![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানবিক দায় ও বোধহীন শিক্ষা মানুষকে প্রশিক্ষিত কুকুরে পরিণত করে....আইস্ট্যাইন। https://www.facebook.com/nana.bhai.5209
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছে, ‘হরতালে যেভাবে মানুষ পুড়িয়ে মারা হয় এসব দেখে আমার খুব কষ্ট হয়। এসব দেখে মনে হয় প্রধানমন্ত্রীত্ব চাই না, আমি চাই দেশের মানুষের সুখ আর শান্তিতে থাকুক। দেশের মানুষ দু’মুঠো ভাত খেয়ে শান্তিতে ঘুমাক এটাই আমার প্রত্যাশা।’
রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইসলামীক ফাউন্ডেশনের জাতীয় খতিব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘ধর্মের সঙ্গে জঙ্গিবাদের কোনো স্থান নেই। যারা ধর্মকে ব্যবহার করে জঙ্গিবাদ করে তারা ধর্মের শত্রু। জঙ্গিবাদ মানে ইসলাম নয়।’
একটি গোষ্ঠি ইসলাম ধর্মকে ব্যবহার করে ইসলামকে জঙ্গিবাদের ধর্মে নিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন শেখ হাসিনা।
আওয়ামী লীগ সরকারের আমলে ইসলামের ব্যাপক প্রচার হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমি প্রতিদিন সকালে উঠে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে আমার কাজকর্ম শুরু করি। এরপরেও যারা বলে আমরা নাকি ইসলামের শত্রু, আমার বাপ-দাদারা ইসলামের নয়, তখন খুব কষ্ট পাই। আমি আমার বাপ-দাদার পূর্ণাঙ্গ বিবরণ দিতে পারবো। তাদের মধ্যে কেউ অন্য ধর্মের নয়।’
বিরোধী দলের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াতের ক্যাডাররা গাড়িতে আগুন দিয়ে গায়ে পেট্রোল দিয়ে মানুষ খুন করছে। তারা দেশের মানুষকে শান্তিকে থাকতে দেবে না। এটা সহ্য হয় না।’
তিনি বলেন, ‘আমরা সুন্দরভাবে উন্নত দেশ গড়ে তুলতে চাই। জনগণের উন্নয়ন চাই। আমি প্রধানমন্ত্রী চাই না। জনগণ চাইলে ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানাবে আর না চাইলে না বানাবে।’
অনুষ্ঠানে উপস্থিত ইমামদের উদ্দেশে তিনি বলেন, ‘মসজিদের পবিত্রতা রক্ষা করা সবার দায়িত্ব। কিন্তু পবিত্র এ স্থানটিতে যাতে আর আগুন না দেয়া হয়, যাতে আর কোনো বোমা না ফুটে সে দিকে সকলকে খেয়াল রাখতে হবে।’ http://www.nowbdnews.net/2013/11/10/238954.htm
২| ১০ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫২
নিজাম বলেছেন: অভিনন্দন।
৩| ১০ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৭
কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: মিথ্যেবাদী বিরল টাইপের মহিলা।
৪| ১০ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫
রতন দাস বলেছেন: অভিনন্দন।
৫| ১০ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২০
অরিয়ন বলেছেন: তার কথা কেউ বিশ্বাস করে কি ? তিনি যে ক্ষমতার লোভে কতটা অন্ধ তার কাজে কর্মেই প্রতীয়মান। আজকে উনি ক্ষমতা ছেড়ে বলুক নির্দলিয় সরকারের অধীনে নির্বাচন হবে, তাহলে বিরোধী দল আগামী কাল থেকে সকল কর্মসূচী বাতিল করবে, যা বিরোধী দল আগেও বলেছে।
ভুতের মুখে রাম রাম........।
৬| ১০ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫
জনাব মাহাবুব বলেছেন: যদি সত্যি হতো
৭| ১০ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪
মদন বলেছেন: বিনুদুন
৮| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:১৩
দুরন্ত-পথিক বলেছেন: ব্যাপক বিনোদন পাইলাম । ইহাও সম্ভব বলা তাহার পক্ষে ।
৯| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:১৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: আবার সবার আগে নমিনেশন পেপার কিনে
রেন্টু সাহেব কম দুঃখে যে নিজের ফাসি নিজে চান নাই তাতো ষ্পষ্ট!
©somewhere in net ltd.
১|
১০ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৮
মোঃ ইয়াহিয়া বারী বলেছেন: বাপক বিনুদোন