| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাতাশা হুসাইন
আমার প্রিয় মানুষগুলোর কাছে আমি খুব বিরক্তিকর একটি মেয়ে। তাদেরকে খুব জ্বালাতে ভালবাসি। :))) আরো ভালবাসি পাখির মত মুক্ত হয়ে ঘুরতে। আমি ছেলে হলে জগৎ সংসারের এমন কি ক্ষতি হতো!? :(((
বহুদিন ধরে লিখব লিখব করেও লিখছি না। আসলে কি লিখব খুঁজে পাই না। কবিতা লিখতে পারি। কিন্তু আমার বন্ধুদের মন্তব্য শুনে আর এখানে লিখার সাহজ পাইনি। একদিন হয়তো লিখব। তবে আমি মোটেও ভাল লিখি না।
আমার খুব প্রিয় গান আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা। শুনতে শুনতে মন কেমন আনমনা হয়ে যায়। আনমনা হয়ে কি লিখছি বুঝতে পারছি না। অনেকদিন পর লিখছি। সবাই ভাল আছেন? অনেকের নাম ভুলে গিয়েছি। পুরানো কাউকে অনলাইনে দেখছি না। আমাকে আপনাদের মনে আছে এখনো?
২|
৩০ শে অক্টোবর, ২০০৬ সন্ধ্যা ৬:৪৩
অতিথি বলেছেন: গানটি আমারও ভাল লাগে...!
৩|
৩০ শে অক্টোবর, ২০০৬ সন্ধ্যা ৬:৪৪
অতিথি বলেছেন: গানটি আমারও প্রিয়।
..কবিতা চাই।
৪|
৩০ শে অক্টোবর, ২০০৬ সন্ধ্যা ৬:৪৪
নাতাশা হুসাইন বলেছেন: শাওননননননন কেমন আছো পিচ্চি
))))
যদিও আমিও পিচ্চি। কিন্তু তোমাকে সবাই পিচ্চি বলে তাই আমিও বলি হিহিহি
আয় পিচ্চি তোকে জালাই
)))))))
ধন্যবাদ তীরন্দাজ ও শাওনকে।
৫|
৩০ শে অক্টোবর, ২০০৬ সন্ধ্যা ৬:৪৫
নাতাশা হুসাইন বলেছেন: শেখ জলিল আপনাকেও ধন্যবাদ। কিন্তু আমার কবিতা যে ভাল না।
৬|
৩০ শে অক্টোবর, ২০০৬ সন্ধ্যা ৬:৪৮
অতিথি বলেছেন: ভালো না হইলে আর কি করবেন, খারাপটাই দেন...পড়ি।
৭|
৩০ শে অক্টোবর, ২০০৬ সন্ধ্যা ৬:৫০
শাওন বলেছেন:
জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও । আগুন জ্বালাও রান্নাঘরে ।
আমাকে আর একবারো পিচ্চি বলবা না । বললে জ্বালাবো । 
৮|
৩০ শে অক্টোবর, ২০০৬ সন্ধ্যা ৬:৫১
নাতাশা হুসাইন বলেছেন: আচ্ছা পরে দেব। এখন মেইল চেক করছি।
৯|
৩০ শে অক্টোবর, ২০০৬ সন্ধ্যা ৬:৫১
নাতাশা হুসাইন বলেছেন: শাওন এই তো জ্বলে গেছিস রে পিচ্চিচচচচচচচচচ
)))))
১০|
৩০ শে অক্টোবর, ২০০৬ সন্ধ্যা ৬:৫৩
অতিথি বলেছেন: রান্নাঘরে ক্যান? মেয়ে বইলা কইলেন নাকি?
১১|
৩০ শে অক্টোবর, ২০০৬ সন্ধ্যা ৬:৫৫
শাওন বলেছেন:
বললাম না আরেকবারও পিচ্চি বলবা না ।
তাইলে তুমি ফিডার খাও । আমার থেকে তুমি পিচ্চি । গররররররর
১২|
৩০ শে অক্টোবর, ২০০৬ সন্ধ্যা ৬:৫৬
নাতাশা হুসাইন বলেছেন: শাওন রান্ন করতে ভালবাসে তাই মনে হয়। আমাকে রান্না করে খাওয়াবে
))
১৩|
৩০ শে অক্টোবর, ২০০৬ সন্ধ্যা ৬:৫৭
নাতাশা হুসাইন বলেছেন: তুই ফিডার খা বান্দর
১৪|
৩০ শে অক্টোবর, ২০০৬ সন্ধ্যা ৬:৫৭
শাওন বলেছেন: না জামাল ভাই । এটা আমি ছেলে হলেও বলি । নিজে বানাইছি । ![]()
১৫|
৩০ শে অক্টোবর, ২০০৬ সন্ধ্যা ৭:০১
শাওন বলেছেন: আমার বয়ে গেছে তোমারে রান্না করে খাওয়াতে
নিজে রান্নার ভয়ে না খেয়ে থাকি আবার বলে রান্না করে ুনাকে খাওয়াতে হবে ।
আমাকে আজ 4জন বান্দর বললো ।
মানে 4 নম্বর ব্যক্তি তুমি !!
