![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানবিক দায় ও বোধহীন শিক্ষা মানুষকে প্রশিক্ষিত কুকুরে পরিণত করে....আইস্ট্যাইন। https://www.facebook.com/nana.bhai.5209
সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বরিশাল সিটি করপোরেশনে প্রভাব বাড়ছে ক্ষমতাসীন ১৪ দলের প্রার্থী শওকত হোসেন হিরনের।
হিরন সমর্থকদের চাপে ১৮ দল সমর্থিত প্রার্থী আহসান হাবিব কামালের সমর্থকরা কোণঠাসা হয়ে পড়েছে। তারা ভোট দিতে গেলে কেন্দ্র থেকে বের করে দেয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা নিজেদের অসহায়ত্বের কথা প্রকাশ করেছেন। তারা বলছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চেয়েও তা পাওয়া যাচ্ছে না।
সরেজমিনে নগরীর ৬ নং ওয়ার্ডের এ করিম আইডিয়াল স্কুল কেন্দ্রসহ বেশ কয়েকটি কেন্দ্রে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
এসব কেন্দ্রে ভোট না দিয়েই জোরপূর্বক কেন্দ্র থেকে ভোটারদের বের করে দেয়া হচ্ছে। তাদের হাতে কালির ছাপ মেরে দেয়া হচ্ছে।
বের করে দেয়া এসব ভোটারদের বেশিরভাগ নারী ভোটার এবং তারা কামাল সমর্থক বলে দাবি করেছেন।
এসব ভোটাররা কেন্দ্রের বাইরে এসে হট্টগোল করছেন। তাদের অভিযোগ, ব্যালট পেপার কেড়ে নিয়ে ভোট না দিয়েই জোর করে হাতে কালির ছাপ দিয়ে দেয়া হচ্ছে।
কামালের সমর্থক নারী নুরজাহান নিজের হাতে কালির ছাপ দেখিয়ে বলেন, ‘আমাকে ভোট দিতে না দিয়ে আমার ব্যালট পেপার ছিনিয়ে নিয়েছে।’
হিরনের কর্মীরা পুলিশের সহায়তায় এমনটি করছেন বলে তিনি জানান।
এ করিম ছাড়াও আরো বেশ কয়েকটি কেন্দ্রে একই অবস্থা দেখা গেছে। সেখানে সরকার দল সমর্থিত প্রার্থী শওকত হোসেন হিরনের এজেন্টরা আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় কামাল সমর্থকদের বের করে দিচ্ছেন।
তবে এসব অভিযোগ বিষয়ে সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসাররা তাদের অসহায়ত্বের কথা স্বীকার করেছেন। তারা বলছেন, ‘আমরা অসহায়। আইনশৃঙ্খলা পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে নেই।’
এ করিম আইডিয়াল স্কুল কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আবু জাফর খান আরটিএনএন- কে বলেন, ‘আমার কেন্দ্রে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। তবে ভোটার তালিকার সঙ্গে নামের মিল না থাকায় বেশ কয়েকজনকে ভোট দিতে দেয়া হয়নি।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা অসহায়। আইনশৃঙ্খলা পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে। ডেকেও আমরা কারো সহায়তা পাচ্ছি না।’
নির্বাচনের রায় যেদিকে হোক মেনে নিবেন কিনা জানতে চাইলে হিরন বলেন, ফলাফল মানার কী আছে। নির্বাচনে আমিই জিতবো।
Click This Link
২| ১৫ ই জুন, ২০১৩ দুপুর ২:৫০
গেদু চাচা বলেছেন: অবশেষে আওয়ামী লেঞ্জা বের হয়ে গেছে....
এখন থেকে আওয়াজ তুলুন কেয়ারটেকার ছাড়া কোন নির্বাচন নয়
৩| ১৫ ই জুন, ২০১৩ দুপুর ২:৫৯
ঢাকাবাসী বলেছেন: খোদ প্রন্ত্রীর নির্দেশ মোতাবেকই সব হচ্ছে বলে শোনা যায়!
৪| ১৫ ই জুন, ২০১৩ বিকাল ৩:০২
নানাভাই বলেছেন: হিরন সমর্থকদের হামলায় কামাল আহত, এক কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত
View this link
৫| ১৫ ই জুন, ২০১৩ বিকাল ৩:০৫
মো ঃ আবু সাঈদ বলেছেন: অবশেষে আওয়ামী লেঞ্জা বের হয়ে গেছে....
এখন থেকে আওয়াজ তুলুন কেয়ারটেকার ছাড়া কোন নির্বাচন নয়
৬| ১৫ ই জুন, ২০১৩ বিকাল ৩:২৮
ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন: ভুয়া খবর।
কোন প্রধান মিডিয়াতেই আসেনি।
ভোটের লাইনে কে কোন দলের সমর্থক সেটা কপালে লেখা থাকে নাকি?
৭| ১৫ ই জুন, ২০১৩ বিকাল ৩:৫৩
বিডি আমিনুর বলেছেন: @ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি একটা বিশাল লেঞ্জাওলা হাম্বা ।
৮| ১৬ ই জুন, ২০১৩ রাত ১:৩৫
নানাভাই বলেছেন: অবশেষে আওয়ামী লেঞ্জা বের হয়ে গেছে....
সব জামাত- বিএনপির কারসাজি।
দেশটা যুদ্বঅপরাধীতে ভইর্যা গেছে।
©somewhere in net ltd.
১|
১৫ ই জুন, ২০১৩ দুপুর ২:৪৫
পরিবেশ বন্ধু বলেছেন: নির্বাচনী ঘরম হাওয়ায়
জনমনে ঢেউ
ফলাফলে বুঝবে সবি
ভোটের মালিক কেউ
আর মাত্র কয়েক ঘনটা
তাই না