![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরের জায়গা, পরের জমি, ঘর বানাইয়া আমি রই। আমি তো সেই ঘরের মালিক নই।
তুমি কি শুধুই ভালোবাসা,
আবেগতাড়িত কোন কবিতা।
ভগ্ন হৃদয়ের অসমাপ্ত গল্পগাঁথা,
আর নীল আকাশে মেঘের ঘনঘটা।
তুমি কি শুধুই স্বান্তনা,
ঝড়ের পরে রংধনুর ছোঁয়া।
কুয়াশা কেটে যাওয়া
শিশিরের কোন উজ্জ্বলতা।
তুমি কি শুধুই কল্পনা,
অধরা কোন স্বপ্নমায়া।
অবাক জোছনায় অনুভূত,
অশরীরি কোন ছায়া।
-লিখা (০৯/০৪/১৫)
২৫ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:০৩
না মানুষী জমিন বলেছেন: ধন্যবাদ
২| ২৫ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:২২
কানিজ রিনা বলেছেন: ভাল লাগল।
১৮ ই মে, ২০১৭ দুপুর ১:০৮
না মানুষী জমিন বলেছেন: ধন্যবাদ।
৩| ২৫ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:৩৬
ডার্ক ম্যান বলেছেন: সে শুধুই কল্পনা
অধরা কোন স্বপ্নমায়া
©somewhere in net ltd.
১|
২৪ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:০০
ধ্রুবক আলো বলেছেন: সুন্দর কবিতা