![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানবিক দায় ও বোধহীন শিক্ষা মানুষকে প্রশিক্ষিত কুকুরে পরিণত করে....আইস্ট্যাইন। https://www.facebook.com/nana.bhai.5209
১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০০
নানাভাই বলেছেন: ঠিক বলেচেন।
২| ১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:১৭
মতিউর রহমান মিঠু বলেছেন: আমি, আমার পরিবার ও বিরোধীদলকে আহবান.............
৩| ১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:২৩
কান্টি টুটুল বলেছেন:
যে যাই বলুক আমিই নির্বাচনকালীন সরকারের প্রধানমন্ত্রী থাকব, কারণ সংবিধানেই বলা আছে
ক্ষমতা পাইলে সংবিধান কিভাবে কাটাছেড়া করা হয় তা দেশবাসী অবাক বিস্ময়ে লক্ষ করছে।
৪| ১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:২৬
জগ বলেছেন: Jajabor Shuhan
এই দেশের মানুষ খুবই আজব কিসিমের!
আমরা বিরোধী দলের সাথে আলোচনা করতে চাই । আবার বিরোধী দলের অফিসে কথায় কথায় পুলিশ পাঠাই
আমরা সর্বদলীয় সরকার গঠন করার জন্য বিরোধী দলীয় নেতা দের নাম চাই , আবার রাত্রে বেলা তাদের এরেষ্ট করার জন্য বাসায় পুলিশ পাঠাই
যা উক গা । প্রধানমন্ত্রীর ভাষণের সারাংশ হইলোঃ
"আমরা (আওয়ামীলীগ) ভালো , তোমরা (বিএনপি) পচা "
এইডা নতুন কিছু না ।ছোড বেলা থিকাই শুন্তেছি । মজা পাইলাম না!
তবে কান্না কাটির পার্ট টা টাচি ছিলো
— feeling জয় হিন্দ! থুক্কু জয় বাংলা!
৫| ১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:২৬
জগ বলেছেন: শামিল কায়সার
সর্বদলীয় মন্ত্রিসভা তৈরির প্রস্তাব দিছে হাসিনা। এর কি কি মেরিট'স আর কি কি ডিমেরিট'স আছে, তা বের করা হবে। ওয়েটান।
মূল কথা হইলো, ১৮ জোটের ২৫ তারিখের আন্দোলন বানচাল করা। পরবর্তীতে এই সংকট কেটে গেলে আবারো স্বরুপে আবির্ভূত হবে।
২০২১ পর্যন্ত দেশ গডার কাজ করবে হাসিনা, ১৮ দল নাশকতা করবে, আর হাসিনা ইচ্ছামত রাষ্ট্রপতিকে সংসদ ভাঙ্গার পরামর্শ দিবে! তার আন্ডারে মন্ত্রীসভা বানাবে! ৪ স্তরে প্রশাসন সাজাবে, পুলিশ বিজিবিকে ইউজ করবে, বাকিরা নূন দিয়া মুডি খাবে!!!
সংসদে প্রস্তাব, মন্ত্রীসভায় যোগদানের আবেদন সহ সবকিছুই "ভার্সিল সলোজা" এর মত সময় নেয়ার ধান্দা। মাইকেল সলোজাকে টাইম দেয়নাই কিন্তু। ডিয়ার ১৮ জোটের নেতারে, আপনারাও দিয়েন না। দোহাই লাগে।
৬| ১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:২৬
জগ বলেছেন: শামিল কায়সার
বক্তৃতা দেখতেছি। লেকিন,
শেখ হাসিনার চেহারা পোডা বেগুনের লাহান দেহা যাইতেছে ক্যান? সেইরকম নার্ভাস দেখাইতেছে!
এত কনফিডেন্স কই গেল?
৭| ১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:২৭
জগ বলেছেন: জীবিত লাশ মৃত সাক্ষী
শেখ হাসিনার অনুরুধে বি এন পি সাড়া দিয়েছে
তাই মন্ত্রী সভায় ১৮ দলীয় জোটের পক্ষ থেকে ৩ জন ব্যাক্তির নামঃ
বেগম খালেদা জিয়া ( অন্তর্বর্তীকালীন সরকার প্রধান)
১। সালাউদ্দিন কাদের চৌধুরী
২।আল্লামা দেলোয়ার হোসেন সাইদি
দেখেন কি কয় হাসিনা ?
