নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/nana.bhai.5209

মানবিক দায় ও বোধহীন শিক্ষা মানুষকে প্রশিক্ষিত কুকুরে পরিণত করে....আইস্ট্যাইন। https://www.facebook.com/nana.bhai.5209

নানাভাই

মানবিক দায় ও বোধহীন শিক্ষা মানুষকে প্রশিক্ষিত কুকুরে পরিণত করে....আইস্ট্যাইন। https://www.facebook.com/nana.bhai.5209

নানাভাই › বিস্তারিত পোস্টঃ

সবে শুরুঃ যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর এপিএস বিমানবন্দরে আটক

২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ২:৩৭

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর এপিএস মো. আনিসুজ্জামান দোলনকে সপরিবারে যুক্তরাষ্ট্রে যাওয়ার সময় বিমানবন্দরে আটক করা হয়েছে। গতকাল দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পুলিশের একটি বিশেষ টিম তাকে আটক করে।

সূত্রে জানা যায়, দোলন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে না জানিয়ে স্ত্রী-সন্তান নিয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছিলেন। আটকের পর তাকে গোয়েন্দা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, গতকাল সকালে স্ত্রী ও একমাত্র সন্তানকে নিয়ে দোলন বিমানবন্দরে যান। এরপর প্রতিমন্ত্রীর নির্দেশে পরিবারসহ তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তিনি যুক্তরাষ্ট্রে যাচ্ছিলেন। গোয়েন্দা সূত্র জানায়, দোলনকে আটকের পর মন্ত্রীর নির্দেশে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জানতে চাওয়া হয় মন্ত্রীকে না জানিয়ে বিদেশে যাওয়ার কারণ। এ সময় তিনি বলেন, 'বেড়াতে যাচ্ছিলাম'। সূত্র জানায়, সন্ধ্যায় দোলনের স্ত্রী ও সন্তানকে ছেড়ে দেওয়া হয়। রাতে দোলন তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন- 'আমি বাসায় আছি'। কিন্তু মোবাইল ফোনে রিং করলে তিনি তা রিসিভ করেননি।

View this link

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ২:৪৬

মশিকুর বলেছেন:
বাংলাদেশ মনে হয় তিতা হয়ে যাচ্ছে এদের কাছে।

২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ৩:০০

নানাভাই বলেছেন: হ, মালপানি খাওয়া শেষ; এখন যে যেভাবে পারো ভাগো!

২| ২৪ শে অক্টোবর, ২০১৩ ভোর ৪:২৭

অলস_ছেলে বলেছেন: চামচা গুলো আগেই পালাতে চায় মনিবকে রেখে ... আর মনিব এটা সহ্য করবে? :|

২৪ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

নানাভাই বলেছেন: ঠিক বলেছেন।

৩| ২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ৭:৫০

বশর সিদ্দিকী বলেছেন: এটা প্রসাসনের ক্রেডিট না। তারা মন্ত্রির গোলামি করেছে।

২৪ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

নানাভাই বলেছেন: সন্দেহ নাই, তারা মন্ত্রির গোলামি করেছে।

৪| ২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:১৬

হাসিব০৭ বলেছেন: দেইখেন যারা এতদিন বলছিল যে তারা আওয়ামিলীগের সাথে আছে এবং থাকবে তারা কিছুদিনের মধ্যেই পল্টি মারব আর আওয়ামিলীগ তাকায়া তাকায়া দেখব ভাগ্যখারাপ হইলে সৈরাচার উপাধি ও পাইতে পারে

৫| ২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৫১

ভিটামিন সি বলেছেন: অলস_ছেলে বলেছেন: চামচা গুলো আগেই পালাতে চায় মনিবকে রেখে ... আর মনিব এটা সহ্য করবে?

৬| ২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:২২

দার্শনিক ফিনিক্স বলেছেন: ধরা খেয়ে গেলো :p

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.