![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানবিক দায় ও বোধহীন শিক্ষা মানুষকে প্রশিক্ষিত কুকুরে পরিণত করে....আইস্ট্যাইন। https://www.facebook.com/nana.bhai.5209
বরগুনা-২ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন রাজাকারপুত্র পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান শওকত হাসানুর রহমান রিমন।আওয়ামী লীগ প্রার্থী রাজাকারপুত্র রিমন।
গতকাল রাতে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় তার মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। রিমনের পিতা খলিলুর রহমান ছিলেন বরগুনা শান্তি কমিটির অন্যতম সদস্য। খলিলুর রহমানের বিরুদ্ধে পাথরঘাটা উপজেলার কাটক্ষিরা ইউনিয়নের কনক হত্যার অভিযোগ ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। এ ব্যাপারে গতকাল রাতে রিমনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ভাই দোয়া করবেন, বেশি কথা বলতে পারব না, পাগল হয়ে গেছি। এ বলেই তিনি ফোন কেটে দেন।
বরগুনা-২ আসনের প্রার্থী নির্বাচনে সোমবার ও গতকাল রাতে দুই দফা সভা করে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড। মোট ১৫ জন প্রার্থীর সাক্ষাৎকার শেষে বোর্ড এ সিদ্ধান্ত নেয়। আওয়ামী লীগ সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, ড. আলাউদ্দিন, সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ, ওবায়দুল কাদের, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, উপ-দফতর সম্পাদক অ্যাডভোকেট মৃণালকান্তি দাস প্রমুখ। প্রসঙ্গত, সড়ক দুর্ঘটনায় ২৬ জুলাই সংসদ সদস্য গোলাম সবুর টুলুর মৃত্যুতে আসনটি শূন্য হয়। ৩ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী, আগ্রহীরা ৫ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। ৭ সেপ্টেম্বর বাছাইয়ের পর ১৫ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।
Click This Link
২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৪৩
সরলপাঠ বলেছেন: ভালো তো ভাল না!
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:১৮
নানাভাই বলেছেন: ভালোই তো!
এইটার নামই তো আওয়ামী ডিজিটাল বাংলাদেশ!
আওয়ামীতে রাজাকার ঢুকলে মুক্তিযোদ্ধা হয় ,
অন্য দলে মুক্তিযোদ্ধা ঢুকলে রাজাকার হয়।
৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:২৮
মুশে হক বলেছেন: রাজাকারদের নয় আওয়ামীলীগের তওবা করে রাজাকার নাম নেয়া হলে বিষয়টা বোধগম্য হয়।
৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:২৫
nurul amin বলেছেন: আ লীগ ছাড়া সব রাজাকারের ফাসি চাই
৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫১
সুজন দেহলভী বলেছেন: পিতার কর্মকান্ডের জন্য আপনি পুত্রকে দায়ী করছেন কেন ? শওকত হাসানুর রহমান রিমনের ব্যপারে কোন ভালমন্দ জানলে বলুন, নয়তো অহেতুক তর্ক তৈরীতে বিরত থাকুন।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪০
নানাভাই বলেছেন: সুজন েদহলভী @
ভালোই কইছেন!
কিন্তু বাংলাদেশে তো এইটাই হইতাছে!! বাপের জইন্য পুলা জেল খাটে, আবার পুলার জইন্য বাপেরে পুলিশে ধরে!
রিমনের ভালো মন্দ আফনে জানতে চাইছেন, তাইলে কই শুনেন; সে বরিশাল আগরপুর রোডে তাদের বাসার পাশের হিন্দু(মুক্তিযোদ্ধা দত্ত পরিবারের) জায়গা দখলকারী।
রিমন ফেন্সীখোর, বিশ্বাস না হইলে আগরপুর রোডে গিয়া এখনও দেখতে পারেন।।
রিমন তাদের হোটেলে নারী ব্যবসায়ী। আরো লাগলে কইবেন।
৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:১০
সুজন দেহলভী বলেছেন: আপনার সর্বশেষ তথ্যগুলি আপনার কলামের শিরনাম হওয়া উচিত এবং বর্তমান শিরনাম হওয়া উচিত পাদটিকা।
"কিন্তু বাংলাদেশে তো এইটাই হইতাছে!!"। বাংলাদেশে অনেক অনিয়মই চর্চা হচ্ছে, যা আপনি আমি ব্যক্তিগত নৈতিকতা থেকেই বুঝি। আমার বক্তব্যটিতে জানার ছিলো ""পিতার কর্মকান্ডের জন্য আপনি পুত্রকে দায়ী করা""কে আপনি নৈতিক ভাবে সমর্থন করেন কি না ?
অহেতুক তর্ক শুধু নিজেকেই বির্তকিত করে তুলে।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:২৮
*কুনোব্যাঙ* বলেছেন: ভালো