আপনি থেকে তুমি আর এখন আমকে তুই বললি ? তোর সাহস বাড়তেছে না ?? গররর
১৬|
৩০ শে অক্টোবর, ২০০৬ সন্ধ্যা ৭:০৮
নাতাশা হুসাইন বলেছেন: আমার অনেক সাহস!! হিহিহিহি তোকে ত্রিভুজের মত একটা উষ্টা দিতে মন চাচ্ছে রে বান্দর
)))))))
১৭|
৩০ শে অক্টোবর, ২০০৬ সন্ধ্যা ৭:১১
শাওন বলেছেন: তুই খা । নিজের উষ্ঠা নিজে খা । গরর
১৮|
৩০ শে অক্টোবর, ২০০৬ সন্ধ্যা ৭:১৯
নাতাশা হুসাইন বলেছেন: হিহিহি
১৯|
৩০ শে অক্টোবর, ২০০৬ সন্ধ্যা ৭:৩৩
অতিথি বলেছেন: নাতাশা, কবিতা লিখো, যারা পচা মন্তব্য করবে তাদের ব্লগে গিয়ে গোপনে ঘুষ মন্তব্য করে আসো যাতে পচা না বলে। (প্র্যাকটিক্যাল বুদ্ধি দিলাম কিন্তু)। সত্যিই লেখা উচিত। লিখতে লিখতেই লেখা ভাল হবে। তবে লেখার পাশাপাশি পড়বা, দ্যাটস ইট।
২০|
৩০ শে অক্টোবর, ২০০৬ সন্ধ্যা ৭:৩৫
অতিথি বলেছেন: নাতাশা কি এইটা শুইনা তারপর আমার কবিতা অসাধারণ হইছে কইলেন?
বৃশ্চিক তো ভালোই বুঝেন মনে হয় হালচাল...
২১|
৩০ শে অক্টোবর, ২০০৬ সন্ধ্যা ৭:৪২
নাতাশা হুসাইন বলেছেন: ধন্যবাদ বৃশ্চিক। জামাল ভাস্কর ভাল লাগলে বলব না? খারাপ বলব?
২২|
৩০ শে অক্টোবর, ২০০৬ সন্ধ্যা ৭:৪৩
অতিথি বলেছেন: ভাস্করদা, এইডা কি কইলেন?? হাহাহাহাহা.... মাঝখান থেকে আমি দেখি কেচকি কলে..
২৩|
৩০ শে অক্টোবর, ২০০৬ সন্ধ্যা ৭:৫৫
অতিথি বলেছেন: ক্যান ভুল কইছি?
২৪|
৩০ শে অক্টোবর, ২০০৬ রাত ৮:০০
অতিথি বলেছেন: নাতাশা,
তোমাকে তুমি করেই বলি।
তোমার আজকের লেখাটি মনযোগ দিয়ে পড়তে গেলে খুব সূক্ষ ভাবে খেয়াল করা যায়, একটা এলোমেলো সংজ্ঞাবিহীণ বিষন্নতা তোমার সারা লেখাটির পরতে পরতে মিশে আছে।....
খুব খারাপ লাগছে তোমার জন্য।....
তোমার মনটা কি খুব খারাপ আজ?
২৫|
৩০ শে অক্টোবর, ২০০৬ রাত ৮:০২
অতিথি বলেছেন: এই গানটা আমার প্রিয় না । শ্রীকান্ত এর 'আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম' এ গানটা আমার খুব প্রিয় । সময়ে-অসময়ে শুনি ।
২৬|
৩০ শে অক্টোবর, ২০০৬ রাত ৮:৩৯
নাতাশা হুসাইন বলেছেন: জামাল ভাস্কর এখন কিছুটা ভাল। ধন্যবাদ। রুবেল হু ওটা আমারো প্রিয় কিন্তু এই গানটা বেশি প্রিয়
২৭|
৩১ শে অক্টোবর, ২০০৬ ভোর ৪:১২
অতিথি বলেছেন: কঠিন রকম একটা আড্ডা মিস করলাম। তবে আপনি যে পটানি খাইছেন তা দেখলাম...
আমার ব্লগে যে মন্তব্য লিখছেন, কোথায় আমি তো এমন কোন কিছু কোথায়ও বলি নাই
... কি বলেন???
২৮|
৩১ শে অক্টোবর, ২০০৬ দুপুর ২:৩৯
অতিথি বলেছেন: প্রশ্নের উত্তরও তো জানা...
২৯|
৩১ শে অক্টোবর, ২০০৬ বিকাল ৩:০২
অতিথি বলেছেন: মনে ছিল না তবে এখন মনে পড়ল ।
৩০|
০২ রা নভেম্বর, ২০০৬ রাত ১২:৩১
নাতাশা হুসাইন বলেছেন: পটানি খাইছি মানে?????????? ছি: কি বল সাকিব। কোথায় বলেছিলে তা তো মনে নেই ভাইয়া।
মনে রাখার জন্য ধন্যবাদা আপনাদের।
৩১|
০২ রা নভেম্বর, ২০০৬ ভোর ৫:২৮
কালপুরুষ বলেছেন: নীল ধ্রুবতারা প্রশ্ন করে- আর কতকাল তুমি থাকবে দিশেহারা?
তুমি কী সত্যিই দিশা হারিয়েছো? না হারালে জবাবটা কী হবে?
আমি নাতাশা
হারাইনি দিশা
প্রেম ভালবাসা
মনে যত আশা
নিয়ে আছি সব এই ধরণীতে।
তুমি ধ্রুবতারা
নিত্য সাথীহারা
বুকে ব্যথা ভার
হয়ে ছাড়খার
বেদনায় নীল ঐ দূর গগনেতে।
৩২|
০৬ ই নভেম্বর, ২০০৬ রাত ৩:০৫
নাতাশা হুসাইন বলেছেন: জবাবটা অব্যক্ত থাকবে।
)
©somewhere in net ltd.
১|
৩০ শে অক্টোবর, ২০০৬ সন্ধ্যা ৬:২৭
শাওন বলেছেন: হয়ত বা কারো আছে , হয়ত বা নাই ।
বিরক্তিকর আর মানুষকে জালানোর ব্যাপারটার সাথে আমার অনেকটা মিল আছে ।