![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানবিক দায় ও বোধহীন শিক্ষা মানুষকে প্রশিক্ষিত কুকুরে পরিণত করে....আইস্ট্যাইন। https://www.facebook.com/nana.bhai.5209
পৃথিবীর বড় আদালত মানুষের বিবেক। আমি আমার বিবেকের কাছে পরিষ্কার ও পরিচ্ছন্ন। আমি আমার বিবেকের সেই আদালতেও পরিষ্কার ও পরিচ্ছন্ন। কখনও কোনো অন্যায় করিনি, কখনও কোনো দুর্নীতি করিনি। স্বচ্ছতা ও সততার সাথে কাজ করেছি। কারো সমালোচনার ভয়ে নয়, নিজের বিবেকের কাছে, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে কাজ করেছি। সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছি।
কেউ যদি তার ডাইরিতে কোনো কিছু লিখে থাকেÑ তা প্রমাণ করে না যে, আমি তার কাছে অনৈতিক দাবি করেছি। এসএনসি-লাভালিন ঘুষ দিয়ে কাজ পাওয়ার ইচ্ছে পোষণ ও সে অনুযায়ী পদক্ষেপ নিয়ে থাকতে পারে, এর অর্থ এই নয় যে, আমি তাদের ইচ্ছায় সাড়া দিয়েছি। অনৈতিক দাবি নিয়ে কোনো কর্মকর্তার সাথে আমার কথা হয়নি, কথা হওয়ার প্রশ্নই আসে না। আমি পদ্মা সেতু নির্মাণে কথিত কোনো অনিয়ম, ষড়যন্ত্র ও দুর্নীতির সাথে জড়িত নই। কেউ যদি ব্লাকমেইল করে, আমার নাম ভাঙ্গিয়ে কোনো অনৈতিক দাবি করে থাকে সেজন্য আমাকে দায়ী এবং অভিযুক্ত করা যাবে না। প্রায়শ পত্রিকায় বিশিষ্টব্যক্তিদের নামে চাঁদাবাজির খবর দেখা যায়। এর অর্থ এই নয় যে, সংশ্লিষ্ট ব্যক্তি চাঁদাবাজ।
আমি কোনোক্রমেই এসএনসি-লাভালিনের মিস কন্ডাক্ট-এর সাথে সম্পৃক্ত নই। এসএনসি-লাভালিনের যেসব কর্মকর্তা সৌজন্যভাবে আমার সাথে দেখা করেছেন তারা বলতে পারবেন না, আমি তাদের কাছে অনৈতিক দাবি করেছি। সাবেক প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী যিনি তাদের সাথে আমার দেখা করিয়েছেন তিনিও বলতে পারবেন না আমি তার সাথে, তার উপস্থিতিতে অন্যের সাথে কোনো অনৈতিক দাবি করেছি এবং সেতু বিভাগের কোনো কর্মকর্তাও বলতে পারবেন না যে, আমি কারো কাছে কোনো অনৈতিক দাবি করেছি। কাজেই এসএনসি-লাভালিনের কোনো কর্মকর্তার সাথে অনৈতিক দাবির প্রশ্ন অবান্তর, অসত্য ও প্রতারণা। কানাডার বিচারিক আদালতে তার প্রমাণ হবে, দুদক-এর তদন্তেও তা প্রমাণিত হবে। আমি সম্পূর্ণ নির্দোষ।
Click This Link
২| ২২ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:৩২
দিশার বলেছেন: এই চামার গুলা আমাদের জাতীয় নেতা কি করে হয়? দোষ আমাদের।
৩| ২২ শে এপ্রিল, ২০১৩ ভোর ৫:০০
আমি শুধুই পাঠক বলেছেন: হ, তেলাপোকাও পাখি আবুলও নির্দোষ।
৪| ২২ শে এপ্রিল, ২০১৩ ভোর ৫:১৮
দায়িত্ববান নাগরিক বলেছেন: একই আবুলেই বর্তমান সরকারের সব সাফল্য ব্যার্থতায় পরিনত করেছে। নামও যেমন কামও তেমন।
