![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানবিক দায় ও বোধহীন শিক্ষা মানুষকে প্রশিক্ষিত কুকুরে পরিণত করে....আইস্ট্যাইন। https://www.facebook.com/nana.bhai.5209
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ‘আমরা ওয়াদা করি না। কারন, ওয়াদা বরখেলাফকারীকে আল্লাহ পছন্দ করেন না। ওয়াদা বরখেলাফ করলে কবরে আজাব বেশি হয়।’
তিনি বলেন, ‘ভোটের জন্য মিথ্যা কথা আমি বলতে চাই না। আমাদের সরকার যদি ক্ষমতায় থাকে তবে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এমনিতেই হবে।’
‘মহৎ কিছু অর্জন করতে হলে মহৎ আত্মদানের প্রয়োজন হয়। সে কথা বঙ্গবন্ধু আমাদের শিখিয়েছেন’ যোগ করেন আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য।
Click This Link
প্রশ্নঃ তাইলে বঙ্গবন্ধুর চামড়া দিয়া ঢুগঢুগি বানাইতে কে চাইছিল?
দেখেন, পড়েন আর বিনা পয়সার বিনুদুন নেন।
২| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩০
অতিক্ষুদ্র বলেছেন:
‘আমরা ওয়াদা করি না। কারন, ওয়াদা বরখেলাফকারীকে আল্লাহ পছন্দ করেন না। ওয়াদা বরখেলাফ করলে কবরে আজাব বেশি হয়।'
দশ টাকা কেজি চাল
পাঁচ টাকা কেজে ঝাল
ঘরে ঘরে চাকুরী
বিনা মুল্যে সার।
[হাসিনা তার ভাষণে বলেছিলেনঃ দশ টাকা চাল খাব, কেজি পোয়ার কথা বলেন নাই, দশ টাকা কেজির কথা বলেছিল তার অনুসারীরা।]
৩| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩২
টি-ভাইরাস বলেছেন: দশ টাকা কেজি চাল
ঘরে ঘরে চাকুরী
বিনা মুল্যে সার।
৪| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩৮
নষ্ট ছেলে বলেছেন: কি ধার্মিকরে বাবা। হাইগা সোচে না, পাদ দিয়া গলা পানিতে নামে!
০৯ ই জুলাই, ২০১৩ রাত ১২:৪১
নানাভাই বলেছেন: আপনেও বিনুদুন দিলেন।
ধইন্যা।
৫| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ১২:৫১
একজন ঘূণপোকা বলেছেন:
৬| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ১:২০
দুরন্ত-পথিক বলেছেন: এইটা হইল গিয়া বিশষ বিনোদন কারন মন্ত্রী কইছে এই জন্য।
০৯ ই জুলাই, ২০১৩ রাত ১:৫৮
নানাভাই বলেছেন: আপনেও বিনুদুন দিলেন।
৭| ০৯ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৪৩
এস এইচ খান বলেছেন: তাকে উলামা লীগের সভাপতির পদটা দেয়া উচিৎ! আপনি কি বলেন
©somewhere in net ltd.
১|
০৯ ই জুলাই, ২০১৩ রাত ১২:১০
মদন বলেছেন: মারহাবা