নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাভিদ আরমান শিফাত

-----

নাভিদ আরমান শিফাত

Loading ... ╔════════════════╗ ║█████████████99% ║ ╚════════════════╝ নিজের সম্পর্কে ঢাক ঢোল পেটানো উচিৎ না।যদি এখানে আমি নিজের সম্পর্কে কিছু বলতে যাই,তাহলে হয়তোবা শুধু আমার ভাল দিক গুলোই বেশি বলে ফেলব।কারন মানুষ স্বভাবতই নিজের প্রশংসা শুনতে ভালবাসে। তাই নিজের সম্পর্কে কিছুই বলতে যাব না। আমার বলা ''আমি'' আর বাস্তবের ''আমি'' এক না ও হতে পারে। প্রতিটা মানুষ চেতন বা অবচেতন মনে নিজেকে সবচেয়ে '' ঠিক '' ভাবতে ভালবাসে।তাছাড়া নিজের ভুল,অপরাধ বা দোষ নিজের চোখে খুব কম ই পড়ে। তাই নিজেকে নিয়ে কিছু বলতে চাইনা। আমার সাথে যারা মিশবে তারা আপনা আপনি আমাকে জানতে পারবে, আমার নিজের থেকে ও ভাল বলতে পারবে আমার সম্পর্কে।

নাভিদ আরমান শিফাত › বিস্তারিত পোস্টঃ

আমরা জাতিতে কেমন?

২৭ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪০

কিছুদিন আগে মার্ক জাকারবার্গের ছবিতে নেগেটিভ
কমেন্টের রেকর্ড করলাম। ...তার স্ত্রী কে নিয়ে অস্রাব্য সব
গালি দিয়ে দেখিয়ে দিলাম, আমরা পারি!!.... বিশ্ববাসীদের
জানালাম যে আমরা সসভ্য!!... গালাগালি শেষ হওয়ার পর যখন
আর কিছুই করার নেই, তখন আমাদের চেতনার উদয় হল যে, কাজ
টা ঠিক হয় নি।....

----

গতকাল জিম্বাবুয়ে ক্রিকেট পেজ থেকে বাংলায় স্ট্যাটাস
দিল, " তাদের নিয়ে হাসাহাসি যেন না করি আমরা".... সেই
স্ট্যাটাসে প্রায় 6100 কমেন্ট এসেছে, যা তাদের পেজের
বয়সের একক স্ট্যাটাসে সব চেয়ে বেশি কমেন্ট। ....ব্যাপার
হচ্ছে, তাদের মধ্যে 5 হাজারের বেশি কমেন্ট শুধু
বাংলাদেশিদের!!.... আশ্চর্য ব্যাপার হল, এই অসভ্য জাতির 5
হাজার কমেন্টের মধ্য একজন ও তাদের ক্রিটিসাইজ করে নি,
কেউ নেগেটিভ কমেন্ট করেনি!!...

---

এই দুই দিনেই পুরা অসভ্য জাতি সভ্য হয়ে গেল?? সবাই ভাল
হয়ে গেল??...
---


ব্যাপারটা তা না....আসলে আমরা জাতিতে খুবই ইমোশনাল। এই
"ইমোশন" কে কাজে লাগিয়ে মাঝে আমরা প্রতারিত হই।...
কখনো রাজনীনির ইমোশন, কখন ও ধর্মের ইমোশন, কখন ও নৈতিক
ইমোশন কাজে লাগিয়ে ফায়দা তোলে রাজনৈতিক দলগুলো ....
মাঝে মাঝে আবার আমরা ও আমাদের ইমোশন
গুলো কাজে লাগাই নেগেটিভ ভাবে, গালাগালি দিয়ে
যেমনটা সেদিন করেছিলাম জাকারবার্কের সাথে কিন্তু
জাতিতে কিন্তু আমরা অনেক ভাল।.... এখন ও আমরা কেউ
আমাদের কাছে রিকুয়েস্ট করলে ফেলি না।.... কোন
দেশে গুলিতে শত শত লোক মারা গেলে আমাদের বুক
কাদে। ....কারোর পরাজয়ে আমরা উচ্ছাস করি না।....


.....আমরা শত শত লাশের উপর দাড়িয়ে আমরা বিশ্ব শাসন
করতে চাইনা। এক কাতারে থেকে শোষিত দের সাহস
দিতে চাই।


বাংলাদেশ

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮

এক দুর্বাসা বলেছেন: আসলে আমরা কেমন সেটা নিরূপনের কোন কায়দা এখনো আবিস্কৃত হয়নি এখনো , আর আপনার স্ট্যাটাস পড়ে ভালো লাগলো। শুভেচ্ছা রইলো।

২| ২৭ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: জাতিতে কিন্তু আমরা অনেক ভাল।.... এখন ও আমরা কেউ
আমাদের কাছে রিকুয়েস্ট করলে ফেলি না।.... কোন
দেশে গুলিতে শত শত লোক মারা গেলে আমাদের বুক
কাদে। ....কারোর পরাজয়ে আমরা উচ্ছাস করি না।....


.....আমরা শত শত লাশের উপর দাড়িয়ে আমরা বিশ্ব শাসন
করতে চাইনা। এক কাতারে থেকে শোষিত দের সাহস
দিতে চাই।

+++++ সহমত।


বাংলাদেশী আমরা বাংলাদেশের গর্ব।সারা বিশ্বে অতুলনীয়।

বাংলাদেশ জিন্দাবাদ।

৩| ২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:০৭

খেলাঘর বলেছেন:


আমরা ট্রানজিশন ফেইজে আছি।

৪| ২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৩৩

নতুন বলেছেন: আমরা হুজুগে বাঙ্গালী.... ৫২,৭১,৯০

আমাদের চাই কয়েকজন সত্যিকারের দেশপ্রেমিক নেতা যারা সবাইকে সামনে এগিয়ে যাবার হুজুগে মাতাবে...

তখন কিন্তু সারা বিশ্ব দেখবে হুজুগে বাঙ্গালীর ক্ষমতা...

৫| ২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৩৮

 বলেছেন: 8-| #:-S

৬| ২৮ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:০৯

কলাবাগান১ বলেছেন: ৫২,৭১,৯০ এর বাংগালীরা হুজুগে বাংগালী ছিল না @নতুন

৭| ২৮ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:২২

শাদা-অন্ধকার বলেছেন: নতুন বলেছেন: আমরা হুজুগে বাঙ্গালী.... ৫২,৭১,৯০

উর্দুতে লিখেন না কেন!

৫২, ৭১, ৯০ হুজুগে হলে আজ আপনি বাংলায় ব্লগ লিখতে পারতেন না।

৮| ২৮ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:২৩

নতুন বলেছেন: ভাই আমি হুজুগে বলতে বাজে অথে` বোঝাইনি...

আমরা সবাই একত্রে জাগ্রত হই... অনেক সময় ভাল অথ`...অনেক সময় খারাপ অথে...

৯| ২৮ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:২৭

সাঝের আলো বলেছেন: :|| :-&

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.