নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/nana.bhai.5209

মানবিক দায় ও বোধহীন শিক্ষা মানুষকে প্রশিক্ষিত কুকুরে পরিণত করে....আইস্ট্যাইন। https://www.facebook.com/nana.bhai.5209

নানাভাই

মানবিক দায় ও বোধহীন শিক্ষা মানুষকে প্রশিক্ষিত কুকুরে পরিণত করে....আইস্ট্যাইন। https://www.facebook.com/nana.bhai.5209

নানাভাই › বিস্তারিত পোস্টঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ডঃ ওয়াজেদ মিয়ার মৃত্যু বার্ষিকী ছিল ৯ মে

১১ ই জুন, ২০১৩ বিকাল ৩:১২





আমাগো প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী, সজীব ওয়াজেদ জয় ও সায়মা পুতুলের বাবা, জাতির জামাই ওয়াজেদ মিয়ার মৃত্যু বার্ষিকী ছিল ৯ মে।

অথচ কোথাও কেউ কিছু কইলো না।

বড় ভালা লোক আছিল ডঃ ওয়াজেদ মিয়া।

ভদ্র লোক কি "বাটে"ই না পড়ছিলেন! /:)

আসেন দুয়া করি,আল্লাহ যেন তারে পরকালে শান্তিতে রাখেন।

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০১৩ বিকাল ৩:১৬

রাজীব হোসাইন সরকার বলেছেন: আমার পাশেই ইনার বাসা।

যখন বাসায় থাকত দেখতাম,

একটা ছাগলের বাচ্চা কোলে নিয়ে আদর করত।

অসম্ভব ভালো লোক।

একটা কথা বলে রাখা ভালো,


বংশগত সুত্রে ইনি আমার দাদু। রক্তের।


আমিও কিন্তু ইনার মতোই ভালা। :)

তার জন্য দোয়া।

১১ ই জুন, ২০১৩ বিকাল ৩:২৫

নানাভাই বলেছেন: রাজীব হোসাইন সরকার @ আপনে ও কি ওনার মতো "বাটে" পড়ছেন নাকি? আর ওনি তো মৃত, আপনে অখনো জীবিত আছেন।
আফনের লইগ্যা দুয়া করতে পারমু না। সরি।

২| ১১ ই জুন, ২০১৩ বিকাল ৩:৩১

ঢাকাবাসী বলেছেন: হাসি..র জন্য ওয়াজেদ মিয়ার মত ভাল মানুষ ফিট না তার জন্য মখা, তৌএচৌ,ডা.মো.আলীরাই ফিট। হালায় তার কারামুক্তি দিবস পালিত হইতাসে আজ আর তার হাসবেন্ডের নামটাও মুখে আনে নাই? আল্লায় সইতাছে? আপনেরে ধইন্যবাদ

১১ ই জুন, ২০১৩ বিকাল ৩:৪১

নানাভাই বলেছেন: আপনারেও ধইন্যা।
উনি মারা যাবার পর উনার লাখ লাখ ট্যাকা ভাগাভাগির ধুম পড়ছিল।

৩| ১১ ই জুন, ২০১৩ বিকাল ৩:৩৬

গারো হিল বলেছেন: আল্লাহ উনাকে ইহকাল থেকে পরকালেই ভাল রেখেছেন ।

১১ ই জুন, ২০১৩ বিকাল ৩:৩৯

নানাভাই বলেছেন: গারো হিল@ ইহকালে উনি "বাটে" আছিলেন।
তয় পরকালে উনি "অনেক শান্তি"তে আছেন।

৪| ১১ ই জুন, ২০১৩ বিকাল ৩:৫৪

কাঙ্গাল মুরশিদ বলেছেন: হাসিনার সাথে না হয় ওনার রক্তের সম্পর্ক নাই - কিন্তু ছেলেমেয়েগুলাই বা কেমন? বাপের মৃত্যুর সংবাদ শুনেও তাদের দেশে আসার সময় হয় না!!

১১ ই জুন, ২০১৩ বিকাল ৪:১৩

নানাভাই বলেছেন: কাঙ্গাল মুরশিদ @এইখানেই কবি নীরব।

৫| ১১ ই জুন, ২০১৩ বিকাল ৩:৫৮

সেমিবস বলেছেন: গারো হিল বলেছেন: আল্লাহ উনাকে ইহকাল থেকে পরকালেই ভাল রেখেছেন ।

৬| ১১ ই জুন, ২০১৩ বিকাল ৩:৫৯

তিক্তভাষী বলেছেন: প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী হওয়া সত্বেও তিনি আওয়ামী লীগার ছিলেন না। আচ্ছা, এর কী কারণ হতে পারে? :|

৭| ১১ ই জুন, ২০১৩ বিকাল ৪:১৪

নানাভাই বলেছেন: তিক্তভাষী @একটু মাথা খাটান।
উত্তর পাইবেন।
আসেন দুয়া করি,আল্লাহ যেন তারে পরকালে শান্তিতে রাখেন।

৮| ১১ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১০

আমি কবি নই বলেছেন: বেচারা !!!

৯| ১১ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

হু-কেয়ারস বলেছেন: ভদ্রলোক মরিয়া বাঁচিয়া গেছেন........

১১ ই জুন, ২০১৩ রাত ৮:৪২

নানাভাই বলেছেন:

হু-কেয়ারস বলেছেন: ভদ্রলোক মরিয়া বাঁচিয়া গেছেন........

১০| ১১ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

মদন বলেছেন: আল্লাহ তাকে জান্নাত নসীব করুন।

১২ ই জুন, ২০১৩ ভোর ৪:১৮

নানাভাই বলেছেন: আল্লাহ তাকে জান্নাত নসীব করুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.