![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুনেছিলাম তোমাকে
একদিন নয়, বহুদিন
তোমার কান্না নয়, তোমার হাসি।
শুনিয়েছিলে ছায়ার গল্প
তার নাকি বিকট প্রতিধ্বনি
আমি নীরবে শুনেছিলাম সে ধ্বনি।
দেয়াল ভাঙার আর ইট গুড়ার শব্দ
দুটোর তেমন নেই পার্থক্য
শুধু আছে নির্জনতা
ভাবনায় তোমার নিঃসঙ্গতা
আচ্ছন্ন করেছে আমার আকাশটা।
মরিচা পড়া শখ এবং ভাবনার আদলে,
তোমার ভালোবাসা চকচকে।
- লিখেছিলাম ২০১৪-তে। প্রেমের দ্বিতীয় বছর। বেশ কঠিন এবং গভীর অনুভূতির ছিল সেই বছরটা।
ছবি
২২ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৩৬
নাইমুল ইসলাম বলেছেন: প্রতিটা লেখার পেছনেই প্রেক্ষাপট বা কিছু ভাবনা থাকে সেই সময়ের তাই উল্লেখ করলাম আর কি।
চকচকে ধন্যবাদ।
২| ২২ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৫৫
রাজীব নুর বলেছেন: ভালো কবিতা লিখেছেন।
২৩ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:২৭
নাইমুল ইসলাম বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
৩| ২৩ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:২৪
প্রামানিক বলেছেন: ঘটনের রেশ ধরে চমৎকার কবিতা
২৪ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:০৭
নাইমুল ইসলাম বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৪২
বিজন রয় বলেছেন: বাহ! কবিতার পাশাপাশি তার ইতিহাসও জানিয়ে দিলেন।
ভালবাসা চকচকে থাকুক, এই শুভকামনা।