![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানবিক দায় ও বোধহীন শিক্ষা মানুষকে প্রশিক্ষিত কুকুরে পরিণত করে....আইস্ট্যাইন। https://www.facebook.com/nana.bhai.5209
গতকাল একটি টিভিতে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের হীরন,কামাল, মামুনের ইলেকশন সাওয়াল-জওয়াবের অনুস্ঠান দেখলাম।
অন্য ক্যান্ডিডেটগো মাফিয়া হীরনের টিটকারী মারা কথা শুনলাম।সন্দেহ নাই হীরন বরিশালের জন্য কিছু কাজ করছেন। পাশাপাশি তার এই ৪ বছর ৭ মাসে বরিশালের পুলাপানরে উনি যে ক্ষতি করছেন, তা আর কেউ করে নাই।দূর্নীতির বীজ উনি সব জায়গায় সফলভাবে বপন করেছেন। ৫ বছর আগে তার ডিক্লেরেশন ছিল ৫ লাখ টাকা,আজ তিনি ১০ কোটি টাকার ডিক্লেরেশন দিয়েছেন। এমন কোন আলাউদ্দিনের চেরাগ পাইলেন যে, ৫ বছরে ৫ লাখ টাকা ১০ কোটি হয়?
প্রথম জীবনে জাসদ করতেন হীরন। তারপর (জাপার রুহুল আমিন হাওলাদারের সাথে) বিএনপি করতেন। রুহুল আমিন হাওলাদারের সাথে আব্দুর রহমান বিশ্বাসের(সরওয়ার তখন বিশ্বাসের ক্যাডার) কনফ্লিক্টে ফয়দা তোলেন সরওয়ার এবং হীরন দুজনেই। বরিশাল শহরে বহু অঘটন করেছেন তখন। আর এই কারনে ৭০ দশকের শেষ ভাগে এবং ৮০ দশকের প্রথম দিকে হীরন বহুবার ডিটেনশনেও জেলে ছিলেন।
জেনারেল এরশাদ ক্ষমতায় আসার পর ওস্তাদ রুহুল আমিন হাওলাদারের হাত ধরে হীরন আবার জাতীয় পার্টিতে যোগ দেন এবং এরশাদের উপজেলা চেয়ারম্যানও হন। ৯০ তে এরশদের পতনের পর এই বরিশালবাসী তাকে রাজনীতিতে নিষিদ্ব করে মোহামেডানের মাঠে এক সভায়। ৯৭তে আওয়ামী লীগের আবুল হাসনাত আবদুল্লার সাড়াশি চাপে সহ্য করতে না পেরে হীরন, নিজাম(বরিশাল যুবলীগের আহব্বায়ক) আওয়ামী লীগে যোগ দেন। তখন বরিশাল আওয়ামী লীগ হাসনাতের কন্ট্রোলে ছিল। ১/১১ তে হাসনাত আত্নগোপন করলে হীরন লাইম লাইটে আসেন এবং এক পর্যায়ে ওস্তাদ মারা শিষ্যের খাতায় নাম লিখান। আস্তে আস্তে হাসনাতের জায়গা দখল করেন(আওয়ামী লীগ এই দফায় ক্ষমতায় এলে উনি বরিশালের মুকুটহীন মাফিয়া হন), বল তখন হাসনাতের হাত ছাড়া।
বরিশালের আকাশ বাতাস, চন্দ্র-সূর্য, জোয়ার-ভাটা ছাড়া সব কিছুই আজ মাফিয়া হীরনের কব্জায়। কত টাকা আজ তার, তিনি নিজেও জানেন না।এক সময় আমেরী রেস্টুরেন্টে(কাকলী সিনেমার পাশে ছিল) কেস ধরতেন তিনি। আর তা দিয়ে তিনি হাত খরচ চালাতেন।
আজ তিনি নীতির কথা বলেন। যিনি তার শাশুড়ীকে গুলি করেছেন ৮০র দশকে। সন্ত্রাস, মাদক নির্মূলের কথা বলেন, অথচ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের তিনি পালন করেন। বড় বিচিত্র মানুষের জীবন।
আরো আসছে.........
০৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৫
নানাভাই বলেছেন: জ্বী
২| ০৮ ই জুন, ২০১৩ বিকাল ৫:৪৯
মো ঃ আবু সাঈদ বলেছেন: একজন খুনি না কি???
০৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৫
নানাভাই বলেছেন: আন্দাজ কইর্যা নেন।
৩| ০৮ ই জুন, ২০১৩ রাত ৯:২৪
শিক্ষানবিস বলেছেন: উনি বরিশালের চেহারা বদলে দিয়েছেন, স্বীকার করি। উন্নয়ন করেছেন। খাল ভরাট করে ড্রেন বানিয়েছেন।
তবু ওনাকে ভোট দেব না আমরা বরিশালবাসী। কারণ, উনি খুনী, গণহত্যাকারী আ.লীগের লোক।
পাবলিক গণহত্যার প্রতিবাদ করবে ব্যালট দিয়ে।
৪| ০৯ ই জুন, ২০১৩ রাত ১২:০৭
নানাভাই বলেছেন: পাবলিক গণহত্যার প্রতিবাদ করবে ব্যালট দিয়ে। সহমত
©somewhere in net ltd.
১|
০৮ ই জুন, ২০১৩ বিকাল ৪:১৩
আতা2010 বলেছেন: কেস ধরতেন??????????????????????