|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 নানাভাই
নানাভাই
	মানবিক দায় ও বোধহীন শিক্ষা মানুষকে প্রশিক্ষিত কুকুরে পরিণত করে....আইস্ট্যাইন। https://www.facebook.com/nana.bhai.5209
 
 
১/ কেউ কারো নয়!
মা-বাবা, ভাই-বোন কেউ ই আপনার না; যদি তাগো স্বার্থের আঘাত লাগে।
২/যতই প্রেজেন্ট দেন, যতই সুটকেস ভইর্যা জিনিস পত্র লইয়া যান; তারপর ও কারো মন পাইবেন না। গ্যার্যান্টি দিলাম।
৩/টাকা-পয়সা ধার দিলে ফেরৎ পাওয়ার আশা ছাইর্যাই দিবেন। হয় সম্পর্ক খারাপ হবে বা দেনাদাররে আপনের ছুটির সময়কালীন সময়ে খুইজ্যাই পাইবেন না।
৪/দেশে বেশী জায়গা-জমি থাকলে, ভাই বেরাদার, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী না হউক কোন সরকারী দলের সন্ত্রাসী যে দখল নিবে, তাতে কুনু সন্দেহ নাই। সুতরাং প্রয়োজনের বেশী জায়গা জমি রাখবেন না!
৫/বউ-বাচ্চা রাইখ্যা বছরের পর বছর বিদেশ করবেন?
তাইলেই ধরা! 
বউ বা আপনি পরকিয়ায় আক্রান্ত হইবেন।গ্যার্যান্টি ১০০% ভাগ।
মেয়ে বারবার বয় ফ্রেন্ড চেইন্জ করবে। গ্যার্যান্টি ৯০% ভাগ।
ছেলে রোমিও-ইভ টিজার বা সন্ত্রাসী হবে।গ্যার্যান্টি  ৯০% ভাগ। 
আরো কিছু থাকলে আপনারা এড করেন।
 ৪২ টি
    	৪২ টি    	 +৩/-০
    	+৩/-০  ২৬ শে মার্চ, ২০১৩  সন্ধ্যা  ৬:৩১
২৬ শে মার্চ, ২০১৩  সন্ধ্যা  ৬:৩১
নানাভাই বলেছেন: ঠিক কইছেন।
দেশে সবাই মনে করে বিদেশে আপনের বাড়ীর উঠানে ট্যাকার গাছ আছে। ঝাকি দিলেই খালি পড়ে!
২|  ২৬ শে মার্চ, ২০১৩  বিকাল ৫:২৮
২৬ শে মার্চ, ২০১৩  বিকাল ৫:২৮
এম আর সুমন বলেছেন: বাবা মার মন পাওয়ার আশায় কেউ তাদের সেবা করে না। মা বাবা ভিন্ন জিনিস। আর তাদের সেবা করা আমাদের দায়িত্ব। 
বিদেশে কি সবাই পরকীয়া করে? সেখানে কেউ ভাল নাই? 
এগুলো উদ্ভট কথাবার্তা। 
তবে বউ রেখে বিদেশে যাওয়াটা আমি সমর্থন করি না।
  ২৬ শে মার্চ, ২০১৩  বিকাল ৫:৫৩
২৬ শে মার্চ, ২০১৩  বিকাল ৫:৫৩
নানাভাই বলেছেন: বাবা-মার কতা আলাদা মানি।তাদের সেবা করা আমাদের দায়িত্ব। 
মাগার তারা ও এক সময় ট্যাকার মেশিন মনে করবে।
৩|  ২৬ শে মার্চ, ২০১৩  বিকাল ৫:৩১
২৬ শে মার্চ, ২০১৩  বিকাল ৫:৩১
ঢাকার কুতুব বলেছেন: খারাপ শোনা গেলেও কথাগুলো সত্য, নির্মম সত্য।
  ২৬ শে মার্চ, ২০১৩  বিকাল ৫:৫১
২৬ শে মার্চ, ২০১৩  বিকাল ৫:৫১
নানাভাই বলেছেন: থ্যান্কু দিলাম।
৪|  ২৬ শে মার্চ, ২০১৩  বিকাল ৫:৩৫
২৬ শে মার্চ, ২০১৩  বিকাল ৫:৩৫
কামরুল ইসলাম (সুমন) বলেছেন: সহমত ৯০%
  ২৬ শে মার্চ, ২০১৩  বিকাল ৫:৫০
২৬ শে মার্চ, ২০১৩  বিকাল ৫:৫০
নানাভাই বলেছেন: থ্যান্কু
৫|  ২৬ শে মার্চ, ২০১৩  বিকাল ৫:৪৬
২৬ শে মার্চ, ২০১৩  বিকাল ৫:৪৬
মো কবির বলেছেন: 
