নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/nana.bhai.5209

মানবিক দায় ও বোধহীন শিক্ষা মানুষকে প্রশিক্ষিত কুকুরে পরিণত করে....আইস্ট্যাইন। https://www.facebook.com/nana.bhai.5209

নানাভাই

মানবিক দায় ও বোধহীন শিক্ষা মানুষকে প্রশিক্ষিত কুকুরে পরিণত করে....আইস্ট্যাইন। https://www.facebook.com/nana.bhai.5209

নানাভাই › বিস্তারিত পোস্টঃ

বিশ্বসুন্দরী হতে চায় বাংলাদেশী ছেলে!............সব ই বিনুদুন ;)

০৯ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৫



কানাডার টরেন্টোতে বসবাসকারী এক বাঙালি স্বপ্ন দেখছেন বিশ্বসুন্দরী হওয়ার। খবর হাফিংটন পোস্টের। আমিলা মালতেপি। বয়স ২৩। ছেলে হয়ে বাংলাদেশে জন্ম গ্রহণ করেন তিনি। ২০০৯ সালে কানাডায় পাড়ি জমান আমিলা। বর্তমানে আমিলা ‘বিজনেস অ্যাকাউন্টিং’এ সেখানে অধ্যয়নরত আছেন। টুইটারে আমিলা নিজেকে একজন ‘উভয়লিঙ্গ মডেল’ হিসেবে দাবি করে থাকেন। খোঁজ নিয়ে জানা গেছে, আমিলা প্রকৃতপক্ষে ছেলে হিসেবেই জন্মগ্রহণ করেন। এরপর ২০১২ সালে সার্জারির মাধ্যমে নারীত্বের স্বাদ গ্রহণ করেন তিনি। হাফিংটন পোস্টের খবরে আমিলার বরাত দিয়ে বলা হয়, ছেলেবেলায় তার নাম ছিল আদেশ। পরবর্তীতে লিঙ্গ পরিবর্তন করার পর নিজেকে ‘আমিলা’ নামে পরিচয় দেন তিনি। আমিলার স্বপ্নটা হেসে উড়িয়ে দেয়ার মত নয়। ইতিমধ্যে কানাডার একজন জনপ্রিয় মডেল হিসেবে আত্মপ্রকাশ করেছেন তিনি। বেশ নামডাকও হয়েছে তার। ফেইজবুক ফ্যান পেজে তার ভক্তসংখ্যা তিন লাখ ছাড়িয়ে গেছে।বাংলাদেশ থেকে আজ পর্যন্ত কেউ বিশ্বসুন্দরীর খেতাব জিততে পারেননি। ২০০১ সালের পর থেকে এই প্রতিযোগিতায় দেশ থেকে কেউ অংশগ্রহণও করেননি।আমিলা জানিয়েছেন, আসছে বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় তিনি নাম এন্ট্রি করবেন।এইখানে

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৮

শাহরিয়ার খান রোজেন বলেছেন: হুমম । কিছুক্ষণ আগে দেখলাম ফেসবুক প্রায় ভরে গেছে এই নিউজ দিয়ে।

২| ০৯ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬

মোঃ আনারুল ইসলাম বলেছেন: B:-) B:-) B:-)

৩| ০৯ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮

শায়মা বলেছেন: সর্বনাশ!!!

৪| ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:০১

আমার কোন প্রশ্ন নাই বলেছেন: why!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

৫| ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৭

রাতুল রেজা বলেছেন: বাঁশ কাইটা খাল বানাইছে, এখন বুঝবে খালের স্রোতধারা কারে কয় /:)

৬| ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:২৫

আল ইফরান বলেছেন: দুনিয়াটা পার্ভাটেড লোকজনে ভইরা গেলো X(

৭| ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৯

মেনন আহমেদ বলেছেন: ও মা এইটা কি শুনলাম :P :P :P :P :P

৮| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:২৫

এম এ কাশেম বলেছেন: সুন্দরীর তো জামাই লাইগবো
নানা ভাই আপনি যদি দয়া করে ওকে বিয়ে করতেন তবে ওর একটা কূল হইতো, আপনিও বিশ্ব সুন্দরীর জামাই হইতে পারতেন, চিন্তা কইরা দেখেন, হেলায় সুযোগ হারাইবেন না।

২০ শে জানুয়ারি, ২০১৪ ভোর ৪:১৩

নানাভাই বলেছেন: তোমার নানী সেই সূযোগ দেবে না!
তাইলে আমারেও মাইয়া বানাইয়া দিবো তোমার নানী!

৯| ১২ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৫:৩২

আকিব আরিয়ান বলেছেন: রাতুল রেজা বলেছেন: ''বাঁশ কাইটা খাল বানাইছে, এখন বুঝবে খালের স্রোতধারা কারে কয়''

লুল =p~ =p~

২০ শে জানুয়ারি, ২০১৪ ভোর ৪:১৩

নানাভাই বলেছেন: লুল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.