নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন জীবনের জন্য, সাহিত্য জীবনের অর্থ বোঝার জন্য৷

নাসিম আহমদ লস্কর

নাসিম আহমদ লস্কর

নাসিম আহমদ লস্কর › বিস্তারিত পোস্টঃ

স্মৃতিতে অম্লান বঙ্গবন্ধু

০৯ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:৫৮


হৃদয়ের প্রচ্ছদপটে রং তুলি দিয়ে
আঁকি একটি অমর ছবি
সে তো বঙ্গবন্ধু তুমি৷
পরাধীন বাংলার শিকল চুরমার করে
মুক্ত জীবনের চুড়ি হাতে পরার
স্বপ্ন দেখেছিলে
সে তো বঙ্গবন্ধু তুমি৷
দুখি মানুষের চিত্তে
সুখের একফোঁটা জল ছড়ানোর জন্য
জনমভর সংগ্রাম করেছিলে
সে তো বঙ্গবন্ধু তুমি৷
আপন আত্মার সন্ধানে
মহাকালের এক পথিক হয়ে
মুক্ত বাংলার স্বপ্ন রচেছিলে
সে তো বঙ্গবন্ধু তুমি৷
ইতিহাসের পুরনো পৃষ্ঠা পড়ে
আঁখি আমার ছলছল করে
বাবা,তুমি কোথায়?
মীরজাফর বাঙালি তোমায় বুঝলনা হায়!
বাবা,
বেলাশেষে নীড়ে ফেরে
আবার শুনতে চাই তোমার গর্জন
"এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম"৷
লেখক
নাসিম আহমদ লস্কর

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.