নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাভিদ আরমান শিফাত

-----

নাভিদ আরমান শিফাত

Loading ... ╔════════════════╗ ║█████████████99% ║ ╚════════════════╝ নিজের সম্পর্কে ঢাক ঢোল পেটানো উচিৎ না।যদি এখানে আমি নিজের সম্পর্কে কিছু বলতে যাই,তাহলে হয়তোবা শুধু আমার ভাল দিক গুলোই বেশি বলে ফেলব।কারন মানুষ স্বভাবতই নিজের প্রশংসা শুনতে ভালবাসে। তাই নিজের সম্পর্কে কিছুই বলতে যাব না। আমার বলা ''আমি'' আর বাস্তবের ''আমি'' এক না ও হতে পারে। প্রতিটা মানুষ চেতন বা অবচেতন মনে নিজেকে সবচেয়ে '' ঠিক '' ভাবতে ভালবাসে।তাছাড়া নিজের ভুল,অপরাধ বা দোষ নিজের চোখে খুব কম ই পড়ে। তাই নিজেকে নিয়ে কিছু বলতে চাইনা। আমার সাথে যারা মিশবে তারা আপনা আপনি আমাকে জানতে পারবে, আমার নিজের থেকে ও ভাল বলতে পারবে আমার সম্পর্কে।

নাভিদ আরমান শিফাত › বিস্তারিত পোস্টঃ

যাদের আমরা হিজড়া বলি-----

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৫

একটু চিন্তা করুন তো,আপনে বিয়ে করলেন।একটা নতুন সংসার শুরু হল।কিছুদিন পর বাচ্চা হল।সবই ঠিক আছে,কিন্তু দেখা গেল যে ছেলেটি বা মেয়েটি আপনার ঘর আলোকিত করতে এল সে আর দশটা শিশুর মত স্বাভাবিক আচরন করে না।জানতে পারলেন সেই সন্তানটি জেনেটিক ডিসঅর্ডার বা “হিজরা”। ব্যপারটা একেবারে অস্বাভাবিক না।এমনটা হতেই পারে।



আজ যাকে হিজরা বলে টিটকারি করেছেন,যাকে জাত তুলে গালি দিচ্ছেন,যাদের দেখলে মুখে থুথু ছিটিয়ে দিচ্ছেন, তাদের অধিকার আদায়ে আপনে কতটুকু করতে পেরেছেন??তাদের মুখে ২ বেলা ডাল ভাত তুলে দিতে আপনার-আমার সমাজ কি পদক্ষেপ নিয়েছে??আচ্ছা বলেন তো,উপরের যে কাহিনি টা বলা হয়েছে তা আপনার ক্ষেত্রে হবে না এমন গ্যারান্টি দিতে পারবেন?তখন আপনার সন্তান কে কি করবেন??নিশ্চয় তাকে ও উঠতে বসতে তার এ নিয়তি নিয়ে “হিজড়া হিজড়া” বলে গালি দেবেন!!



আপনে-আমি নিজে তাদের সুস্থভাবে বাচার অধিকার নিশ্চিত করতে পারি নি।কাজেই নিয়তির কাছে প্রতারিত এইসব ব্যক্তিদের প্রতিনিয়ত অপদস্ত করার অধিকার ও আপনার আমার কারোর নেই।একটা জিনিস মনে রাখবেন,এসমাজে যেমন আপনার আমার সব সুযোগ সুবিধা গ্রহনের অধিকার আছে,ঠিক তেমনি তাদের ও আছে খাদ্য,বস্ত্র,বাসস্থান,শিক্ষা আর চিকিৎসা গ্রহনের অধিকার।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৮

নাভিদ আরমান শিফাত বলেছেন: :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.