নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাভিদ আরমান শিফাত

-----

নাভিদ আরমান শিফাত

Loading ... ╔════════════════╗ ║█████████████99% ║ ╚════════════════╝ নিজের সম্পর্কে ঢাক ঢোল পেটানো উচিৎ না।যদি এখানে আমি নিজের সম্পর্কে কিছু বলতে যাই,তাহলে হয়তোবা শুধু আমার ভাল দিক গুলোই বেশি বলে ফেলব।কারন মানুষ স্বভাবতই নিজের প্রশংসা শুনতে ভালবাসে। তাই নিজের সম্পর্কে কিছুই বলতে যাব না। আমার বলা ''আমি'' আর বাস্তবের ''আমি'' এক না ও হতে পারে। প্রতিটা মানুষ চেতন বা অবচেতন মনে নিজেকে সবচেয়ে '' ঠিক '' ভাবতে ভালবাসে।তাছাড়া নিজের ভুল,অপরাধ বা দোষ নিজের চোখে খুব কম ই পড়ে। তাই নিজেকে নিয়ে কিছু বলতে চাইনা। আমার সাথে যারা মিশবে তারা আপনা আপনি আমাকে জানতে পারবে, আমার নিজের থেকে ও ভাল বলতে পারবে আমার সম্পর্কে।

নাভিদ আরমান শিফাত › বিস্তারিত পোস্টঃ

হরেক রকম সাপোর্টার

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪৯

ভারত পাকিস্তান খেলা হলেই আমরা কয়েক ধরনের সাপোর্টার দেখতে পাইঃ
...
১) চোখহীন ভারতঃ চোখহীন মানে “অন্ধঃ, অর্থাৎ অন্ধ সাপোর্টার... আপাত দৃষ্টিতে দুইটা চোখ নিজের থাকলে ও প্রকৃতদৃষ্টিতে এরা অন্ধ! ভারতের প্রতি অন্ধ। ভারতের বিপক্ষে এদের বাপ ও যদি কিছু বলে তাহলে বাড়ি থেকে বাপের ভাত বন্ধ করে দেয় এই প্রজাতি।
...
২) বর্নান্ধ পাকিঃ এরা ও অন্ধ ১ নং এর মত। পার্থক্য শুধু ভারতের জায়গায় পাকিস্তান।
...
৩) Shift ভারতঃ ক্যালকুলেটর এর shift+ log মানে যেমন “Anti log”… তেমনি shift ভারত মানে “এন্টি ভারত... ভারতের বিপক্ষে যদি বাড়মুডা ও খেলে তারপরে ও বাড়মুড়ার জন্য ২-৩ বার গলার ডাক্তারের কাছে যেতে হয় এই প্রজাতির।
...
৪) shift পাকিঃ এরা ৩ নং প্রজাতির মত।... পার্থক্য হল, বারমুডার সাথে পাকি জিতে গেলে গলার সাথে চোখের ডাক্তারের কাছে ও ৩-৪ বার যাওয়া লাগে সৃষ্টির এই জীবের... এদের বয়ান হল, “ মুসলমাম মুসলমান ভাই ভাই, বাকি সব .........”
...
৫) অক্টোপাস সাপোর্টারঃ এই প্রজাতির জীব খেলা শুরুর ১০-১৫ ওভার পর টিভি রুমে যায়। তারপর যে দল ভাল অবস্থানে তার দিকে হয়ে বিপরীত দিকে গুলি ছোড়ে... হটাত আবার সেই দল ভাল অবস্থানে গেলে অক্টোপাসের মত নিজের রঙ বদলিয়ে ফেলে।
...
৬) ধনুক সাপোর্টারঃ এই পাবলিক খেলার আগের রাতে ভারত পাকি বিরোধী স্ট্যাটাস Ready করে রাখে।... এবং খেলার দিন সকাল থেকেই এই দুই দল এর বিরুদ্ধে তীরের মত স্ট্যাটাস ছুড়তে থাকে।
...
৭) ট্যাগার সাপোর্টারঃ সৃষ্টির এই জীব কোন দল পছন্দ করে না।... তবে ফেসবুকে ১ নং এবং 2 নং প্রজাতির টাইমলাইনে গিয়ে সুযোগ বুঝে বিরোধিতা করে... প্রয়োজনবোধে ১ নং গ্রুপ কে আওমামীলীগ এবং ২ নং গ্রুপকে যুদ্ধাপরাধী জামাত বলে ট্যাগ লাগিয়ে দেয়।
...
৮) আতেল সাপোর্টারঃ এই গ্রুপ কার কার খেলা হল তা নিয়ে মাথা ব্যথা নেই... খেলা দেখে বন্ধু যখন রুমে আসে তখন জিজ্ঞাসা করে কে জিতল রে?... ফ্রেন্ডের উত্তর শুনে সুর মেলায়, আমি জানতাম এরাই জিতবে... আমি ও সেই ছোট বেলা থেকেই এদের ঘোরতর ভক্ত।
...
৯) আম পাবলিকঃ ফ্রেন্ডের থেকে যখন শোনে আজ ভারত বা পাকিস্তান জিতেছে... তখন তাদের উত্তর , “ আজ ভারত পাকিস্তান খেলা ছিল?”:-*

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫০

নাভিদ আরমান শিফাত বলেছেন: https://www.facebook.com/N.A.Shifat

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২২

মুচি বলেছেন: সেই দলও আছে যারা বাংলাদেশের সাথে খেলায়ও ভারত অথবা পাকিস্তানকে সাপোর্ট করে। B:-)
ভালো লাগলো। :-B B-))

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩৪

সুমন কর বলেছেন: মজার !

৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫৯

কলাবাগান১ বলেছেন: আজ ভারত পাকিস্তান খেলা ছিল? জানতাম না তো!!!

জানি বাংলাদেশের খেলা বুধবার

৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২০

আরণ্যক রাখাল বলেছেন: হুম

৬| ১৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৮

কঙ্কাল দ্বীপ বলেছেন: ভালো লেখা.... (sorry for late comment) তা আপনি কোন গ্রুপে পড়েন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.