৮| ১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৩
জগ বলেছেন: Hashan Chowdhury
সেই একই থোর , বড়ি , খাড়া, খাড়া, বড়ি , থোর! ণিজেদের রুটিন উন্নয়নের বর্ননা, বিরোধী দলের গীবত, পরিবারের জন্য কান্না কাটি করে নরম মনের জনগনের সহানুভূতি আদায়ের চেষ্টা! ণতুন বোতলে পুরাতন মদ হিসেবে তার অধীনে সরকার গঠনের পায়তারা! আর জনগনকে হাসিনা কি এতই বোকা মনে করে? সে প্রস্তাব দিলো , ফেইসবুকের বন্ধুদের অনেকে যেমন মেকী ঈদের দাওয়াত দেয় ঠিক সেভাবে! বাসার ঠিকানা দেওয়া নেই, কয়টার সময় দাওয়াত তা বলা নেই, বলে দিলাম আর কি সবার দাওয়াত ! কিভাবে , কোথায় বসে আলোচনা করা হবে তার কোন কথা নেই, সে বলে দিলো আর কি , আমি আহবান করছি, মনে হয় বিরোধী দল নাম নিয়ে বসে আছে, হাসিনা বলবে আর গিয়ে নাম জমা দিয়ে আসবে! সঙ্ঘাতের পথ এড়ানোর যে সুযোগ টি বিরোধী দলীয় নেত্রী দিয়েছিলেন আলাপ আলোচনার তাও নিজের একগুয়েমীর জন্য নষ্ট করল হাসিনা ! এখন দেশকে সঙ্ঘাতের পথে নিয়ে যাওয়ার দায় হাসিনার!!
৯| ১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৪
জগ বলেছেন: Abu Darda
প্রধানমন্ত্রীর ভাষণে সর্বদলীয় সরকারের প্রস্তাব শুনে মনে হচ্ছে গোলমালটা আপাতত পিছিয়ে গেল,এখানেই সবকিছুর শেষ বলে মনে করলে ভুল হবে। এটা বিরোধী দলগুলোর জন্য একটা ফাঁদ,আওয়ামীলীগের শেষ চালও বলা যায়,এখন দেখার বিষয় বিএনপি কি করে।
১০| ১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৪
জগ বলেছেন: Tazul Islam Sujan
আল্লাহতালা জন্মগত ভাবে যাকে যে কাজে আলাদা পাণ্ডিত্য দিয়েছেন,মানে যে কাজটা সে সহজাতভাবেই ভাল পারে তার উচিৎ সেই কাজটায় মনোনিবেশ করে সেটার চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর জন্য চেষ্টা করা।
যেমন— যাদের অভিনয়ের ক্ষেত্রে ঈশ্বরপ্রদত্ত প্রতিভা আছে, তাদের শান্তিতে নোবেল পুরষ্কারের পিছনে দৌড়ঝাঁপ করে সময় নষ্ট না করে অস্কার পুরষ্কারের জন্য আবেদন করাটাই অনেক ভাল।
[বিঃদ্রঃ আমি কিন্তু প্রধানমন্ত্রীর ভাষণ দেখি নাই ]
১১| ১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৬
জগ বলেছেন: Md Mustafizur Rahman
সর্বদলীয় সরকারের আহ্বান প্রধানমন্ত্রীর -- " তালগাছ সবার কিন্তু পাকা তাল আমার "
১২| ১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৭
জগ বলেছেন: জিনিয়াস পাপী
আপনি কাউকে ব্লক মেরে যদি বলেন - আয় আমার দেয়ালে , তর সাথে যুক্তি দিয়া কথা কমু । এটা যেমন বলদামি , তেমনি সংলাপের পথ সংবিধান দিয়ে বন্ধ করে কেউ যদি বলে আসেন সংলাপ করি , এটাও এক ধরনের বলদামি ।
যারা যারা প্রধানমন্ত্রীর জাতীর উদ্দেশ্যে দেয়া ভাষণ শুনতে পারেন নাই , তাদের জন্য সুবর্ণ সুযোগ --
প্রধানমন্ত্রীর ভাষণ হুবহু শুনতে চাইলে ,পরবর্তী যেকোনো অঞ্চলের নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রীর ভাষণ শুনতে পারেন ।
কথা দিতাছি ... এক চুল এদিক সেদিক হইব না উভয় ভাষণের কথা ।
১৩| ১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৯
জগ বলেছেন: Rahat Shantonu
আজকে আপনার ভাষণের পর কাল সকালে বাজারে চিরতার দাম বেড়ে যাবে ! — feeling অরুচিকর !
১৪| ১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৪১
জগ বলেছেন: সীমানা পেরিয়ে শেখ রাসেল কি বিক্রয়যোগ্য পদার্থ যে তারে বেইচ্যা ক্ষমতায় ঝুইলা থাকবো? এই রকম হাজার হাজার শেখ রাসেল দেশের বিভিন্ন কোনায় খুন হইছে ... খুন হইতেছে ... সেইটা নিয়া জাতির সাথে আর কান্দাকাটির ব্যবসা না করলেই কি হয় না!!!
যতদিন সোনাবিবি তার পরিবার নিয়া ব্যবসা করবো ততদিন গালি খাইবো ... এটাই নিয়তি ... পাবলিক আগে নিজের হিসাব বুঝবো ... পরে সোনাবিবির পরিবারের হিসাব ....
©somewhere in net ltd.
১|
১৮ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫
কষ্টবিলাসী বলেছেন: আমি, আমার পরিবার।