নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হ য ব র ল

বুদধি থাকলে ঘর জামাই থাকতে হয় না..লুল

ব্যস্ত বেকার

আমি একজন লুজার

ব্যস্ত বেকার › বিস্তারিত পোস্টঃ

আমার গারলফ্রেন্ড এর বিয়া হয়ে যাওার পর ফেসবকে পাথানো আমার সেস মেসেজ্‌------- ঃ(

০৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:৩৬

জানিনা আমার গারলফ্রেন্ড মেসেজটা দেখবে কি না..............খুব কষ্ট লাগে যখন চিন্তা করি আমি একজন কে এত ভালবাসি অথচ কেও জানল না, বুঝল না।এমন কি যাকে বাসি সেও না।বুঝলে তো আর আমাকে ছেরে যেত না।আপনাদের সাথে কেন শেয়ার করছি তাও জানি।



হুবহু তুলে দিলাম নিচে





amar sobche boro koshto.....sobche boro jeta theke ami konodino mukti pabona sheta hochche j tmi bujhlana j ami tmk ki poriman love kori???tmi jotoi bolo bujho...but tmi bujho nai..proman hochche ekta manush r 1ta manushke kotota love korle konovabei chere jawa possible na...konovabei na...1bar chinta kora dekho....tmi jokhon parco tar mane tmi bujhonai....jodi na chaira jete parta tahole bujhtam tmi parco coz bujhle tmr shei shokti thakto na amk chere jawar.ami jotovabei boli tmi konodino bujhbana ami tmre kotota love kori.tobe tmi jotoi khushi how na ken jibone....ei dike tmr kopal ta kharap j amr ei love ta tmi feel korte paronai.asholei kharap.coz ami mone kori ami jodi bujhtam amre kew emon vabe love kore take chere jawar khomota amr thaktona.tmr eta chinta kora on1 koshto pawa uchit.but problem ta hochche tmr jototuku koshto pawa uchit tar che onk beshi koshto paiteci eita chinta koira tmi ken bujhonai.jodio eta amr pawa uchit na tarporo sobsomoy paiteci.ami j ki poriman koshto paiteci r sarata jibon peye jabo eta tmi chinta korte parbana.....tmr eta bujharo khomota nai....khali ami bujhi koto koshto.



aro j jinishgula amre aro beshi koshto dei j tmi amr kono khojkhobor porjonto new nai....amr sob jainao...tmi amre thokaite parla!!!!! j sarakhon khali boila gece amke thokaio na....amr sathe rag jid dekhaite parco r karo sathena.....tmr sathe amr last time kotha howar shomoy tmi emon 1ta kotha bolo nai jeta thika ami 1tu shanti ba shantona pabo....tmi chinta koira dekho....ami ei achoron deserve korina....ami 1ono tmr call er opekhai aci...sarajibon thakbo.



goto friday te exam dite firmgate gecilam.... jei sob jaigai daraia ami tmr jonno wait kortam shei jaigai daranor por ami chokher pani atkaite parini.....koshte amr kemon j lagcilo shei onuvuti tmi bujhbana....r konodino ami darabo na....ami wait o korum na r tmi ashbao na...



janina tmi konodino msg ta dekhba kina...goto 8/9 month tmi amre jei koshto dico r jei kharap achoron korco sheta na kora 1 baro jodi amr kotha bujhta/ektu shunta/ektu importance dita amr kotha gular taile ajk amr r eirokom omanushik koshto pete hoyna.ami tmre morar uge porjonto maf korum na coz ami morteo chaicilam tmr kole matha rekhe....morar uger echchatao jokhon amr puron hylona...ami tmre maf korte parbona.etobar bolci ken amr kothar shamanno ektu gurotto dilana???.



keno ami eto koshto pai???may be truly tmk eto beshi porimane love korar jonne.....dukhkho nei sharajibon kadte hobe bole...dukhkho 1tai tmi bujhlana.......



মেসেজ টা দেয়ার কারন আমকে কেও চিনেন না।আপ্নারা লেখা টা পরে মজা করতে পারেন।হাশ্তে পারেন।আমার জীবন টাই হয়ে গেছে হাস্যকর।দোয়া করবেন আমার জন্যে সবাই।

মন্তব্য ৩২ টি রেটিং +০/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:৪১

ঢাকাবাসী বলেছেন: বাংলা ইংরেজী দুটোরই ভাষাজ্ঞান ঠিক করুণ। খুবই করুণ অবস্হা।

০৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:৪৯

ব্যস্ত বেকার বলেছেন: আমার মতই আমার ভাষার অবস্থাও করুন।দুখিত।আমি বাংলা টাইপ জানিনা আর ইংলিশ টা বাংলায় পরার ট্রাই করে দেখতে পারেন।কারন বাংলা ইংলিশ শব্দ ব্যবহার করে লিখলে এমনি হয়া উচিত।

