নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/nana.bhai.5209

মানবিক দায় ও বোধহীন শিক্ষা মানুষকে প্রশিক্ষিত কুকুরে পরিণত করে....আইস্ট্যাইন। https://www.facebook.com/nana.bhai.5209

নানাভাই

মানবিক দায় ও বোধহীন শিক্ষা মানুষকে প্রশিক্ষিত কুকুরে পরিণত করে....আইস্ট্যাইন। https://www.facebook.com/nana.bhai.5209

নানাভাই › বিস্তারিত পোস্টঃ

রোম যখন পুড়ছিল...............পদ্মায় সস্ত্রীক নৌ-ভ্রমণে শেখ রেহানার ছেলে ববি

২৫ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

রোম যখন পুড়ছিল, নীরো তখন মনের সুখে বাশীতে গান করছিলেন।

দেশ যখন ............তখন পদ্মায় সস্ত্রীক নৌ-ভ্রমণে শেখ রেহানার ছেলে ববি।

জয় বাংলা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার ছেলে শেখ ববি স্ত্রী ও সন্তানসহ শুক্রবার দুপুর থেকে বিকাল পর্যস্ত মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়ায় পদ্মা নদীতে ভ্রমণ করেছেন। বিদেশি বধূকে নিয়ে শেখ ববি ভারী বর্ষণের মধ্যে চার ঘন্টা পদ্মার নৈসর্গিক দৃশ্য অবলোকন করেন।



শুক্রবার দুপুর ১২ টার দিকে মাওয়াঘাটে বিআইডব্লিউটিএর ভ্রমণ জাহাজ সন্ধানীতে চড়ে শেখ ববি নৌ-ভ্রমণে বের হন। শেখ রেহানার ছেলের বিদেশি বধূকে পদ্মার রূপালী ইলিশ দিয়ে দুপুরের আপ্যায়ন করা হয়।



বিআইডব্লিউটিএর সহকারী-পরিচালক আলী আজগর জানান, বিকাল ৪ টা পর্যন্ত সন্ধানী জাহাজে চড়ে পদ্মার বুকে চষে বেড়ান বিদেশী বধূসহ শেখ রেহানার ছেলে ববি। দুপুর ১২টার দিকে তারা মাওয়াঘাট থেকে জাহাজে ওঠেন। পরে শরীয়তপুরের সুরেশ্বর এলাকা পর্যন্ত ঘুরে-ফেরেন পদ্মার নৈসর্গিক দৃশ্যের মাঝে। ভারী বর্ষণ থাকায় শেখ রেহানার ছেলে বিদেশী বধূকে নিয়ে নৌ-ভ্রমন সংক্ষিপ্ত করে বিকাল ৪ টার দিকে মাওয়াঘাটে ফিরে আসেন। এরপর ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।

এইখানে

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:২০

খেয়া ঘাট বলেছেন: জয়ের বউ ছিলো বিদেশী--- এখন মনে হয় বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে/
ববির বউ ও বিদেশী নাকি?
এটা যেন বিচ্ছেদ না হয়। দাম্পত্য জীবন সুখের হোক।

২| ২৫ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

আবাব বলেছেন: নাম কি ? হা হা হা ->

শেখ ববি। =p~ =p~ =p~

৩| ২৫ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

বুলবুল আহমেদ পান্না বলেছেন: আইজকাইল ব্লগে এইসব চলতেসে তাইলে, বাহ বাহ...


৪| ২৫ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: ইতো পুরানা পাতিহাস.....

সেই কালে দেশ যখন দুর্ভিক্ষে...তখনো তারার কারো কারো জন্মদিন কারো বিবাহে তখন কেক্কুক সহ সোনা দানার বিশাল রেকর্ডের পাতিহাসতো মরেই গেছল!!!

আপনি কিল্লাই আবার মুনে পড়ায়া দেন!!!!!!!

৫| ২৫ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

বিডি আমিনুর বলেছেন: শেখ ববি! বেডা না বেডি ?

৬| ২৫ শে মে, ২০১৩ রাত ৯:৪০

বাংলার এয়ানা বলেছেন: দেশি মাল বিদেশি লেভেল....................

৭| ২৫ শে মে, ২০১৩ রাত ৯:৪৩

শিপু ভাই বলেছেন:
সমস্যা কি???

ববি নৌ ভ্রমনে গেল না হাগতে গেল তাতে আমাদের কি আসে যায়??!!!??

৮| ২৫ শে মে, ২০১৩ রাত ৯:৪৫

মেকগাইভার বলেছেন: ক্রাইম সিন ইনভেস্টিগেশন?

৯| ২৫ শে মে, ২০১৩ রাত ৯:৫২

দুরন্ত-পথিক বলেছেন: প্রাইম মিনিস্টার এর পরিবারের সবাই প্রাইম মিনিস্টার আশা করি লেখক বুঝতে পারছেন।

১০| ২৬ শে মে, ২০১৩ রাত ৩:০৭

ওবায়েদুল আকবর বলেছেন: ববির সাথে একসময় গুলশানে কৃকেট খেলছি। (ব্যাপক ভাবের ইমো হবে)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.