![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বাধীনতা মানে দেখবো তবুও দেখবোনা সিদ্ধান্ত,
স্বাধীনতা মানে আমার যা চাই ছিনিয়েই হব খ্যান্ত!
স্বাধীনতা মানে নর নারীতে সমানে সমান থাকব,
স্বাধীনতা মানে ধনী গরীব মিলে অমঙ্গল কেন বাধবো!
স্বাধীনতা মানে আমার ইচ্ছে ইংরেজি টাই আমি বলবো,
স্বাধীনতা মানে দেশ কি দিবে বিদেশেই ভাই ছুটব!
স্বাধীনতা মানে সহিংসতা দেখেও চুপ থাকব,
স্বাধীনতা মানে দূর থেকেই ভূমি তোমায় ভালবাসবো!
এ কি তবে স্বাধীনতা আর বিজয়ের উল্লাস,
লাখো শহীদের রক্তের উপরে চলছে উপহাস?
- লিখেছে আমার বউ। বললাম ব্লগে যোগ দিতে। দিবে না। নাম প্রকশ করতেও দিবে না। হয়তো সে স্বাধীনতা খুঁজে পাই তার ডাইরিতেই, বিজিত হতে চাইনা কারো কাছে।
ছবি
(দ্বিতীয় পোস্ট, ছবি বদলে)
১৭ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:১১
নাইমুল ইসলাম বলেছেন: শুধুই ভালোবাসা ~
২| ১৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:১১
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
১৭ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:১১
নাইমুল ইসলাম বলেছেন: ধন্যবাদ
৩| ১৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৪১
বিজন রয় বলেছেন: বাহ! আপনারা দুজনই লিখতে পারেন।
আপনাদের দুজনের জনই শুভকামনা।
১৭ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:১২
নাইমুল ইসলাম বলেছেন: অসংখ্য ধন্যবাদ
৪| ১৮ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:০৬
প্রামানিক বলেছেন: অনেক সুন্দর কবিতার কথাগুলো খুব ভালো লাগল
১৮ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৫
নাইমুল ইসলাম বলেছেন: অসংখ্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৬ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:২১
মোহাম্মদ গোফরান বলেছেন: স্বাধীনতা মানে ভালোবাসা আর ভালোবাসা দাও। (রাজাকার ছাড়া) শত্রুকে বন্ধু করে নাও।