নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/nana.bhai.5209

মানবিক দায় ও বোধহীন শিক্ষা মানুষকে প্রশিক্ষিত কুকুরে পরিণত করে....আইস্ট্যাইন। https://www.facebook.com/nana.bhai.5209

নানাভাই

মানবিক দায় ও বোধহীন শিক্ষা মানুষকে প্রশিক্ষিত কুকুরে পরিণত করে....আইস্ট্যাইন। https://www.facebook.com/nana.bhai.5209

নানাভাই › বিস্তারিত পোস্টঃ

শমশের মবিন গ্রেফতার, পারলে ব্রিটিশ হাই কমিশনার রবার্ট গিবসনরে ও গ্রেফতার করেন; তাইলেই বুঝমু আপনারা পারেন...।

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৮



বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরীকে আটক করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে পৌনে ৮টার দিকে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে থেকে তাকে আটক করা হয়।



সন্ধ্যা সাড়ে ৫টায় ব্রিটিশ হাই কমিশনার রবার্ট গিবসনের বৈঠকে উপস্থিত হওয়ার জন্য গুলশানের বাসভবনে প্রবেশ করেন উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ ও রিয়াজ রহমান। এর পরপরই আসেন ভাইস চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী।http://justnewsbd.com/details.php?jnewsbd=NTQyODk=

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৪

পাঠক১৯৭১ বলেছেন: সঠিক কাজ হয়েছে, এদেরকে খালেদা থেকে মুক্ত করতে হবে।

২| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৮

মুহসিন বলেছেন: মাইনাস ১ ফরমূলা?

৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:২৬

মাজহারুল হুসাইন বলেছেন: সঠিক হয়েছে, খালেদার সংস্পর্শে এসে মুক্তিযোদ্ধা গুলো সব রাজাকার হয়ে উঠছিল । খুবই সঠিক হয়েছে । কারাগারের অন্তরালে তাদের আর রাজাকারাইশেন চলবে না । রিমান্ডে নিয়ে হলেও রাজাকারের ময়লা পরিষ্কার করার দায়িত্ব নেয়া চেতনাধারী সরকারের বিরুদ্ধে কথা বলবেন না । একদম ৫৭ ধারায় হান্দায়া দিমু । রাজাকারের ছানা পোনা হুসিয়ার সাবধান ।

৪| ০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৯

পাঠক০০৭ বলেছেন: হ্যালো নানা ব্রো!! আমার ব্লগে তোমারে দাওয়াত। বন্ধু বান্ধব লইয়া অ্যাঁইয়া পইড়! ;)

৫| ০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভালা খবর!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.