নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের একেক জনের জীবনের এক একটা নির্দিষ্ট বিন্দুতে এসে আমাদের আশপাশে যা হচ্ছে তার উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলি। তখন জীবনের নিয়ন্ত্রন নেয় ভাগ্য। এটাই দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা।
সততার দাম নাই,
অযোধ্যায় রাম নাই;
সৎ হয়ে কাম নাই,
ইনকামে ঘাম নাই।।
মনে আর আশা নাই,
মুখে আর ভাষা নাই;
ক্ষেতে আর চাষা নাই,
কাঁচা ঘর খাঁসা নাই।।
জীবনে প্রাণ নাই,
প্রাণে আর গান নাই;
শিক্ষার মান নাই,
মানবতার টান নাই।।
দুধে আর দুধ নাই,
চালে আর খুঁদ নাই;
ঘুমে আর বুঁধ নাই,
মিথ্যায় খুঁত নাই।।
রাজনীতির নীতি নাই,
সত্যের গতি নাই;
সাম্যে মতি নাই,
মিথ্যার ভীতি নাই।।
কথায় আর যুক্তি নাই,
আন্দোলনে মুক্তি নাই;
প্রার্থনায় ভক্তি নাই,
সত্যে আর শক্তি নাই।।
সত্যের ক্ষয় নাই,
মিথ্যার জয় নাই;
সাহসের ভয় নাই,
সুন্দর বিক্রি হয় নাই।।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৫২
নয়ন বিন বাহার বলেছেন: ধন্যবাদ সুজন ভাই।
২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:২৩
সুমন কর বলেছেন: ছন্দময় এবং ভালো।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১৬
নয়ন বিন বাহার বলেছেন: ধন্যবাদ ভাই।
৩| ০৯ ই মার্চ, ২০১৮ রাত ১০:৩৪
চাঁদগাজী বলেছেন:
শিরোনাম জেনারেইট করার জন্য কোনরূপ সফটওয়ার ব্যবহার করতে হবে?
১০ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৫১
নয়ন বিন বাহার বলেছেন: মৃত্যুর সময় দোয়া এবং দাওয়ায় কোন কাজ হয় না।
©somewhere in net ltd.
১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২৬
Sujon Mahmud বলেছেন: ভালো লাগলো