আপনার সাথে আমি অনেকটা একমত। ব্যাপারটা এমন যে, আপনি সারাদিন টাকার পিছু ছুটবেন, আর আপনার ছেলে-পুলে মানুষ হবে ,সেটা কখনোই সম্ভব নয়। অন্তত আজকের সময়ে ।
যারা টাকার পিছু ছুটে তাদের ছেলে-মেয়েদের আমি দেখেছি ওরা বেশীর ভাগই হয় চোঁর, লুটতরাজ, ইভটিজার , ১৬ বছর পার হতে না হতেই ধরা পড়ে ছেড়ি লিইয়া।
আর কি কমু, নানা ।  
  ২৬ শে মার্চ, ২০১৩  বিকাল ৫:৫০
২৬ শে মার্চ, ২০১৩  বিকাল ৫:৫০
নানাভাই বলেছেন: পিলাচ মারলাম।
৬|  ২৬ শে মার্চ, ২০১৩  বিকাল ৫:৫৮
২৬ শে মার্চ, ২০১৩  বিকাল ৫:৫৮
চায়নাবুড়া১৮ বলেছেন: ১০০% হাঁচা কথা । অনেক কিছু লিখার ছিল. সময় সল্পতার জন্য আরেকদিন লিখব আশা রাখি ।
  ২৬ শে মার্চ, ২০১৩  সন্ধ্যা  ৬:০৫
২৬ শে মার্চ, ২০১৩  সন্ধ্যা  ৬:০৫
নানাভাই বলেছেন: লিখেন।
৭|  ২৬ শে মার্চ, ২০১৩  সন্ধ্যা  ৬:০২
২৬ শে মার্চ, ২০১৩  সন্ধ্যা  ৬:০২
ুুপাংশুল বলেছেন: বউ বাচ্চা রেখে ৩০ বছর বিদেশে থাকাটা আমার মন সমর্থন করে না,টাকার যেমন দরকার আছে টিক তেমনি দরকার তাদেরকে নির্ভেজাল সঙ্গ দেওয়া।নইলে মনস্তত্তে তাদের এবং নিজের যে পরিবর্তন আসে তার প্রভাবে এই ব্যাপারগুলো ঘঠে বলে আমার ধারনা।
শুভ কামনা।
  ২৬ শে মার্চ, ২০১৩  সন্ধ্যা  ৬:০৭
২৬ শে মার্চ, ২০১৩  সন্ধ্যা  ৬:০৭
নানাভাই বলেছেন: বউ বাচ্চা রাইখ্যা, আমার কতা লিখি নাই; আমার বউ বাচ্চা আমার লগেই আছে।
...........তয় বহু মানুষ আছে এমুন বিদেশ করে!
৮|  ২৬ শে মার্চ, ২০১৩  সন্ধ্যা  ৬:২৫
২৬ শে মার্চ, ২০১৩  সন্ধ্যা  ৬:২৫
এস বাসার বলেছেন: কথা কিন্তু সত্য।
  ২৬ শে মার্চ, ২০১৩  সন্ধ্যা  ৬:৩১
২৬ শে মার্চ, ২০১৩  সন্ধ্যা  ৬:৩১
নানাভাই বলেছেন: থ্যান্কু
৯|  ২৬ শে মার্চ, ২০১৩  সন্ধ্যা  ৬:৩৮
২৬ শে মার্চ, ২০১৩  সন্ধ্যা  ৬:৩৮
ডিজিটাল বোকা বলেছেন: সবে মাত্র ছয় মাস হলো বিদেশে আসলাম..................।
আপনি যা শুনালেন তা তো ভয় লাগতেছে !!!!!
আর সবাই কিন্তু বিদেশের পরকীয়া করে না  ((((
((((
  ২৬ শে মার্চ, ২০১৩  সন্ধ্যা  ৬:৪৯
২৬ শে মার্চ, ২০১৩  সন্ধ্যা  ৬:৪৯
নানাভাই বলেছেন: চালাইয়া যান।
ভয়ের কিছু নাই। সময়ই উত্তর দিবে! 
১০|  ২৬ শে মার্চ, ২০১৩  সন্ধ্যা  ৬:৫২
২৬ শে মার্চ, ২০১৩  সন্ধ্যা  ৬:৫২
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: "দেশে বেশী জায়গা-জমি থাকলে, ভাই বেরাদার, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী না হউক কোন সরকারী দলের সন্ত্রাসী যে দখল নিবে, তাতে কুনু সন্দেহ নাই। সুতরাং প্রয়োজনের বেশী জায়গা জমি রাখবেন না!" 
আমাদের জায়গা-জমি, বাড়ি-ঘর তো কেউ দহল করেনি   একজন দেখা শোনা করে, বাকি সবাই বিদেশে
 একজন দেখা শোনা করে, বাকি সবাই বিদেশে  
  
