![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরের জায়গা, পরের জমি, ঘর বানাইয়া আমি রই। আমি তো সেই ঘরের মালিক নই।
আমার হন্যে হয়ে ঘুরে মরা
সোনায় মোড়া শান্ত বিকেল,
কাশের বনে শুভ্র স্নাত
মন গগনে স্নিগ্ধ হিমেল।
শেষ বিকেলে রবির কিরণ
দোলা জাগায় মাঠের পরে,
অতীত সময় ফিরতে ব্যাকুল
বর্তমানের ছায়া ঘিরে।
ছায়াটাও ফের যায় মিলিয়ে
অতীত ঘড়ির ঘেরাটোপে,
এমনিভাবে হারিয়ে খুঁজি
অনাগতকে, তার রঙিন বাঁকে।
~না মানুষী জমিন
ছবিঃ phoneky থেকে নেয়া
২০ শে অক্টোবর, ২০২০ সকাল ৭:০৪
না মানুষী জমিন বলেছেন: ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
২০ শে অক্টোবর, ২০২০ রাত ২:৫৩
রাজীব নুর বলেছেন: সুন্দর।