![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানবিক দায় ও বোধহীন শিক্ষা মানুষকে প্রশিক্ষিত কুকুরে পরিণত করে....আইস্ট্যাইন। https://www.facebook.com/nana.bhai.5209
'মিস এশিয়া প্যাসিফিক ওয়ার্ল্ড -২০১৩' জয়লাভ করে অনেক সম্মান ই পেয়েছিলেন ভারতের সৃষ্টি রানা। দেশে এসে আরো বেশি সম্মান পাবেন সেটাই প্রত্যাশা ছিল তার। কিন্তু সেই আশা মিইয়ে গেল। কারণ তাকে দেওয়া মুকুটটি নাকি ভুয়া!
বিদেশ থেকে কেউ কোনো পুরস্কার জিতলে ভারতের বিমানবন্দরের শুল্ক বিভাগকে কর পরিশোধ করতে হয়। কারো ক্ষেত্রেই ছাড় নেই। দক্ষিণ কোরিয়ার বুসান থেকে মিস এশিয়া প্যাসিফিক ওয়ার্ল্ড জিতে মুম্বাইয়ের বিমানবন্দরে এসে নামলে তাকে জিজ্ঞাসাবাদ করে শুল্ক কর্তৃপক্ষ। আগে থেকে না জানানোয় কর্তৃপক্ষ ক্ষোভ প্রকাশ করে। কারণ তার সঙ্গে ছিল দামি হীরা জহরতসহ দামি রত্নখচিত মুকুট। তারা মুকুটটি বাজেয়াপ্ত করে। কিন্তু সৃষ্টিকে কোনো শুল্কই দিতে হয়নি। কারণ কর্তৃপক্ষ মুকুটটি পরীক্ষা করে দেখতে পেয়েছে, এটি সাধারণ একটি মুকুট। মুকুটটি কাঁচ এবং সাধারণ ধাতু দিয়ে তৈরি। মিস এশিয়ার আয়োজকরা একটি 'খেলনা' মুকুট পরিয়ে দিয়েছে খেতাব জয়ী সুন্দরীর মাথায়!
-জিনিউজ
২| ০৮ ই নভেম্বর, ২০১৩ ভোর ৬:২৬
দেশ ও জাতির ভবিষ্যৎ বলেছেন: খিকজ
৩| ০৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ৭:৪৮
মোঃ আনারুল ইসলাম বলেছেন: চোরের দেশে মহাজালিয়াতি ।
৪| ০৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫৪
আকরাম বলেছেন:
৫| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৫
মশিকুর বলেছেন:
কাঁচ হোক আর হীরাই হোক, মুকুট তো মুকুটই। হীরা হলেও তো মনেহয় ওইটা বিক্রি করত না। যাই হোক হালকা সমবেদনা ভারতের জন্য। হে হে
©somewhere in net ltd.
১|
০৮ ই নভেম্বর, ২০১৩ ভোর ৪:৪৩
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: কি চোর কি চোর রে :ও :ও