নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/nana.bhai.5209

মানবিক দায় ও বোধহীন শিক্ষা মানুষকে প্রশিক্ষিত কুকুরে পরিণত করে....আইস্ট্যাইন। https://www.facebook.com/nana.bhai.5209

নানাভাই

মানবিক দায় ও বোধহীন শিক্ষা মানুষকে প্রশিক্ষিত কুকুরে পরিণত করে....আইস্ট্যাইন। https://www.facebook.com/nana.bhai.5209

নানাভাই › বিস্তারিত পোস্টঃ

আবার সেই রানা প্লাজার ধ্বংসস্তুপ থেকে হাড় উদ্ধার : পুলিশ বলছে নাটক

০৩ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৪



ঢাকার অদূরে সাভারে রানা প্লাজার ধ্বংসস্তুপ থেকে মাথার খুলিসহ ২৮টি মানব-হাড় উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে মানুষের হাড়গুলো খুঁজে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ সেখানে গিয়ে হাড়গুলো উদ্ধার করে।



সাভার মডেল থানার পুলিশ মোস্তফা কামাল এ সম্পর্কে সাংবাদিকদের বলেন, ‘কিছু দুর্বৃত্ত’ সরকারকে অস্বস্তিতে ফেলতে হাড় উদ্ধারের নাটক করছে।



স্থানীয় লোকজন এবং রানা প্লাজায় কর্মরত সাবেক শ্রমিকরা বলেন, শুক্রবার এবং এর আগে পাওয়া হাড়গুলো মানুষের। এগুলোর মধ্যে মাথার খুলিও রয়েছে।



পরে শ্রমিকেরা সাভার বাসস্ট্যান্ডে বিক্ষোভ করে। তারা ওই ওসির বিরুদ্ধে স্লোগান দেয়। তারা রানা প্লাজার ধ্বংসস্তুপের নিচে রয়ে যাওয়া শ্রমিকদের হাড় উদ্ধারে পদক্ষেপ গ্রহণ করতে সরকারের প্রতি দাবি জানান।



এর আগে ৩১ ডিসেম্বর মোস্তফা কামাল বলেছিলেন, মানুষের খুলিসহ যেসব হাড় উদ্ধার করা হয়েছে সেগুলো ‘গরুর হাড়’। রানা প্লাজার ধ্বংসস্তুপের ২৮টি পয়েন্ট থেকে তারা হাড়গুলো উদ্ধার করেছিল।



উল্লেখ্য, রানা প্লাজা ধ্বংসের পর থেকেই নিয়মিত বিরতি দিয়ে এই স্থানে বিভিন্ন সময়ে মানুষের হাড় পাওয়া যাচ্ছে। এ নিয়ে সরকারের ওপর স্থানীয় জনগণের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া লক্ষ করা যাচ্ছে।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৭

মেনন আহমেদ বলেছেন: বাংলাদেশে এখন যা ঘটে তার সব-ই এখন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র। :D :D :D :D :D

০৩ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩

নানাভাই বলেছেন: সহমত।
জামাত-শিবিরের কার্যক্রম !

২| ০৩ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৪

আল ইফরান বলেছেন: মানবিক দায় ও বোধহীন শিক্ষা এবং নির্লজ্জ চাটুকারিতা এই পুলিশকে মানুষ থেকে প্রশিক্ষিত দলীয় কুকুরে পরিণত করেছে।

০৩ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪

নানাভাই বলেছেন: সহমত।

৩| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৪

মদন বলেছেন: জন্ম পরিচয়হীন কিছু কুলাঙ্গারের কাছে ১০০০ লাশই যখণ বিবেক নাড়া দেয় না, তখন ২/১ টি লাশের হাড়কে তো তারা গরুর হাড় বলবেই।

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ৭:৩৮

শান্ত কুটির বলেছেন: এসবই যুদ্ধাপরাধীদের বিচার বানচালের ষড়যন্ত্র

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.