নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাভিদ আরমান শিফাত

-----

নাভিদ আরমান শিফাত

Loading ... ╔════════════════╗ ║█████████████99% ║ ╚════════════════╝ নিজের সম্পর্কে ঢাক ঢোল পেটানো উচিৎ না।যদি এখানে আমি নিজের সম্পর্কে কিছু বলতে যাই,তাহলে হয়তোবা শুধু আমার ভাল দিক গুলোই বেশি বলে ফেলব।কারন মানুষ স্বভাবতই নিজের প্রশংসা শুনতে ভালবাসে। তাই নিজের সম্পর্কে কিছুই বলতে যাব না। আমার বলা ''আমি'' আর বাস্তবের ''আমি'' এক না ও হতে পারে। প্রতিটা মানুষ চেতন বা অবচেতন মনে নিজেকে সবচেয়ে '' ঠিক '' ভাবতে ভালবাসে।তাছাড়া নিজের ভুল,অপরাধ বা দোষ নিজের চোখে খুব কম ই পড়ে। তাই নিজেকে নিয়ে কিছু বলতে চাইনা। আমার সাথে যারা মিশবে তারা আপনা আপনি আমাকে জানতে পারবে, আমার নিজের থেকে ও ভাল বলতে পারবে আমার সম্পর্কে।

নাভিদ আরমান শিফাত › বিস্তারিত পোস্টঃ

যদি এখন মুক্তিযুদ্ধ হত

১৬ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬

যুদ্ধের ময়দানে পৌছেই আবুল মিয়ার স্ট্যাটাস, “আবুল is in ৫ নং সেক্টর at ভাঙ্গাব্রিজ With কাশেম। -- Feeling Afraid

পাক বাহিনীঃ স্যার, মুক্তিরে পাইছি... ৫ নং সেক্টরের ভাঙ্গা ব্রিজে আছে।
- উড়িয়ে দাও ওদের!
...
কাশেমঃ ঐ আবুইল্লা! গুলি চালাস না ক্যান? শত্রু আইতেছে...
আবুলঃ আগে একটা সেলফি তুইলা লই। আয়!! ক্লিক!!

---আবুল posted a new photo with কাশেম at ভাঙ্গাব্রিজ...

পাকবাহিনীঃ স্যার, আবুল এর চেক ইন দেখে বোঝা যাচ্ছে ওরা এখন ও ঐ লোকেশনেই।
-- ছবি সেফ কইরা রাখো। ছবি দেইখ্যা ওগোরে চিনতে হবে।
...
আবুলঃ ঐ কাশেম ... আবার বউ স্যাস্টাস দিছে... আমারে মিস করতাছে । দ্বারা কমেন্ট কইরা লই...
“ওগো বউ, আবার আসিব ফিরে, এই দেশ স্বাধীন করে...”
কাশেমঃ আমারে বন্দুক হাতে একখন ছবি তুইলা দে... প্রোফাইল পিকচার বদলামু!

আবুলঃ ওই কাশেম ফেসবুক রাখ... পিছে দেখ!! আমরা ধরা খাইয়া গেছি!

---

না... এইটা তারা নয়... আজ যদি তাদের তদের সেই জায়গায় আমরা থাকতাম , হয়ত উপরের কাজ গুলো করতাম... দেশকে কিছু দিতে পারতাম না... ১৬ ডিসেম্বর কে বানাতাম সাধারন একটা দিন।...হয়ত কোন দিন সবুজের উপর লাল বৃত্ত আকতে পারতাম না... কিন্তু তারা একেছে, বং দিয়ে না ...রক্ত দিয়ে...বুকের তাজা রক্ত দিয়ে...
...যখন আমরা ফেসবুকে শত পিকচার আপলোড দিতাম , সেসময়ে তারা বিশ্বের মানচিত্রে একটা পিকচার আপলোড করেছে...৫৫ হাজার ৫ শ ৫৮ বর্গ মাইলের একটা পিকচার!! ... <3 বাংলাদেশ <3

যারা সেই লাল বৃত্ত আকতে রক্ত দিয়েছে, তারা কখন ও মরতে পারেনা...চিরশান্তীতে থাকো শহীদ ভাই...

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৫২

নিলু বলেছেন: স্বাধীনতা যুদ্ধ সংখ্যাগরিষ্ঠ জনগনের সমর্থনেই হয় বা জনগন ঐক্যবদ্ধ ভাবে করে । তাতে যুদ্ধ হতো তবে কতদিন লাগতো স্বাধীন হতে তা বলা মুশকিল ,

২| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২০

পরিশেষের অপেক্ষায় বলেছেন: আমরা রাজনৈতিক ভাবে বিভক্ত হলেও জাতিগত সমস্যায় এক হয়ে যাই...
এইটাই আমাদের বড় শক্তি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.