  ২৬ শে মার্চ, ২০১৩  সন্ধ্যা  ৭:৩৪
২৬ শে মার্চ, ২০১৩  সন্ধ্যা  ৭:৩৪
নানাভাই বলেছেন: ভয়ের কিছু নাই। সময়ই উত্তর দিবে!
১১|  ২৬ শে মার্চ, ২০১৩  সন্ধ্যা  ৬:৫৭
২৬ শে মার্চ, ২০১৩  সন্ধ্যা  ৬:৫৭
বিডি আমিনুর বলেছেন: নানাভাই ধরা খাইছে   
   নানি আছে নাকি ভাইগা গেছে ?
  নানি আছে নাকি ভাইগা গেছে ?   
   
 
  ২৬ শে মার্চ, ২০১৩  সন্ধ্যা  ৭:৩৫
২৬ শে মার্চ, ২০১৩  সন্ধ্যা  ৭:৩৫
নানাভাই বলেছেন: আছে.....।
ভয়ের কিছু নাই। 
১২|  ২৬ শে মার্চ, ২০১৩  সন্ধ্যা  ৭:১৬
২৬ শে মার্চ, ২০১৩  সন্ধ্যা  ৭:১৬
বাক স্বাধীনতা বলেছেন: ++++++++++
  ২৬ শে মার্চ, ২০১৩  সন্ধ্যা  ৭:৩৫
২৬ শে মার্চ, ২০১৩  সন্ধ্যা  ৭:৩৫
নানাভাই বলেছেন: থ্যান্কু
১৩|  ২৬ শে মার্চ, ২০১৩  সন্ধ্যা  ৭:২৮
২৬ শে মার্চ, ২০১৩  সন্ধ্যা  ৭:২৮
দি সুফি বলেছেন: ১ নাম্বার থেকে "মা" কে বাদ দিয়ে দিলে, বাকি সবগুলোই বেশিরভাগ ক্ষেত্রে সত্য।
  ২৬ শে মার্চ, ২০১৩  সন্ধ্যা  ৭:৩৫
২৬ শে মার্চ, ২০১৩  সন্ধ্যা  ৭:৩৫
নানাভাই বলেছেন: থ্যান্কু
১৪|  ২৬ শে মার্চ, ২০১৩  সন্ধ্যা  ৭:৩৯
২৬ শে মার্চ, ২০১৩  সন্ধ্যা  ৭:৩৯
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: 
এদের কয়েকজন আপনার মত ৩০ বছর ধরে বিদেশে থাকে। তাদের সম্পত্তির কিছু হয় নি। আমাদেরও হয় নি। আপনার সাথে মনে হয়....  আপনার ভাগ্য খারাপ
 আপনার ভাগ্য খারাপ   
 
