নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/nana.bhai.5209

মানবিক দায় ও বোধহীন শিক্ষা মানুষকে প্রশিক্ষিত কুকুরে পরিণত করে....আইস্ট্যাইন। https://www.facebook.com/nana.bhai.5209

নানাভাই

মানবিক দায় ও বোধহীন শিক্ষা মানুষকে প্রশিক্ষিত কুকুরে পরিণত করে....আইস্ট্যাইন। https://www.facebook.com/nana.bhai.5209

নানাভাই › বিস্তারিত পোস্টঃ

বিনুদুনে বাংলাদেশঃ ঈদুল ফিতরের পর বিদ্যুৎ উৎপাদন ছয় বছর আগের অবস্থায় নিয়ে যাওয়া হবে বিদ্যুৎ উৎপাদন : প্রধানমন্ত্রী

১৪ ই জুলাই, ২০১৩ রাত ৩:০৫

ঈদুল ফিতরের পর বিদ্যুৎ উৎপাদন ছয় বছর আগের অবস্থায় নিয়ে যাওয়ার কথাও বলেছেন তিনি।



শনিবার গণভবনে এক অনুষ্ঠানে বক্তব্যে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ১৯৯৬ সালে ক্ষমতায় গিয়ে বিদ্যুৎ উৎপাদন বাড়ালেও বিএনপি-জামায়াত জোটের শাসনে তা আবার কমে যায়।



“১৬শ’ মেগাওয়াট থেকে ৪ হাজার ৩০০ মেগাওয়াটে উন্নীত করেছিলাম। সাত বছর পরে (২০০৯ সালে) এসে পেলাম ৩ হাজার ২০০ মেগাওয়াট।”



বর্তমান মেয়াদে ক্ষমতায় গিয়ে দ্রুত পদক্ষেপ নিয়ে বিদ্যুৎ উৎপাদন পুনরায় বাড়ানোর কথা তুলে ধরেন শেখ হাসিনা।



“আট থেকে নয় হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্যাপাসিটি আমরা অর্জন করেছি। খুব দ্রুত সময়ের মধ্যে করেছি। গতকালকেও ৬ হাজার ৬৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।”



“সমস্যার সমাধান করলেও সমস্যা। সেটা নিয়েও কথা। কুইক রেন্টাল কেন করা হল? অমুক কেন করা হল?”



শেখ হাসিনা বলেন, “আমি যদি এখন সিদ্ধান্ত নিই, যারা সমালোচনা করে এবং মানুষকে বোঝানোর জন্য... ৩ হাজার ২০০ মেগাওয়াট রেখে বাকি ৫৪/৫৫টা যে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছি- সেটা বন্ধ করে রাখি দু’চার দিন। তখন অবস্থাটা কী হবে?”



“রোজার পরে এরকম একটা প্র্যাকটিস করতে হবে। মানুষকে বোঝানোর জন্য- কী ছিল, আর এখন কী আছে? না হলে এই সমালোচনা চলতেই থাকবে।”



ঈদের পর এই ধরনের ‘প্র্যাকটিস’ ঘোষণা দিয়েই করা হবে, বলেন প্রধানমন্ত্রী।



বিদ্যুৎ নিয়ে সমালোচনার জবাবে গত বছরও সংসদে শেখ হাসিনা বলেছিলেন, তিনি নিজেই প্রতিদিন সকালে এক ঘণ্টা এবং বিকেলে এক ঘণ্টা করে লোডশেডিং দিতে বলেছেন, যাতে মানুষ ভুলে না যায়, তারা কী কষ্টে ছিল।

Click This Link

মন্তব্য ১৯ টি রেটিং +২/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ৩:২৯

মোহাম্মদ সোহেল হাসান বলেছেন: উনার চেয়ে বড় দেশপ্রেমিক আর কে আছে ? :P

১৪ ই জুলাই, ২০১৩ ভোর ৪:৪২

নানাভাই বলেছেন: বিনুদুনের চীফ।

২| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ৩:৪২

ইকবাল পারভেজ বলেছেন: জন গনও তোমারে ৬ বছর আগের সাব-জেলে লইয়া যাইবো, কেমন হইবো?/

১৪ ই জুলাই, ২০১৩ ভোর ৪:৪২

নানাভাই বলেছেন: কঠিন বিনুদুন।

৩| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ৩:৪৪

জগ বলেছেন: বাল সরকার ক্রমাগত ভূল সিদ্ধান্ত নিয়ে যাচ্ছে। এবং এই ব্যপারে মাথামোটা শেখ হাসিনার দায় কিন্তু কম না।

