নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাভিদ আরমান শিফাত

-----

নাভিদ আরমান শিফাত

Loading ... ╔════════════════╗ ║█████████████99% ║ ╚════════════════╝ নিজের সম্পর্কে ঢাক ঢোল পেটানো উচিৎ না।যদি এখানে আমি নিজের সম্পর্কে কিছু বলতে যাই,তাহলে হয়তোবা শুধু আমার ভাল দিক গুলোই বেশি বলে ফেলব।কারন মানুষ স্বভাবতই নিজের প্রশংসা শুনতে ভালবাসে। তাই নিজের সম্পর্কে কিছুই বলতে যাব না। আমার বলা ''আমি'' আর বাস্তবের ''আমি'' এক না ও হতে পারে। প্রতিটা মানুষ চেতন বা অবচেতন মনে নিজেকে সবচেয়ে '' ঠিক '' ভাবতে ভালবাসে।তাছাড়া নিজের ভুল,অপরাধ বা দোষ নিজের চোখে খুব কম ই পড়ে। তাই নিজেকে নিয়ে কিছু বলতে চাইনা। আমার সাথে যারা মিশবে তারা আপনা আপনি আমাকে জানতে পারবে, আমার নিজের থেকে ও ভাল বলতে পারবে আমার সম্পর্কে।

নাভিদ আরমান শিফাত › বিস্তারিত পোস্টঃ

দোষ আর কারোর না,দোষ আমাদের!

৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৩

দোষ হাসিনা, খালেদা বা এরশাদ কারোরই না। দোষ আসলে আমার, দোষ আসলে আপনার, দোষ আসলে আমাদের। আমরা নিজেই মার খেয়ে, নিজেদের মধ্যে সংঘাত করে, রক্ত ঝরিয়ে, কখন ও অন্যের জীবন কেড়ে নিয়ে, আবার কখন ও নিজের জীবন দিয়ে প্রতিনিয়ত হাসিনা, খালেদা বা এরশাদ তৈরি করি। এক এক জনের জীবন দেওয়ার ব্যনার এক এক রকম। কেউ তাদের (হাসিনা,খালেদা,এরশাদ) জন্য জীবন দিচ্ছে ধর্মের ব্যনারে, আবার কেউ তাদের জন্য জীবন দিচ্ছে স্বাধীনতার ব্যনারে। কেউ নিজের নিজের জীবন হারিয়ে আখ্যা পাচ্ছে “শহীদ” আবার কেউ বা হয়ে যাচ্ছে “দেশপ্রেমিক- স্বাধীনতাবাদী”,আবার কেউ কেউ বিনা আখ্যাতে হয়ে যাচ্ছে নিরুদ্দেশ ! ঘুরে ফিরে সব কিছুর পেছনে কিন্তু এই কিছু মানুষই, শুধু আলাদা তাদের ব্যানার, আলাদা তাদের কৌশল। কেউ হাতিয়ার হিসেবে ব্যবহার করে ধর্ম কেউ বা করে স্বাধীনতা – এই যা!!



--এই আমরাই লড়াই করে , জীবন দিয়ে গড়ে তুলি হাসিনা, খালেদা, এরশাদ। আবার এই আমরাই গালি দিয়ে , থুথু দিয়ে নামাতে চাই তাদের। তাই তাদের আর দোষ কোথায়???? দোষ তো আমাদেরই!!!

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:২০

ভোরের সূর্য বলেছেন: শুনতে খারাপ লাগলেও এটা সত্যি।
আমাদের মতন সাধারণ মানুষের অপরাধ হচ্ছে ১)এই দেশে জন্ম নেয়া ২)ভোট দিয়ে সন্ত্রাসী দুর্নীতিবাজ রাজনীতিকদের ভোট দিয়ে ক্ষমতায় আনা। আমি অবশ্যই আমাদেরকেই দোষ দেব।প্রতিবার ভোটের সময় আমরা ঘুরে ফিরে সেই দুদলকেই ভোট দিই।ভোটের সময় অনেক ভাল মানুষ ভোটে দাঁড়ায় কিন্তু তারা ভোট তো পায়না উলটা জামানত হারায়।কেন আমরা ভোট দিই না তাদের কে।আমরা সাধারণ মানুষ কিন্তু খুব চিল্লাই যে বিএনপি বা আওয়ামীলীগ খুব খারাপ এদের জ্বালায় আমরা অতিষ্ট কিন্তু ভোট দেবার সময় ঘুরে ফিরে এদেরকেই ভোট দিই।কোন আসনে যদি একজন ভাল প্রার্থী দাঁড়ায় সে যে কোন দল কিংবা নির্দলীয় হোক না কেন আমরা তাদের কে ভোট দিই না।এই যে গতকাল কে বাসে আগুন দেয়ার ফলে ১৮জন দগ্ধ হল সেটা অবশ্যই বিএনপি কিংবা আওয়ামীলীগের কেউ করেছে কিন্তু ভোটের সময় দেখবেন এই বিএনপি কিংবা আওয়ামীলীগের লোকেরাই ভোট পাবে।

২| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:২৬

নাভিদ আরমান শিফাত বলেছেন: জ্বি ভাই এটাই বাস্তবতা।
আসলে আমাদের ব্রেইন টা হল একুরিয়ামের গোল্ড ফিসের মত। খুব তাড়াতাড়ি সব কিছু ভুলে যাই।

৩| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৬

মদন বলেছেন: ১০০%

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.