  ২৬ শে মার্চ, ২০১৩  সন্ধ্যা  ৭:৫৫
২৬ শে মার্চ, ২০১৩  সন্ধ্যা  ৭:৫৫
নানাভাই বলেছেন: হ্য়তো তাই!   
সময়ই উত্তর দিবে!!
১৫|  ২৬ শে মার্চ, ২০১৩  রাত ৮:০০
২৬ শে মার্চ, ২০১৩  রাত ৮:০০
কালোপরী বলেছেন: হুম
১৬|  ২৬ শে মার্চ, ২০১৩  রাত ৮:০৮
২৬ শে মার্চ, ২০১৩  রাত ৮:০৮
লিন্কিন পার্ক বলেছেন: 
 সহমত 
১৭|  ২৬ শে মার্চ, ২০১৩  রাত ৮:১৫
২৬ শে মার্চ, ২০১৩  রাত ৮:১৫
ঝটিকা বলেছেন: আমার মা সম্পুর্ন আলাদা।
বাকি সব ব্যাপারে১০০% সহমত
  ২৬ শে মার্চ, ২০১৩  রাত ৮:৪৭
২৬ শে মার্চ, ২০১৩  রাত ৮:৪৭
নানাভাই বলেছেন: মায়েরা সব সময় আলাদাই থাকেন।
১৮|  ২৬ শে মার্চ, ২০১৩  রাত ৮:১৫
২৬ শে মার্চ, ২০১৩  রাত ৮:১৫
রিফাত হোসেন বলেছেন: ২০ বছর এক নাগাড়ে এমনিতেই বাহিরে থাকলে ...... যে জায়গা বা জমি দেখাশুনা করলে সে এমনিতেই দখল পেয়ে থাকে, আইন মোতাবেনক , এমনই শুনেছিলাম ।
তবে মাগার তারা ও এক সময় ট্যাকার মেশিন মনে করবে। আমার ক্ষেত্রে মেশিন না মনে করলেও একটা অফুরন্ত উতস মনে করে,বেশী সেলারী দেখে । 
এটা সত্য । 
এটা বুঝতে চায় না কেউই, মা বাবা নয় বরং সবাই ই । 
----------------------------------------------------------------------------------
লাইফ স্ট্যান্ডার্ড উন্নত হলে যত বড় সেলারীই হোক সব কিছু সাধারন এর পর্যায়ে পরে  বাড়ি ভাড়া, সোসাইটি খরচ, ইনকাম ট্যাক্স, বাতসরিক ইনকাম ট্যাক্স, অতিরিক্ত ট্যাক্স, ভাতা সিকিউরটি, এক্সিডেন্ট সিকিউরিটি, স্বাস্থ্য সিকিউরিটি, মোবাইল মাসিক বিল, মাসিক শ্রম কল্যান সমিতির খরচ, মাসিক পরিবহন খরচ, মাসিক ইন্টারনেট বিল, মাসিক বিদ্যুত ও গ্যাস খরচ, জিম এর খরচ (যেহেতু বছরের অধিকাংশ সময় ঠান্ডা থাকে বাহিরের আবহাওয়া )....,
 বাড়ি ভাড়া, সোসাইটি খরচ, ইনকাম ট্যাক্স, বাতসরিক ইনকাম ট্যাক্স, অতিরিক্ত ট্যাক্স, ভাতা সিকিউরটি, এক্সিডেন্ট সিকিউরিটি, স্বাস্থ্য সিকিউরিটি, মোবাইল মাসিক বিল, মাসিক শ্রম কল্যান সমিতির খরচ, মাসিক পরিবহন খরচ, মাসিক ইন্টারনেট বিল, মাসিক বিদ্যুত ও গ্যাস খরচ, জিম এর খরচ (যেহেতু বছরের অধিকাংশ সময় ঠান্ডা থাকে বাহিরের আবহাওয়া )...., 
 