১৪ ই জুলাই, ২০১৩ ভোর ৪:৪৩

নানাভাই বলেছেন: বাল সরকার ক্রমাগত বিনুদুন দিয়ে যাচ্ছে।

৪| ১৪ ই জুলাই, ২০১৩ ভোর ৪:২১

বাগসবানি বলেছেন: যেমন জনগন, তেমন সরকার :P
সাবই টিট ফর ট্যাট প্রাকটিস করতেছে :P

১৪ ই জুলাই, ২০১৩ ভোর ৪:৪৬

নানাভাই বলেছেন: বাই দ্যা বাল সরকার
ফর দ্যা বাল সরকার।
জনগনের প্রয়োজন হয় খালি ভোটের সময়।

৫| ১৪ ই জুলাই, ২০১৩ ভোর ৫:০৭

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: হাসিনা চরম মিথ্যাবাদী। ১৯৯০ সালে দেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ছিল ২৮০০ মেগা ওয়াট। এটা ১৯৯৬ সালে গিয়ে দাড়ায় ৩৪০০ মেগা। আর এখন কুইক রেন্টালের অতিরিক্ত বিল জনগণের উপর বোঝা বাড়িয়ে বাহাদুরি। অবশ্য ৫ সিটি কর্পোরেশনে হাইরা তার মাথা খারাপ হওয়ার কথা.. :)

১৪ ই জুলাই, ২০১৩ ভোর ৫:৫১

নানাভাই বলেছেন: ৫ সিটি কর্পোরেশনে হাইরা তার মাথা খারাপ হওয়ার কথা..

বিনুদুন

৬| ১৪ ই জুলাই, ২০১৩ ভোর ৬:২৮

নীলতিমি বলেছেন: ওর বাপের টাকায় বিদ্যুত বাড়াইছে !! প্রতি ইউনিটের বিলও তো অনেক বাড়াইছে ! X(( X((

৭| ১৪ ই জুলাই, ২০১৩ সকাল ৭:৩৯

মোস্তফা কামাল পলাশ বলেছেন: একই ভাবে আওয়ামীলীগ ক্ষমতায় আসার পূর্বে শেয়ার মার্কেটে বনিয়োগকারী ৩৩ লাখ মানুষের যে পুজি ছিল তা ফেরৎ দেবে কি না Curious minds want to know B:-) B:-) B:-)

৮| ১৪ ই জুলাই, ২০১৩ সকাল ৮:০৮

কান্টি টুটুল বলেছেন:

মনে হয় দেশটা উনার জন্মসূত্রে একার পাওয়া X((

৯| ১৪ ই জুলাই, ২০১৩ সকাল ৮:২৮

নয়ামুখ বলেছেন: যে নেত্রী সামান্য সিটি নির্বাচনে জনগনের রায় মেনে নিতে পারেননি, হুমকী দিচ্ছেন বিদ্যুত বন্ধ করে দিয়ে এর প্রতিশোধ নেবেন, সে নেত্রী যদি জাতীয় নির্বাচনে পরাজিত হন তখন তিনি কি করতে পারেন।

তিনি কি তখন দাদাদের ডেকে এনে দেশের মানুষকে হত্যা করবেন ? এই প্রশ্নের উত্তর কে দেবে ?

১০| ১৪ ই জুলাই, ২০১৩ সকাল ৯:১৪

আহলান বলেছেন: কি কথা , ব্যাঙের মাথা ...... ৬ বছর আগে দ্রব্য মূল্য যা ছিলো, কুইক রেন্টালের ধাক্কায় তা কোথায় গিয়ে ঠেকছে? সেই দাম পুনরায় হবে কি? আর এই কুইক রেন্টাল না হয় কিছু শহরের বিদ্যুৎ ব্যবস্থায় ভালো প্রভাব ফেলেছে ..গ্রামাঞ্চলে তো যে-ই লাউ সে-উ কদুই আছে .....

১১| ১৪ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৩০

ঢাকাবাসী বলেছেন: এই মাতারী চরম মিথ্যাবাদী, আর যা বাড়ছে তা কি তার বাপের টাকায় বাড়াইছে?

১২| ১৪ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৫৩

কান্ডারি অথর্ব বলেছেন:

মোস্তফা কামাল পলাশ বলেছেন: একই ভাবে আওয়ামীলীগ ক্ষমতায় আসার পূর্বে শেয়ার মার্কেটে বনিয়োগকারী ৩৩ লাখ মানুষের যে পুজি ছিল তা ফেরৎ দেবে কি না Curious minds want to know :P

অস্থির মন্তব্যে +++++ রইল।

১৩| ১৪ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৩৭

তিক্তভাষী বলেছেন: আওয়ামীলীগের ওপর জনগনের আস্থা ফিরিয়ে আনার প্রথম পদক্ষেপ হিসেবে নেত্রীর এই ঘোষণা। এটা বাস্তবায়ন হলে তাকে আর ঠেকায় কে? ;)

১৫ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩৮

নানাভাই বলেছেন: আওয়ামীলীগের ওপর জনগনের আস্থা ফিরিয়ে আনার প্রথম পদক্ষেপ হিসেবে নেত্রীর এই ঘোষণা। এটা বাস্তবায়ন হলে তাকে আর ঠেকায় কে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.