নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের একেক জনের জীবনের এক একটা নির্দিষ্ট বিন্দুতে এসে আমাদের আশপাশে যা হচ্ছে তার উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলি। তখন জীবনের নিয়ন্ত্রন নেয় ভাগ্য। এটাই দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা।
কিছু কথা বলতে নেই।
কিছু কথা শুনতে নেই।
কিছু মানুষ গুনতে নেই।
কিছু মানুষ ভুলতে নেই।
কিছু সত্য জানতে নেই।
কিছু প্রথা মানতে নেই।
কিছু সুরে গাইতে নেই।
কিছু নদী বাইতে নেই।
কিছু মান ভাঙতে নেই।
কিছু মন রাঙতে নেই।
কিছু সময় হারতে নেই।
কিছু সময় জিততে নেই।
কিছু স্বপ্ন দেখতে নেই।
কিছু স্বপ্ন ছাড়তে নেই।
কিছু হাসি হাসতে নেই।
কিছু ভাল বাসতে নেই।
কিছু পথে হাঁটতে নেই।
কিছু ঘাটে ভিড়তে নেই।
কিছু ফুল ছিঁড়তে নেই।
কিছু ভুল করতে নেই।
কিছু কূল ধরতে নেই।
কিছু সুখ নিতে নেই।
কিছু দুঃখ দিতে নেই।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৩
নয়ন বিন বাহার বলেছেন: মহাকাল সব হিসাব চুকিয়ে নিবে!
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৫
নয়ন বিন বাহার বলেছেন: বাকীর খাতা শুন্য থাকুক!
২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৩
হাসান জাকির ৭১৭১ বলেছেন: বাহ!
তবে এস এম ইসমাঈল ভাইয়ের মন্তব্য ভাল লেগেছে!
আরো কিছু বাকি আছেকি???
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৪
নয়ন বিন বাহার বলেছেন: হা হা হা !
ইসমাইল ভাইয়ের মতে কিছু বাকী রাখতে নেই।
৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮
ফেনা বলেছেন: অনেক সুন্দর।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৪
নয়ন বিন বাহার বলেছেন: ধন্যবাদ!
৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫১
মাহমুদুর রহমান বলেছেন: ভালো কবিতা লিখেছেন।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৫
নয়ন বিন বাহার বলেছেন: নেই মাহাত্ম্য!
৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪
বাকপ্রবাস বলেছেন: সুন্দর
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৫
নয়ন বিন বাহার বলেছেন: খুব?
৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০১
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: কিছু মন্তব্য করতে নেই
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৬
নয়ন বিন বাহার বলেছেন: ধরা খাওয়ার সম্ভাবনা প্রবল!
ওদিকে ৫৭ ধারা এখনো বলবৎ!
৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩২
সনেট কবি বলেছেন: বেশ
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৭
নয়ন বিন বাহার বলেছেন: ওয়াও!
৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬
আরোগ্য বলেছেন: কিছু কবিতা লিখতে নেই।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৮
নয়ন বিন বাহার বলেছেন: মনে থাকুক আর প্রাণে ভাসুক!
৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৯
ঢাকার লোক বলেছেন: ভালো লিখেছেন।
কিছু আছে চাইতে নেই !
হাত পেতে নিতে নেই ।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৯
নয়ন বিন বাহার বলেছেন: জগৎটাই তো দেয়া আর নেয়ার সংসার!
১০| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৬
রাজীব নুর বলেছেন: মাথা ঘুরাচ্ছে।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৯
নয়ন বিন বাহার বলেছেন: গরম বেশি নাকি ভাই?
১১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫৯
এস এম ইসমাঈল বলেছেন: মর জ্বালা!আরে ভাই সাব, আফনে বেবাক ডি লেইক্কা হালাইলেন, কিল্লাইগ্যা?কন তো? অহনে আমরা হগগল ব্লগার মিইল্যা যে কি লেহুম, হেইডাই তো বুজবার পারতাছিনা? ওহ এককান কতা, মাগার আফনের পোষ্ট টা কইলাম জবরদস্ত খুবসুরত হইছে। বালা তাইকেন।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৮
নয়ন বিন বাহার বলেছেন:
ভাইজান আপনার কথা হুইনাতো জোশ লাগতাছে। আপনার লগে গল্প করতি পারলি নিজেরে ধন্যি মনে কইরতাম। বালা তাইকেন।
১২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫০
ফারিহা হোসেন প্রভা বলেছেন: সবই যদি কিছু হয় তাহলে অনেক কিসে?
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৩
নয়ন বিন বাহার বলেছেন: অনেক কথা বলার আছে।
অনেক কথা ভাবার আছে।
অনেক স্বপ্ন দেখার আছে।
অনেক পথে যাবার আছে।
অনেক মানুষ দেখার আছে।
অনেক ভাল করার আছে।
অনেক কিছু পাওয়ার আছে।
অনেক কিছু দেওয়ার আছে।
অনেক অনেক ভালবাসা
অনেক অনেক মন্দ বাসা!
১৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১১
ফারিহা হোসেন প্রভা বলেছেন: চমৎকার! শুভকামনা রইলো।
আমার ব্লগ ঘুরে আসবেন কিন্তু।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫৮
নয়ন বিন বাহার বলেছেন: যদি চাও আরও অনেক
দিতে পারি শত খানেক
অনেক কিছুর ভীড়ে, অনেক
হারিয়ে গেছে, পাইনি বারেক
অনেক কথা হাজার জনেক
দিছে আমায়, দেয়নি মন এক
আরও অনেক ফুল ফুটেছে
সুবাস ছড়ায় মন লুটেছে
অনেক মনে সুর পেয়েছে
অনেক সুরে তাল কেটেছে
অনেক পথে যাইনি আমি
অনেক গান গাইনি আমি
অনেক ভাল বাসতে তুমি
অনেক স্বপ্নে কপোল চুমি
শুধরে নিতাম ভুল হরেক
পেতাম যদি জিবন চারেক
অনেক আশায় অনেক জিবন
ভাসে ভেলায়, দখিন পবন।
ব্লগে ঘুরে আসলাম। চমৎকার! খুব ভাল সূচনা।
তবে যেটুকু বুঝলাম, আপনার ইন্টারমিডিয়েট চলছে(?)। এসময় বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া এবং খুব ভাল রেজাল্ট করার জন্য প্রস্তুত হওয়া দরকার। তাই পরামর্শ রইল, ভার্চুয়ালি সময় একটু কম দেয়াই ভাল হবে। কারন এই সময়টা খুবই টাফ। এখন নিজেকে প্রস্তুত করতে না পারলে সারাজীবন আফসোস করতে হবে।
Please don't take it otherwise. Be Happy.
by the way,
ফেসবুকে কি রিকোয়েস্ট পাঠানো যাবে? (ইন্ট্রোতে আইডি দেখলামতো, তাই)
ধন্যবাদ, নিরন্তর!
©somewhere in net ltd.
১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৮
এস এম ইসমাঈল বলেছেন: কিছু বাকী রাখতে নেই