![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানবিক দায় ও বোধহীন শিক্ষা মানুষকে প্রশিক্ষিত কুকুরে পরিণত করে....আইস্ট্যাইন। https://www.facebook.com/nana.bhai.5209
বাংলাদেশ আসলে একটা অদ্ভুত দেশ। এখানে যে কেউ তার নামে যে কোনো প্রতিষ্ঠানের নামকরণ করতে পারে। অথচ ইউরোপের অনেক দেশে কারও মৃত্যুর কমপক্ষে দশ বছর, কোনো কোনো ক্ষেত্রে ২৫ বছর পর ভাবা হয় যে, তার নামে কোনো প্রতিষ্ঠান হবে কিনা। আর আমাদের দেশে মৃত্যু তো দূরের কথা, জীবিত অবস্থায়ই প্রতিষ্ঠানের নামকরণ করা হয়। এটা একটা অশুভ প্রতিযোগিতা এবং এটা খুবই দুঃখজনক।
এ দেশে এক সরকারের সময় অনেক নামকরণ করা হয়, আবার আরেক সরকার এসে সে নাম পাল্টে নতুন নাম দেয়। এখন এমন একটা সিকিউরড নাম দেয়ার প্রতিযোগিতা চলছে, যাতে কোনো সরকার এসে তা পরিবর্তন করতে না পারে। তিনি উদাহরণ টেনে বলেন, চট্টগ্রাম বিমানবন্দরের নাম ছিল এমএ হান্নান বিমানবন্দর। বিএনপি এসে এ নাম বদলে করেছে শাহ আমানত বিমানবন্দর। তেমনিভাবে আ্ওয়ামী লীগ ক্ষমতায় এসে জিয়াউর রহমান বিমানবন্দরকে করেছে শাহজালাল বিমানবন্দর। পীর আউলিয়াদের নামে নামকরণ করা হলে কেউ এ নাম পরিবর্তনের সাহস পাবে না। তাদের নাম যদি পরিবর্তন করা হয়, তবে গজবের সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, এ দেশে নাম পরিবর্তনের যে প্রতিযোগিতা শুরু হয়েছে, দেখা যাবে শেষ পর্যন্ত দুই-চারজনের নাম ঠিক থাকবে। একসময় সারাদেশে সব প্রতিষ্ঠান হয়ে যাবে শাহ আমানত ও শাহজালালের নামে। তিনি বিষয়টিকে একটি অশুভ প্রতিযোগিতা হিসেবে উল্লেখ করেন।
তিনি গতকাল দুপুরে কিশোরগঞ্জ প্রেস ক্লাবের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মিলনায়তনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন।
আল্লাহর কাছে এই শবে ক্বদ্বরের রাইতে দুয়া করি, "আল্লাহ সবাইরে যেন সব কিছুতেই এই হেদায়েত করেন"।
২| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৪৩
সিলেটি জামান বলেছেন: সৈয়দ ছাব ভালা মানুষ
৩| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৪৪
ৈসকত ইসলাম বলেছেন: টাইম ফুরিয়ে যাচ্ছেত সেই জন্য চুদুরবুদুর কথা বলছে......
৪| ০৬ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:০১
বৃষ্টি ভেজা শিকারী বলেছেন: লুল রে লুল, ছাগলের দলের রাজনীতি সব। আর সেখানে বিশিষ্ট ছাগলের বক্তব্য।
৫| ০৬ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:৫৬
ইকবাল পারভেজ বলেছেন: আইজকা হুইস্কি পেটে পরে নাই, না-কি কয় পেগ বেশী গিলছে......
৬| ০৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৪২
মোমেরমানুষ৭১ বলেছেন: সৈয়দ সাব কামডা ভালা করে নাই, সৈয়দ সাবের উপরের জন গোস্সা করতে পারেন।
৭| ০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৬
জহির উদদীন বলেছেন: পীর আউলিয়াদের নামে নামকরণ করা হলে কেউ এ নাম পরিবর্তনের সাহস পাবে না। তাদের নাম যদি পরিবর্তন করা হয়, তবে গজবের সম্ভাবনা রয়েছে।
তিনি গতকাল দুপুরে কিশোরগঞ্জ প্রেস ক্লাবের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মিলনায়তনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন।
নিজের বাপের নামের মিলনায়তনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা...
তার মনে কি উনার বাপ পীর আউলিয়া ছিলেন....
©somewhere in net ltd.
১|
০৬ ই আগস্ট, ২০১৩ রাত ২:৩৪
খেয়া ঘাট বলেছেন: কথাগুলো ঠিক বলেছেন।