নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাভিদ আরমান শিফাত

-----

নাভিদ আরমান শিফাত

Loading ... ╔════════════════╗ ║█████████████99% ║ ╚════════════════╝ নিজের সম্পর্কে ঢাক ঢোল পেটানো উচিৎ না।যদি এখানে আমি নিজের সম্পর্কে কিছু বলতে যাই,তাহলে হয়তোবা শুধু আমার ভাল দিক গুলোই বেশি বলে ফেলব।কারন মানুষ স্বভাবতই নিজের প্রশংসা শুনতে ভালবাসে। তাই নিজের সম্পর্কে কিছুই বলতে যাব না। আমার বলা ''আমি'' আর বাস্তবের ''আমি'' এক না ও হতে পারে। প্রতিটা মানুষ চেতন বা অবচেতন মনে নিজেকে সবচেয়ে '' ঠিক '' ভাবতে ভালবাসে।তাছাড়া নিজের ভুল,অপরাধ বা দোষ নিজের চোখে খুব কম ই পড়ে। তাই নিজেকে নিয়ে কিছু বলতে চাইনা। আমার সাথে যারা মিশবে তারা আপনা আপনি আমাকে জানতে পারবে, আমার নিজের থেকে ও ভাল বলতে পারবে আমার সম্পর্কে।

নাভিদ আরমান শিফাত › বিস্তারিত পোস্টঃ

তাদের জীবনানুভূতি...

২২ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৩২

দেশের অবস্থাটা এখন এমন , যদি হটাত যদি বাস এক্সিডেন্ট এ ৫০ জন মানুষ মারা যায়, মন্ত্রী মহোদয় দাত কেলিয়ে বলবে, "জনসংখ্যা নিয়ন্ত্রনে এসেছে... আমাদের সাফল্য..."
...
যদি কোন মেয়েকে ‘রেপ’ করার খবর শোনে... বলবে, “ভাল হয়েছে... মানুষ এখন হিজাব আর বেশি বেশি পোষাক পরতে আগ্রহী হয়ে উঠবে... এটা জন সচেতনতা...”
...
যদি কোথাও পারমানবিক বোমা ফেলা হয়, তাদেরই কেউ বলবে, “শীতকালে বোমা ভাল জিনিস... আবহাওয়া গরম রাখে।”...
...
যদি দেশে ভুমিকম্প হয়... “ বাড়ির মালিকদের আরো মজমুত ভিত দিয়ে বাড়ি বানানোর সচেতনতা বৃদ্ধি করতে এই ভূমিকম্প...
আবার যদি ভূমিকম্পে দালান ধসে পড়ে, তাহলে দাত খিলাল করতে করতে সংবাদ সম্মেলন করে বলবে দেশ কে আধুনিক করতে কোণ দূর্বল দালান গ্রহনযোগ্য না... তাই পূরাতন দালান ভেংগে পড়ায় ভাল হয়েছে...
...
লোডশেডিং বেশি হলে বলে উঠবে... ২০৫০ সালের কথা মাথায় রেখে মানুষের এর অভিযোজন ক্ষমতা বাড়ানোর জন্য আমাদের এই লোডশেডিং এর উদ্দ্যেগ... আমরা সফল...
...
যদি খবর আসে, দেশ এর সিকি ভাগ বৈদেশিক আক্রমনে দখল হয়েছে, তারা বলবে, “ভালই হয়েছে এত বড় দেশ চালানো আসলেই কঠিন... এখন ছোট এরিয়ায় জনগনের নিরাপত্তা বৃদ্ধি পাবে... দেশ উন্নত হবে...”
...
বাড়িতে কাজের লোক রাখি পরিশ্রমী আর বিস্বস্ত দেশে, ছেলেমেয়ে পড়ানোর জন্য শিক্ষক খুজি সেরা দেখে, মাছ কিনতে গেলে আমরা কিনি সবচেয়ে ভাল দেখে, বিয়ে করতে গেলে দেখি হাজারটা গুন... শুধু চালানোর জন্য যাচাই করি না গুন...
...
খুব কষ্ট লাগে যখন দেখি প্রতি পরীক্ষার আগে প্রশ্ন ফাসের পর ও মন্ত্রী বলে ওঠে, এবারের পরীক্ষা সুষ্ঠু হয়েছে... ৪০০০ কোটি টাকা খোয়া গেলে ও বলে ৪ হাজার কোটি টাকা কিছু না... সরক দূর্ঘটনায় শত শত মানুষ প্রান হারানোর পর ও যখন দেখি তাদের “জীবনানুভূতি” নিশ্চুপ, তখন মনে হয় জীবনটা সস্তা... একদম পানির চেয়ে ও সস্তা...

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৬

বিজন রয় বলেছেন: তাই তো হচ্ছে।

২| ২২ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:২৪

নাভিদ আরমান শিফাত বলেছেন: হুম . আমরা ও তাই সহ্য করে যাচ্ছি :(

৩| ২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:২০

বন্যলোচন বলেছেন: রঙ্গভরা বঙ্গদেশে স্বাগতম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.