নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের একেক জনের জীবনের এক একটা নির্দিষ্ট বিন্দুতে এসে আমাদের আশপাশে যা হচ্ছে তার উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলি। তখন জীবনের নিয়ন্ত্রন নেয় ভাগ্য। এটাই দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা।
এমন একজন মানুষ কি আছে?
যার কাছে আছে সকল সমস্যার সমাধান?
অনেক অনেক দিন আগে থেকেই এই মহামানুষকে খুঁজছি।
যেখানে যাই সেখানেই এই মহামুনিকে খুঁজি।
বিভিন্ন জনে জিজ্ঞাসা করি, এরকম মানুষের সন্ধান আপনার নিকট আছে কিনা।
কোথায় গেলে পাব?
তারা আমাকে পাগল ভাবে।
কেউ পাত্তা দেয় না। এড়িয়ে চলে।
কিন্তু...
আমি হতাশ হইনি।
সেই মানুষকে খোঁজা বন্ধ করিনি।
কারন,
তার কাছেই আছে সকল সমস্যার সমাধান।
যে পারে সকল সমস্যার সমাধান দিতে।
যার সংস্পর্শে দূর হবে সকল আঁধার।
ফুটবে আশার আলো্।
তাই আজও তাঁকে খুঁজি।
কেউ যদি তার সন্ধান জানেন...
দয়া করে জানাতে ভুলবেন না।
০৯ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩০
নয়ন বিন বাহার বলেছেন: তাই?
২| ০৯ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৫
উদাসী স্বপ্ন বলেছেন: মো: নিজাম গাজী বলেছেন: ইয়ে মানে বিয়ে করলেই হয়তোবা খোঁজ পেতে পারেন তাহার।।
০৯ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩২
নয়ন বিন বাহার বলেছেন: দেখলাম...
৩| ০৯ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩২
কথার ফুলঝুরি! বলেছেন: নামাজ পড়েন, আল্লাহ্ কে ডাকেন। একমাত্র তাঁর কাছেই আছে সব সমস্যার সমাধান ।
১৩ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:০৫
নয়ন বিন বাহার বলেছেন:
৪| ০৯ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৭
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @এমন একজন মানুষ কি আছে? যার কাছে আছে সকল সমস্যার সমাধান?
নেই। কারণ পৃথিবীর কোন মানুষই পারফেক্ট নয়।
১৩ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:০৬
নয়ন বিন বাহার বলেছেন:
৫| ০৯ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০০
রাজীব নুর বলেছেন: যার টাকা আছে তার কাছে সব সমস্যার সমাধান আছে।
১৩ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:০৭
নয়ন বিন বাহার বলেছেন: টাকা! টাকা!
৬| ১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪০
মো: নিজাম গাজী বলেছেন: লেখক বলেছেন: তাই
হুম তাই।
১৩ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:০৮
নয়ন বিন বাহার বলেছেন: গাজী ভাই,
সতীনের উপর কেউ বিয়ে বসতে রাজী হচ্ছে না।
©somewhere in net ltd.
১| ০৯ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০২
মো: নিজাম গাজী বলেছেন: ইয়ে মানে বিয়ে করলেই হয়তোবা খোঁজ পেতে পারেন তাহার।।