নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/nana.bhai.5209

মানবিক দায় ও বোধহীন শিক্ষা মানুষকে প্রশিক্ষিত কুকুরে পরিণত করে....আইস্ট্যাইন। https://www.facebook.com/nana.bhai.5209

নানাভাই

মানবিক দায় ও বোধহীন শিক্ষা মানুষকে প্রশিক্ষিত কুকুরে পরিণত করে....আইস্ট্যাইন। https://www.facebook.com/nana.bhai.5209

নানাভাই › বিস্তারিত পোস্টঃ

জয় নাকি এমপি ইলেকশন করবে? আমেরিকান পাসপোর্ট নিয়া ক্যামনে এমপি ইলেকশান করে? নাকি নিয়ম খালি

২৯ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:০৬



জয় রংপুর থেকে নির্বাচন করবেন: রংপুর আ. লীগ

আগামী সংসদ নির্বাচনে রংপুর-৬ (পীরগঞ্জ) আসন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় অংশগ্রহণ করছেন বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এর আগে ওই আসন থেকে তার মা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনে অংশ নিয়ে জয়ী হয়েছিলেন।

সোমবার দুপুরে রংপুর প্রেসক্লাবে প্রধানমন্ত্রীর পীরগঞ্জ আগমন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ১৪ দলের নেতারা এ কথা জানান।

এ সময় উপস্থিত ছিলেন- রংপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন মওলা, আওয়ামী লীগ নেত্রী রোজি রহমান, গণতন্ত্রী পার্টির জেলা সভাপতি আরশাদ হারুরসহ ১৪ দলীয় জোটের রংপুরের শীর্ষ নেতারা।

জেলা আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু বলেন, “আগামী ৩১ জুলাইয়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গী হচ্ছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। জনসভা সফল করতে জেলা আওয়ামী লীগ এবং পীরগঞ্জ আওয়ামী লীগের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।”

তিনি আরও বলেন, “আগামীতে আওয়ামী লীগ ক্ষমতায় না এলে পতাকা উড়ানো গাড়িতে শুধু রাজাকার দেখা যাবে। আওয়ামী লীগ এদেশের যে উন্নয়ন করেছে। বিগত চার দলীয় জোট সরকার তা করেনি।”

জয় আগামীতে রংপুর-৬ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আওয়ামী লীগের মনোনয়ন যে কেউ চাইলে পায় না। কিন্তু আমরা চাই, এ অঞ্চলের মানুষ চায়, সারাদেশের মানুষ চায় জয় নির্বাচনে অংশ গ্রহণ করুক এবং সেটি রংপুর-৬ আসন থেকে। আশা করি তিনি মনোনয়ন পাবেন।”

তিনি বলেন, “জয় ইতোমধ্যে নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছেন। অবশ্যই তিনি আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় অংশ গ্রহণ করবেন।”

সুত্রঃ http://www.nowbdnews.com/2013/07/29/202826.htm

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০১৩ রাত ৯:৪১

আলুমিয়া বলেছেন: ken, duel citizen ra bangladeshe nirbachon korte pare na? Bangladesher atleast 5-7 jon mp anno desher nagorik akoni.

২| ২৯ শে জুলাই, ২০১৩ রাত ৯:৪১

আলুমিয়া বলেছেন: ken, duel citizen ra bangladeshe nirbachon korte pare na? Bangladesher atleast 5-7 jon mp anno desher nagorik akoni.

৩| ২৯ শে জুলাই, ২০১৩ রাত ৯:৪৯

ইকবাল পারভেজ বলেছেন: আলু মিয়া:

না, ডুয়েল সিটিজেনরা নির্বাচন করতে পারে না| আর হয় ডুয়েল সিটিজেন নয়, আমেরিকান সিটিজেন মানেই আগের দেশের সিটিজেন ত্যাগ করে তারপর আমেরিকান সিটিজেন হতে হয়| ঠিক এই কারনেই বৃটিশরা আমেরিকায় যুদ্বে পরাজয়ের পর আমেরিকা ত্যাগ করে "কানাডা" নামক দেশে চলে যা্য়|

৩০ শে জুলাই, ২০১৩ রাত ৩:২৪

নানাভাই বলেছেন: আমার মনে হয়, ইকবাল পারভেজ আপনি ঠিক বলেছেন। জানা মতে বিদেশের নাগরিকত্ব থাকলে এমপি ইলেকশন করা যায় না। বিএনপি আমলে তৎকালীন শিক্ষা প্রতিমন্ত্রী মিলন আমেরিকার নাগরিকত্ব ত্যাগ করে ইলেকশন করেছিলেন বলে জানি।
তয়, আওয়ামীগো কতাই আলাদা।
তারা চাইলে সব কিছুই করতে পারে!
দরকার হইলে জাতির নাতির জইন্য নতুন আইন বানাইবো!!

৪| ২৯ শে জুলাই, ২০১৩ রাত ৯:৫০

ইকবাল পারভেজ বলেছেন: আলু মিয়া:

না, ডুয়েল সিটিজেনরা নির্বাচন করতে পারে না| আর হয় ডুয়েল সিটিজেন নয়, আমেরিকান সিটিজেন মানেই আগের দেশের সিটিজেন ত্যাগ করে তারপর আমেরিকান সিটিজেন হতে হয়| ঠিক এই কারনেই বৃটিশরা আমেরিকায় যুদ্বে পরাজয়ের পর আমেরিকা ত্যাগ করে "কানাডা" নামক দেশে চলে যা্য়|

৫| ২৯ শে জুলাই, ২০১৩ রাত ১০:০৮

একজন ঘূণপোকা বলেছেন: গো হারা হারব, জামানত নিয়ে টানাটানি না হলেই হয়।


আর জয় বাংলা বলে চিল্লান দিলে কোন নিয়ম লাগে না।


জয় বাংলা

৩০ শে জুলাই, ২০১৩ রাত ৩:১৭

নানাভাই বলেছেন: একজন ঘূণপোকা বলেছেন: গো হারা হারব, জামানত নিয়ে টানাটানি না হলেই হয়।


আর জয় বাংলা বলে চিল্লান দিলে কোন নিয়ম লাগে না।


জয় বাংলা

৬| ৩০ শে জুলাই, ২০১৩ ভোর ৪:৩২

নষ্ট ছেলে বলেছেন: হেতির কাছে তথ্য আছে নির্বাচন করলে পাশ করব B-))

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.