![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানবিক দায় ও বোধহীন শিক্ষা মানুষকে প্রশিক্ষিত কুকুরে পরিণত করে....আইস্ট্যাইন। https://www.facebook.com/nana.bhai.5209
দেশকে পুরোপুরি ডিজিটাল করতে ফের নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীপুত্র সজীব আহমেদর জয়। একই সাথে পুনরায় নির্বাচিত হলে ব্যান্ডউইথ মূল্য আরো কমিয়ে গ্রাহক পর্যায়ে থ্রিজি ও ফোরজি’র মূল্য হাতের নাগালে নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
শুক্রবার রাত ৯টা ৫০ মিনিটে ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তনয় ও তার তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা।
দিনের সবশেষ করা এই ফেসবুক স্ট্যাটাসে ‘২০০৮ সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন ইন্টারনেটের প্রতি মেগাবাইটের দাম ছিল ৮০ হাজার টাকা। গত চার বছরে ওই দাম কমিয়ে আমরা ১৮ হাজারে নামিয়ে এনেছি। তবে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো খুচরা গ্রাহকদের জন্য দাম তেমন কমায়নি। তারা ইন্টারনেটের গতি বাড়িয়েছে, কিন্তু দাম এখনো বেশি’ বলে মন্তব্য করেছেন সজীব ওয়াজেদ।
ইন্টারনেটের দাম কমানোর ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়ে জয় ফেসবুকে স্ট্যাটাসে লিখেন, ‘থ্রিজি এবং ফোরজি’র জন্য ইন্টারনেটের দাম আরো কমানোই আমার পরিকল্পনা। ফলে দ্রুতগতির ইন্টারনেট পাওয়া সহজ হবে, বাড়বে ইন্টারনেট ব্যবহাকারীও। ব্যবহারকারী বাড়লে দামও কমবে। সেবাদাতাদের জন্য সর্বোচ্চ মূল্যও বেঁধে দেয়ার পরিকল্পনা করছি।’
ইন্টারনেটের দাম কমানোর প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও লিখেছেন, ‘বাংলাদেশে ইন্টারনেট সংযোগের দাম নিয়ে আমি অনেক অনুরোধ পেয়েছি। আমাদের সরকার আসার পর থেকেই এ বিষয়টিতে আমরা মনোযোগ দিয়েছি। আর এ নিয়ে আমার ভবিষ্যতেও কিছু পরিকল্পনা আছে যা আওয়ামী লীগ পুননির্বাচিত হলে বাস্তবায়ন করা সম্ভব হবে।’
আর ডিজিটাল দেশ বাস্তবায়নে আগামী নির্বাচনেও নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে সজী্ব লিখেছেন, ‘আওয়ামী লীগ পুনর্নির্বাচিত না হলে এ পরিকল্পনাগুলোর কোনোটিই বাস্তবায়ন করতে পারবে না। ডিজিটাল বাংলাদেশ তৈরিতে আমরা বিস্ময়কর অগ্রগতি অর্জন করেছি, তবে এখনো অনেক কাজ বাকি। বাংলাদেশকে পুরোপুরি ডিজিটাল করতে নৌকায় ভোট দিন।’
নতুনবার্তা ডটকম
২| ২৪ শে আগস্ট, ২০১৩ সকাল ৭:৩৩
সেফানুয়েল বলেছেন: সবকিছুকেই উল্টো করে দেখার প্রবনতা আমাদের মধ্যে সবসময় কাজ করে। যার ফলে সবসময় ইচ্ছে করেই সন্দেহের মধ্যেই থাকতে পছন্দ করি। কোনো ভালো কাজের মধ্যেও ষড়যন্ত্র খুজি। @রিফাত
৩| ২৪ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:০০
মেদভেদ বলেছেন: তয় ভাইয় ১০ ট্যাহা কেজি দরে ইন্টারনেট দিতে হবে কইলাম।
৪| ২৪ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:০৯
পীর বাবা বল িছ বলেছেন: রিফাত হোসেন ভাই সংসার জীবনে
৫| ২৪ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:৫৮
হেডস্যার বলেছেন:
নিজেরে বেশি গিয়ানী আর চালাক ভাবা ভালো তবে পাবলিকরে অত ভুদাই ভাবা ভালো না।
জিজ্ঞাস করি, ৫ বছর কি ছিড়ছে? নাকি তখন দেশে ইন্টারনেটই আছিলো না?
৬| ২৪ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:২৯
পথহারা সৈকত বলেছেন: মেদভেদ বলেছেন: তয় ভাইয় ১০ ট্যাহা কেজি দরে ইন্টারনেট দিতে হবে কইলাম। :#> :#> :#> :#>
৭| ২৪ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:০৭
বাবা তুষার বলেছেন: তয় ভাইয় ১০ ট্যাহা কেজি দরে ইন্টারনেট দিতে হবে কইলাম।
৮| ২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৪
পটাশিয়াম নাইট্রেট বলেছেন: ঐ সব বলদ দিয়া আর যাই হোক দেশের উন্নতি সম্ভবনা। ও একটা বুদ্ধি-প্রতিবন্ধী!
৯| ২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৭
জহির উদদীন বলেছেন: হেডস্যার বলেছেন:
নিজেরে বেশি গিয়ানী আর চালাক ভাবা ভালো তবে পাবলিকরে অত ভুদাই ভাবা ভালো না।
জিজ্ঞাস করি, ৫ বছর কি ছিড়ছে? নাকি তখন দেশে ইন্টারনেটই আছিলো না?
ডিজিটাল ফটকাটাকে চরম গদাম দেয়া হইল......
১০| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫২
সেতু আমিন বলেছেন: পাওয়ার পয়েন্ট বিজ্ঞানী কয় কি....
©somewhere in net ltd.
১|
২৪ শে আগস্ট, ২০১৩ সকাল ৭:০২
রিফাত হোসেন বলেছেন: ইংরেজীতো একটা কথা আছে
ইগনোর হিম 

.. করার কথা থাকলে এখনই করে দেখাক !!
বাকির কাজ ফাকিঁ