![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাশরের দিন বলিবেন খোদা,
হে আদম জনগন,
ইরাক, আফগানিস্তানে মুসলিম
মরেছে, কাদে নি তোমার মন ।
কোথাকার কবে ফ্রান্সে হামলায়,
ইহুদীরা হল শেষ,
কেদেছ তুমি দিন রাত ভর,
বিলাপ করেছ বেশ।
ফিলিস্তিনের ঘুমন্ত শিশু,
হারায় মায়ের কোল,
কাদে না তোমার মনটি তাতে,
মনে দেয়নি দোল।
কোটি লোক যখন হারায় প্রান,
আমেরিকা, ফ্রান্সের হাতে,
তখনও তুমি করনি প্রতিবাদ ,
বরং ছিলে তাদের সাথে।
মাত্র শতক ইহুদী যখন ,
ফ্রান্সে হারায় প্রান,
প্রোফাইল পিকচারে আবেগ তোমার,
শোকে যেন মূহ্যমান।
আজ সেইদিন চলে এসেছে
দাড়াও ইহুদীর সাথে,
তাদের সাথেই হাশর হবে,
রক্ষা নেই তাতে।
সময় থাকতে হও সাবধান
ওহে মুসলিম ভাই,
সেদিন আমাদের সত্যি বলছি
কোনই নিস্তার নাই।
#সংগৃহীত
©somewhere in net ltd.