|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 নানাভাই
নানাভাই
	মানবিক দায় ও বোধহীন শিক্ষা মানুষকে প্রশিক্ষিত কুকুরে পরিণত করে....আইস্ট্যাইন। https://www.facebook.com/nana.bhai.5209
ইনডিপেনডেন্ট টেলিভিশনের দুই সাংবাদিককে মারধরের মামলায় গ্রেপ্তার সরকার দলীয় সংসদ সদস্য গোলাম মাওলা রনিকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আশিকুর রহমান এ নির্দেশ দেন। রনির আইনজীবী জামিনের আবেদন করেন।
শুনানিতে আসামি পক্ষে অ্যাডভোকেট কবির হোসেন ও বাদী পক্ষে অ্যাডভোকেট আজিজুর রহমান অংশ নেন।
এর আগে বেলা ১২টার দিকে ডিবি কার্যালয় থেকে তাকে ঢাকার মুখ্য মহানগর (সিএমএম) হাকিমের আদালতে নেয়া হয়। শুনানির সময় রনিকে আদালতে হাজির করা হয়নি। তাকে আদালতের হাজতখানায় রাখা হয়।
বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে রনিকে গ্রেপ্তার করা হয়। এর আগে তার জামিন বাতিল করে গ্রেপ্তারের নির্দেশ দেন আদালত। দুপুর ২টার দিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মাহমুদ আদনানের আদালত এ আদেশ দেন।
এর আগে দুপুর ১২টার দিকে রনির জামিন বাতিল আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। রনির পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোটেকট কবির হোসেন ও আব্দুল্লাহ আল মনসুর। বাদী পক্ষের আইনজীবী ছিলেন মো. আজিজুর রহমান শাহসহ অন্য আইনজীবীরা। 
http://www.nowbdnews.com/2013/07/25/201284.htm
 ৬ টি
    	৬ টি    	 +০/-০
    	+০/-০  ২৫ শে জুলাই, ২০১৩  বিকাল ৩:২৯
২৫ শে জুলাই, ২০১৩  বিকাল ৩:২৯
নানাভাই বলেছেন: আওয়ামী নাটক চলছে।
সাংসদ শাওন যে মারলো, তার কোন বিচার নাই।
সামনে ইলেকশান, তাই এই নাটক।
২|  ২৫ শে জুলাই, ২০১৩  বিকাল ৩:৩২
২৫ শে জুলাই, ২০১৩  বিকাল ৩:৩২
ভিটামিন সি বলেছেন: কামাল মজুমদারের বিচির জোর আছে। আর রনির বিপক্ষের বিচিই বলেন আর যাই বলেন, তার জোর আছে।
  ২৫ শে জুলাই, ২০১৩  বিকাল ৩:৩৪
২৫ শে জুলাই, ২০১৩  বিকাল ৩:৩৪
নানাভাই বলেছেন: বিনুদুন দিলেন।
৩|  ২৫ শে জুলাই, ২০১৩  বিকাল ৩:৪৩
২৫ শে জুলাই, ২০১৩  বিকাল ৩:৪৩
ঢাকাবাসী বলেছেন: পুরোটাই বিনোদনমূলক নাটক যা পরিচালক শে. ঞাসিনা! ক্ষমতার শেষ অংকে এসে কত কি করবেন!
৪|  ২৫ শে জুলাই, ২০১৩  বিকাল ৪:২২
২৫ শে জুলাই, ২০১৩  বিকাল ৪:২২
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: 
আওয়ামী লীগের ইমেজ পূনরুদ্ধার প্রজেক্টের বোলির পাঠা রনি। 
ডাইল খোর যতই চি্ল্লাইয়া কউক " ভালো হইয়া গেছিরে দোস্ত" 
কেউ বিশ্বাস করে না।
©somewhere in net ltd.
১| ২৫ শে জুলাই, ২০১৩  বিকাল ৩:২৩
২৫ শে জুলাই, ২০১৩  বিকাল ৩:২৩
বনসাই বলেছেন: মনিপুর স্কুলে মিরপুরের সাংসদ কামাল মুজুমদার যিনি আবার মোহনা টেলিভিশনের মালিক তিনি যখন মহিলা টিভি সাংবাদিককে লাঞ্চিত করলেন সেটার বিচার কেন হলো না? এখানে অন্য খেলা চলছ...