নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/nana.bhai.5209

মানবিক দায় ও বোধহীন শিক্ষা মানুষকে প্রশিক্ষিত কুকুরে পরিণত করে....আইস্ট্যাইন। https://www.facebook.com/nana.bhai.5209

নানাভাই

মানবিক দায় ও বোধহীন শিক্ষা মানুষকে প্রশিক্ষিত কুকুরে পরিণত করে....আইস্ট্যাইন। https://www.facebook.com/nana.bhai.5209

নানাভাই › বিস্তারিত পোস্টঃ

খলিফা হারুনুর রশীদ এবং নরওয়ের প্রধানমন্ত্রী ইয়েন স্টলটেনবার্গ, বনাম বাংলাদেশের রাজনীতি

১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৫





নরওয়ের প্রধানমন্ত্রী ইয়েন স্টলটেনবার্গ এক অভিনব উপায়ে জনমত যাচাই করেছেন।



তার ফেসবুক পাতা থেকে জানা যাচ্ছে, জুন মাসের এক বিকেলের পুরো সময়টা তিনি ছদ্মবেশে ট্যাক্সি ড্রাইভার হিসেবে কাজ করেছেন।



স্টলটেনবার্গ বলছেন, ভোটাররা তার সম্পর্কে আসলে কী ভাবেন, সেটা জানার জন্য সবচেয়ে ভাল পথ হচ্ছে ট্যাক্সি চালানো।



কারণ ট্যাক্সি ড্রাইভারের সঙ্গে কথাবার্তার সময় যাত্রীরা সাধারণত দেশের হালহকিকত সম্পর্কে খোলামেলা মন্তব্য করে থাকেন।



প্রধানমন্ত্রী স্টলটেনবার্গ বাগদাদের খলিফা হারুন-উর রশীদের কায়দায় অসলোর ট্যাক্সি চালকের পোশাক পরেন এবং একের পর এক যাত্রী তুলতে থাকেন।

তার সঙ্গে যাত্রীদের পুরো কথোপকথন গোপনে ভিডিও করা হয়।



কোনো যাত্রী যদি তাকে চিনতে পারেন, তখনই শুধুমাত্র তিনি তার পরিচয় স্বীকার করেন।



স্টলটেনবার্গ ভিডিওটি তার ফেসবুক পাতায় পোস্ট করেছেন। সেপ্টেম্বর মাসে তার নির্বাচনের সময় প্রচারে এই ভিডিওটি ব্যবহার করা হবে।

Click This Link

আর আমরা???????

মন্তব্য ৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:১১

শরিফ নজমুল বলেছেন: জনমত যাচাই ছাড়াই আমাদের ক্ষমতা পাবার তথ্য থাকে......তাই আমাদের প্রধানমন্ত্রীর ট্যক্সি চালানর দরকার হয় না।

২| ১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: আর আমরা?--চক্ষু টেরা ;)

আদর করে বলতে পারেন লক্ষী টেরা;)

যেমন আমাদের তন্ত্র, তেমন শাসক আর আমরাও তেমন!!ট্যরা! দেখী এক, বুঝে এক, বলি আরেক!!!!!!

নইলে এমন হয় কি করে?????

৩| ১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:১৭

নানাভাই বলেছেন:
শরিফ নজমুল @ ঠিক কইচেন।
নরওয়ে পুরান জমানার দেশ, আর আমরা তো ডিজিটাল বাংলাদেশ!

৪| ১২ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪০

ঢাকাবাসী বলেছেন: ঐ মহিলা কোথায় ..াল ফেলিতে যাইবেন উহার নিমিত্তে শহরের গাড়ী ঘোড়াকে থামাইয়া রাখা হইয়াছিল আনুমানিক অর্ধ ঘন্টা। উহাতে জনগনের বিপুল কষ্ট হইয়াছে তাহা শ্রবন করিয়া ঐ মহিলা বলিয়াছেন জনগনের কল্যানের জন্য গনতন্ত্রের জন্য ভোটের অধিকারের জন্য এইটুকু ক্ষতি স্বীকার করিবেন না আপনারা? আপনারা তাহা হইলে দেশপ্রেমিক নন।

৫| ১২ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

নিষ্‌কর্মা বলেছেন: বুঝিতে হৈবে যাহা পুরুষদের জন্য প্রযোজ্য তাহা মহিলা খলিফাদের জন্য প্রযোজ্য নহে। বঙ্গদেশের ভদ্র ঘরের নারীগণ রাস্তায় ঘুরিয়া জনমত যাচাই করেন না, কিংবা সিএনজি চালাইবার মত কাজও করেন না। উনাদের কাছে, স্বীয় পক্ষালম্বী বুদ্ধিবিক্রেতাদের কর্তৃক প্রস্তুতকৃত, এবং বলাই বাহুল্য, চাটুকারিতায় ভরপুর ও আংশিক রঙিন স্বপ্নের মিশেল দেওয়া তথ্য থাকে। অনেকের কাছে থাকে গন্ধ। এই তথ্য এবং গন্ধে সকলেই থাকেন মাতোয়ারা।

তেঁতুল দেখিয়া জিভে জল আসিলেও নারী খলিফাদের লৈয়া আমাদের বাঙ্গদেশীয় ইসলাম-ধর্ম-বেপারীগণ বেপুক বিমোহিত ও আহ্লাদিত। তাই টেকা প্রব্লেম না হৈবার কারণে বঙ্গদেশে রাজনীতি আজ ডিফিকাল্ট হৈয়া গিয়াছে।

৬| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ৩:১৮

খেয়া ঘাট বলেছেন: দারুন একটা জিনিস নানাভাই। বাসায় গিয়ে ভিডিওটি দেখতে হবে।

৭| ১৩ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৫৪

ৈতয়ব খান বলেছেন: শ্রদ্ধেয় বাপের শ্বশুড়!
আসসালামু আলাইকুম। আপনার পোস্টটি অনেক ভালো লাগলো। বিশেষ কিছু বলে আর বিতর্কিত হতে চাই না। শুধু এইটুকু বলবো, আমরা দেশের মানুষকে ভালোবাসি না, ভালোবাসি শুধুই ক্ষমতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.