পার্সোনালী এই ছাগলের কোম্পানীতে যাওয়ার সুযোগ হয়েছিল। দূর্নীতির আখড়া। আবুলদের কখনো লাই দিতে নাই। যেকোনো সরকারের জন্য কথাটা প্রযোজ্য।
৫| ২২ শে এপ্রিল, ২০১৩ ভোর ৫:২৮
যোগী বলেছেন:
লাভালিনের কে যেন একজন রাজস্বাক্ষি হতে চেয়েছে। এবার দেখা যাবে আবুল্লাই আবুল না ঝানু মাল।
৬| ২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:১২
ভিটামিন সি বলেছেন: যে লুচ্চা অন্যর রাইতে সুযোগ বুঝে অন্যের বউয়ের কাছে যায় আকাম করতে, সে কি আর তার বাড়িতে বলে যায় যে আমি আজ এ কাজ করতে যাচ্ছি?? ধরা পরলে বলে আমি হাওয়া খাইতে ওই বাড়ির পাশে গিয়েছিলাম, ওই বাড়ির হাওয়া খুব সুন্দর।
আবুল ও তেমনি গল্প লেখছে।
৭| ২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:৩০
*কুনোব্যাঙ* বলেছেন: একটু আধটু কমিশন চাওয়া এই দেশে অনৈতিক বিবেচিত হয়না। সুতরাং আবুল হোসেন কে দোষী বলা যায় না।
৮| ২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:৫৯
রামন বলেছেন:
আজ অবধি কোনো দুর্নীতিবাজদের সুষ্ঠ বিচার ও দৃষ্টান্তমূলক সাজা হয়নি বলেই এ সকল দুর্বৃত্তরা জনগনের ঘাড়ে পা রেখে দেশের অর্থনীতিতে সমানে সন্ত্রাস করে যাচ্ছে। আমি মনে করি জনগনের হক লুন্ঠন করা মানবধিকার লঙ্ঘনের শামিল। আজ যেমন যুদ্ধাপরাধীদের বিচারের জন্য দেশ ও জাতি ঐক্যবদ্ধ হয়েছে, সেদিন আর বেশি দুরে নয় যেদিন জনগন ট্রাইবুনাল গঠন করে দুর্নীতিবাজ,দুর্বৃত্তদের আদলতের কাঠগড়ায় দাড় করিয়ে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড আদায় করবে।
৯| ২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:১৯
ঢাকাবাসী বলেছেন: এই মহা দুর্নীতিবাজ চামারগুলারে দেশপ্রেমিক বলে সার্টিফিকেট কে দিল?
১০| ২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:১১
সাহাদাত উদরাজী বলেছেন: আবুল সত্য বলতে পারছেন না বলেই নিজের পক্ষে সাফাই দিচ্ছেন। বিজ্ঞাপন দিয়ে কেন তিনি আবারো টাকা নষ্ট করেছেন?
১১| ২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪১
সেলিম আনোয়ার বলেছেন: কান্দেন ।কান্দাটা নিরাপদ। হাসলে মানুস হিংসা করে!!
১২| ২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩০
আশিকুর রহমান ১ বলেছেন: নেত্রীর কাছে আবুল হোসেন প্রকৃত দেশপ্রেমিক!!
১৩| ২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪২
আিম এক যাযাবর বলেছেন: উনি হলেন এ সময়ের পরশপাথর.....হাসতেই থাকি....
১৪| ২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৩
আসিফুর রহমান বলেছেন: দুদক কখনো প্রমান করতে পারবেনা.. কারন .. This is made in Bangladesh
©somewhere in net ltd.
১|
২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:৪২
শাকিল ১৭০৫ বলেছেন: :-& :-& :-&