাদ। লিখার সময় সেল্ফ সেন্সরড ছিলাম। তারপরেও মন্তব্য চেক করছি বার বার, কেউ অভিযোগ করে কি না।

৬| ২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

দারুন মজার আইডিয়া ;)

++++

২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৭

নাহিদ০৯ বলেছেন: আপনি অনেক মজার মানুষ।

৭| ২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫২

সেলিম আনোয়ার বলেছেন: আসলে রূপচর্চা করা উচিৎ। যদিও এ ব্যাপারে আমার বরাবরই আগ্রহ ও দক্ষতা কম বা নেই।

২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১১

নাহিদ০৯ বলেছেন: এসআর জনি আর স্বর্নমৃগ এর কাছে টিপস নিতে পারেন।

৮| ২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৩

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালোই তো লাগছে। আরও কয়েকটা দিতেন।

২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১০

নাহিদ০৯ বলেছেন: ধন্যবাদ। মাথায় এতটুকুই আসছে আপাতত। আর ভয়েও ছিলাম।

৯| ২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৭

রাজীব নুর বলেছেন: মজা।

১০| ২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২১

জয়া মানহা বলেছেন: হা হা হা খুব মজা পাইলাম।

১১| ২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২২

আরোগ্য বলেছেন: নাহিদ ভাই পোস্টটা আরও লম্বা করেন। ক্ষুধা মিটে নি।

২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

নাহিদ০৯ বলেছেন: আপাতত মাথায় আসছে না আর। আর পোষ্ট এর কেউ ই এখনো মন্তব্য করেনি। তাই ভয়ে আছি বলতে পারেন।

১২| ২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২২

হাবিব বলেছেন: আপনি তো বেশ মজার মানুষ.....
অনেক অনেক ভালো লাগলো....

২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২০

নাহিদ০৯ বলেছেন: আমি মোটেও মজার মানুষ না। এগুলা নিমচাঁদ ভাই এর একটা মন্তব্য থেকে মাথায় আসছে।

১৩| ২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২৩

আর্কিওপটেরিক্স বলেছেন: নাহিদ ভাই সবার উত্তর দেয় না :(( :(( :((
তবে আমার ব্লগ চুপিচুপি ঠিকই দেখে আসে B-))

২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫২

নাহিদ০৯ বলেছেন: গতকালকে আপনার নাম মেনশন করে জাদিদ ভাই একটা বড় উত্তর দিয়েছিলেন। আপনি কিভাবে জানেন যে আমি আপনার ব্লগে প্রায় ই যাই?

১৪| ২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২৬

নীলপরি বলেছেন: বেশ লাগলো । :)

১৫| ২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৩

আর্কিওপটেরিক্স বলেছেন: জাদিদ ভাই আমার সম্পর্কে কি বলেছে????

২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

নাহিদ০৯ বলেছেন: ব্লগের বাগ রিপোর্টিং, টেকনিক্যাল সাজেশান দিয়ে আপনি ব্লগ টিম কে অনেক সহায়তা করেন।

১৬| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

আর্কিওপটেরিক্স বলেছেন: এটাই কি বড় একটা উত্তর =p~
তাহলে প্রশ্নটা কি ছিলো B:-)

২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

নাহিদ০৯ বলেছেন: না। আসলেই বড় উত্তর ছিলো।

আমি প্রশ্ন করেছিলাম,
ব্লগের ব্যাকেন্ড কেন ডেভেলপ করা হচ্ছে না?
কেন ওয়ার্ডপ্রেস বা এরকম সহজ কোন সফটওয়্যারে সুইচ করা হচ্ছে না?
নোটিফিকেশান এর সমস্যা কবে ঠিক হবে?
সমস্যা জানানোর ফর্ম এই সমস্যা কেন?
সমস্যা জানানোর জন্য কোন মেইল দেয়া নাই কেন?

১৭| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মজারু !!

১৮| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

আর্কিওপটেরিক্স বলেছেন: উত্তরটা বলতে পারবেন... In details....

২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৮

নাহিদ০৯ বলেছেন: না। ডিটেইলস তো মনে নাই। আপনার নাম টা ভালো মনে আছে।

১৯| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

আর্কিওপটেরিক্স বলেছেন: আমার নামটাই এমন B-))

২০| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৯

প্রামানিক বলেছেন: দারুণ মজার

২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৬

নাহিদ০৯ বলেছেন: ভাবীর কথাগুলো অভিনয় করে বলেছিলেন, ওটা বেশি মজার ছিলো। আপনি ভালো মানুষ।

২১| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:২৩

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:
হে, হে, হে! পুরোই ফালুদা বানায় ফেলা হয়েছে শ্যাইয়ানকে... ;)

২২| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:২৫

রাজীব নুর বলেছেন: আবারও এলাম একটু হাসতে।

২৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৫৪

তারেক ফাহিম বলেছেন: মজার মানুষগুলোইতো মজা বিতরন করে ;)

মজা পেলুম।

২৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৫৪

হাসান রাজু বলেছেন:

২৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩৫

অগ্নি সারথি বলেছেন: হা হা হা! অস্থির হইছে।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩৭

নাহিদ০৯ বলেছেন: যাক! স্বস্তি পেলাম। আপনার মন্তব্যের অপেক্ষা করছিলাম।

২৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৩

মোস্তফা সোহেল বলেছেন: দারুন!!!

২৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০২

আর্কিওপটেরিক্স বলেছেন: আমার ব্লগে আবার ঢু
আমি বলি টুকি টু ;)

২৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ সকাল ১০:১৫

সুনীল সমুদ্র বলেছেন: ........ ধন্যবাদ ! .... চমৎকার হয়েছে আপনার এই অ্যালবাম .... !!

২১ ডিসেম্বর, ২০১৮ তে আয়োজিত ব্লগারদের পুণর্মিলণী অনুষ্ঠানে তোলা ছবিগুলো নিয়ে আপনার তৈরী করা এই কোলাজ-কার্টুন এর অ্যালবাম আমাকে মনে করিয়ে দিলো বহু বছর আগের এক অসামান্য সুন্দর দিনের স্মৃতি। .....

২০০৯ সালের মার্চ মাসে সামহয়্যারইন ব্লগের সেসময়ের নিয়মিত ব্লগারদের অংশগ্রহণে আয়োজন করা হয়েছিলো এক পিকনিক অনুষ্ঠানের। সামহয়্যারইন ব্লগের অ্যরিল, জানা আপা এবং তাদের কন্যা কস্তুরী সহ অনেক অনেক ব্লগার অংশগ্রহণ করেছিলেন সেই পিকনিকে। .... ব্লগারদের সেই আনন্দময় পিকনিক অনুষ্ঠানে তোলা নির্বাচিত কিছু ছবি নিয়ে সেসময়ে তৈরী করেছিলাম এরকমই এক কোলাজ-কার্টুন অ্যালবাম।

লিংক এখানেঃ সুনীল সমুদ্রের ক্যামেরায় ও কমিকস-এ এবারের পিকনিক

আপনার এই পোস্ট মনে করিয়ে দিলো, যুগে যুগে ... প্রজন্ম থেকে প্রজন্মে ... সামহয়্যারইন ব্লগের প্রতি অনিঃশেষ ভালোবাসাকে কেন্দ্র করে আমাদের সবার আবেগ আর উচ্ছাস বেঁচে থাকবে একই ধরনের সমান্তরাল মাত্রায় .... ! সৃজনশীলতার এই ক্রম-বিকাশ এবং সময়-কাল ভেদে তার পুনরাবর্তন প্রক্রিয়ার সাফল্য মূলতঃ সামহয়্যারের সার্থকতাকেই প্রতিফলিত করে।

যুগ থেকে যুগান্তরে, প্রজন্ম থেকে নবতর প্রজন্মে, বেঁচে থাকুক সামহয়্যার ইন ব্লগ, আমাদের সবার অনিঃশেষ ভালবাসায় ...!
..।ধন্যবাদ ! .... চমৎকার হয়েছে আপনার এই অ্যালবাম .... !

২১ ডিসেম্বর, ২০১৮ তে আয়োজিত ব্লগারদের পুণর্মিলণী অনুষ্ঠানে তোলা ছবিগুলো নিয়ে আপনার তৈরী করা এই কোলাজ-কার্টুন এর অ্যালবাম আমাকে মনে করিয়ে দিলো বহু বছর আগের এক অসামান্য সুন্দর দিনের স্মৃতি। .....

২০০৯ সালের মার্চ মাসে সামহয়্যারইন ব্লগের সেসময়ের নিয়মিত ব্লগারদের অংশগ্রহণে আয়োজন করা হয়েছিলো এক পিকনিক অনুষ্ঠানের। সামহয়্যারইন ব্লগের অ্যরিল, জানা আপা এবং তাদের কন্যা কস্তুরী সহ অনেক অনেক ব্লগার অংশগ্রহণ করেছিলেন সেই পিকনিকে। .... ব্লগারদের সেই আনন্দময় পিকনিক অনুষ্ঠানে তোলা নির্বাচিত কিছু ছবি নিয়ে সেসময়ে তৈরী করেছিলাম এরকমই এক কোলাজ-কার্টুন অ্যালবাম।

লিংক এখানেঃ সুনীল সমুদ্রের ক্যামেরায় ও কমিকস-এ এবারের পিকনিক

আপনার এই পোস্ট মনে করিয়ে দিলো, যুগে যুগে ... প্রজন্ম থেকে প্রজন্মে ... সামহয়্যারইন ব্লগের প্রতি অনিঃশেষ ভালোবাসাকে কেন্দ্র করে আমাদের সবার আবেগ আর উচ্ছাস বেঁচে থাকবে একই ধরনের সমান্তরাল মাত্রায় .... ! সৃজনশীলতার এই ক্রম-বিকাশ এবং সময়-কাল ভেদে তার পুনরাবর্তন প্রক্রিয়ার সাফল্য মূলতঃ সামহয়্যারের সার্থকতাকেই প্রতিফলিত করে।

যুগ থেকে যুগান্তরে, প্রজন্ম থেকে নবতর প্রজন্মে, বেঁচে থাকুক সামহয়্যার ইন ব্লগ, আমাদের সবার অনিঃশেষ ভালবাসায় ...!

২৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৪

সুনীল সমুদ্র বলেছেন: দুঃখিত। ভুলে মন্তব্যটা দুবার পোস্ট হয়ে গেছে । .... আরও একটা ভুল হয়েছে। জানা আপার মেয়ের নাম ছিলো সম্ভবতঃ 'কিন্নরী' । ..। ভালো কথা, সামহয়্যার ইন ব্লগে মন্তব্য এডিট করার সুযোগ নেই কেন ? ... এটা থাকলে ভালো হয় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.