দৈনিক খাবার খরচ বাদ দিলাম, কাপড় চোপড় বাদ দিলাম, হালকা জামা কাপড় কেনাকেটা বাদ দিলাম, গাড়ি থাকলে বাদি দিলাম তার খরচ, অসুস্থ হলে ঔষুধের ২০% খরচ বাদ দিলাম, বাচ্চা থাকলে তার সব খরচ বাদ দিলাম, বউ থাকলে তার খরচ ও ইচ্ছা পূরন বাদ দিলাম, আমার সখের পড়াশুনার খরচ  বাদ দিলাম, বছরের ভ্রমন খরচ (বাংলাদেশ সহ বিভিন্ন দেশ ইনক্লুডেড), উপহার খরচ বাদ দিলাম, সখের পারফিউম খরচ বাদ দিলাম, 
------------------------------------------------------------------------------------
মাঝে মাঝে চিন্তা করি ......... যতটুকু আছে তাতে সুখী না থেকে আর বড় চিন্তা করি । ....... কিন্তু চিন্তা করি আল্লাহ আমাকে অনেক অনেক ভাল রেখেছে, হোক অন্যে মনের চিন্তা আমাকে নিয়ে অন্য রকম । কিন্তু ... আমি যেরকম সে রকম ই ইনশাল্লাহ শতগুনে ভাল রেখেছৈ । 
  ২৬ শে মার্চ, ২০১৩  রাত ৮:৪৬
২৬ শে মার্চ, ২০১৩  রাত ৮:৪৬
নানাভাই বলেছেন: মাঝে মাঝে চিন্তা করি ......... যতটুকু আছে তাতে সুখী না থেকে আর বড় চিন্তা করি । ....... কিন্তু চিন্তা করি আল্লাহ আমাকে অনেক অনেক ভাল রেখেছে, হোক অন্যে মনের চিন্তা আমাকে নিয়ে অন্য রকম । কিন্তু ... আমি যেরকম সে রকম ই ইনশাল্লাহ শতগুনে ভাল রেখেছৈ । 
কঠিন কথা কইছেন।
১৯|  ২৬ শে মার্চ, ২০১৩  রাত ৮:১৭
২৬ শে মার্চ, ২০১৩  রাত ৮:১৭
রিফাত হোসেন বলেছেন: ওহ বাদ দিলাম,,,.......... বেকার ভাতা কর্তন ও বৃদ্ধকালীন ভাতা মাসিক কর্তন । 
২০|  ২৬ শে মার্চ, ২০১৩  রাত ৮:১৯
২৬ শে মার্চ, ২০১৩  রাত ৮:১৯
রিফাত হোসেন বলেছেন: ওহ সখে টেকনোলজী জিনিসপত্র যেমন হাইটেক মোবাইল,টেব,পিসির জিনিস, সফটওয়্যার , ক্যামেরা ইত্যাদি বাদ দিলাম । 
তবুও... 
২১|  ২৬ শে মার্চ, ২০১৩  রাত ৮:২১
২৬ শে মার্চ, ২০১৩  রাত ৮:২১
রিফাত হোসেন বলেছেন: আর বেসরকারী ইমারজেন্সী সেভিংস একাউন্ট এটাও কর্তন করেন মাসে  মাসে  
 
কাটার পর কাটেই................... থাকে আর কি ! লক্ষ...................কে সাইজ করে   
 
২২|  ২৬ শে মার্চ, ২০১৩  রাত ৮:২৯
২৬ শে মার্চ, ২০১৩  রাত ৮:২৯
মুহম্মদ ফজলুল করিম বলেছেন:   
   
   
   
   
   
   
   
 
বিদেশ না যাওয়ার ভাল অজুহাত পাইলাম। থেঙ্কু   
   
   
 
  ২৬ শে মার্চ, ২০১৩  রাত ৮:৪৭
২৬ শে মার্চ, ২০১৩  রাত ৮:৪৭
নানাভাই বলেছেন: ওয়েলকাম।
২৩|  ২৬ শে মার্চ, ২০১৩  রাত ৯:২৯
২৬ শে মার্চ, ২০১৩  রাত ৯:২৯
কাকতড়ুয়া007 বলেছেন: ঢাকার কুতুব বলেছেন: খারাপ শোনা গেলেও কথাগুলো সত্য, নির্মম সত্য
২৪|  ০২ রা এপ্রিল, ২০১৩  বিকাল ৪:৫৭
০২ রা এপ্রিল, ২০১৩  বিকাল ৪:৫৭
ঢাকাইয়া০০৭ বলেছেন: কাহিনী পুরাপুরি মিলে গেছে নানাভাই।
২৫|  ০৭ ই এপ্রিল, ২০১৩  রাত ৮:৫৮
০৭ ই এপ্রিল, ২০১৩  রাত ৮:৫৮
জাহাঙ্গীর জান বলেছেন: সত্য কথা আমাদের জীবনের সব কিছুই এলোমেলো জীবনের শেষ প্রান্তে কেউই কারো নয় ।
©somewhere in net ltd.
১| ২৬ শে মার্চ, ২০১৩  বিকাল ৫:২৭
২৬ শে মার্চ, ২০১৩  বিকাল ৫:২৭
বাংলাদেশী দালাল বলেছেন: নান ভাই। সত্য বরই নির্মম। সবাই ভাবে বিদেশ টেকা কুরাইয়া পাওয়া যায়।