২| ০৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:৪৮

পুদিনা পাত০০৭ বলেছেন: ব্যক্তিগত বিষয় ব্লগে প্রকাশ না করাটাই ভালো।

০৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:৫১

ব্যস্ত বেকার বলেছেন: ঠিক বলেছেন কিন্তু খুবি লনলি ফীল করাতে এতা করেছি।

৩| ০৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:৫৭

নিয়ামুল ইসলাম বলেছেন: go ahead bro....dnt stop ur life for any one who have no care of u....
keep u bg all time u dnt need to memories any such person.
WISH U ALL THE BEST

০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:০২

ব্যস্ত বেকার বলেছেন: ধন্যবাদ ভাই। দোয়া করবেন জাতে ভুলতে না পারলেও অন্তত এর থেকে বের হয়ে আশ্তে পারি

৪| ০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:০৩

বাউন্ডুলে তিতাস বলেছেন: ভাই নতুন কাঊরে নিয়ে নতুন করে জীবনটা আবার শুরু করেন। যে যাবার সে তো গেছে মন খারাপ করে লাভ নেই।

০৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:৫২

ব্যস্ত বেকার বলেছেন: ভাই, টাক বেল তলাই ১বারি জায়।।

৫| ০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:০৫

সবুজ মহান বলেছেন: কাইন্দেন না ব্রাদার :(( :((

৬| ০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:০৮

ব্যস্ত বেকার বলেছেন: মন্তব্ব নাই

৭| ০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:১২

মাহবু১৫৪ বলেছেন: কোন ব্যপার না ভাই। ভেঙ্গে পরবেন না এতটুকুতেই।

সময় চলছে আপন গতিতে দ্রুত। তাই আপনাকেও ছুটতে হবে সময়ের সাথে। মনে রাখবেন যে আপনার জীবন থেকে চলে গিয়েছে সে আপনার কোনদিন ও ছিল না। এই দুনিয়াতে বাবা মা ছাড়া আপন কেউ নেই। তাই বাবা মা কে মনে প্রাণে ভালবাসুন। উনাদের জন্য কিছু করার চেষ্টা করুন। দেখবেন এর থেকে সুন্দর কাজ আর নেই; এটাই মনে হবে আপনার একটা সময় পর। একটা অন্যরকম তৃপ্তি আসবে মনে।

শুভকামনা আপনার জন্য

৮| ০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:২২

তামিম ইবনে আমান বলেছেন:
এভাবে বেঁচে থাকার কোন মানে হয় :(( :(( :(( :((

৯| ০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:২৭

আমি তুমি আমরা বলেছেন: যে যাবার সে তো গেছে

১০| ০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:৩১

ভিয়েনাস বলেছেন: শুভ কামনা রইলো।

১১| ০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:৫২

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:

Fuck da loving rule ভাই -jst move on ahead :) forget all memories what drive you pain :) remember those memories which make u smile :)

ভাই মুভ অন --- গো এহেড !! খুবই সহজ যদি আপনি ভাবেন -- যদি আপনি ভাবেন যে কঠিন -- তবে পৃথিবীর কেউ সহজ করে দিতে পারবে না !!

১২| ০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ২:১৭

ছণ্ণছাড়া যূবক বলেছেন: সব ঠিক হয়ে যাবে, চিন্তা কইরেন না। আমি জানি, আসলেই আপনি কাটায় উঠতে পারবেন। যখন কাটিয়ে উঠবেন তখন নিজের মনেই হেসে ফেলবেন। এরকম পরিস্থিতি আমি ছাড়া আমার পরিচিত আরো অনেকেই ফেইস করছে। কিন্তু আমরা সবাই এখন যে যার জায়গা মত আছি সব ভুলে। আর ভালো কথা, যাকে উদ্দেশ্য করে লিখেছেন মানে আপনার গার্লফ্রেন্ড; সে কখনোই আপনাকে ভুলতে পারবে না যতদিন না আপনি তাকে ক্ষমা করবেন। আর হ্যা, আপনি নিশ্চিত থাকেন যে সে আপনার কাছে এসে ক্ষমা চাইবে তার ভুলের জন্য, এমনকি পরবর্তিতে ব্যাকও করতে চাইতে পারে। ভাবছেন, আমি কিভাবে এত নিশ্চিত হয়ে বলছি? ভাই, যেদিন এগুলো ঘটবে সেইদিন না হয় আমাকে জিজ্ঞাসা কইরেন। আজকে না। সান্তনা মনে হলে ভুল হবে। আমি কাউকে সান্তনা দেই না। আপনার এই লিখা পড়ে আপনার মনে অবস্থাটা বুঝে এই সত্য কথাগুলো আর না জানিয়ে থাকতে পারলাম না, তাই এইভাবে লিখলাম। বিশ্বাস করা না করা আপনার ব্যপার। ভালো থাকুন। :)

০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:২২

ব্যস্ত বেকার বলেছেন: ধন্যবাদ ভাই।খুব ভাল বলেছেন।আপ্নি যেমন বলেছেন তেমনি জেন হয় এই আশাই রইলাম।

১৩| ০৬ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:৪৮

তানিম১৯৮২ বলেছেন: Jibonta ekhono porei ase apnar bhai... cheer up... jibon theke kisu ekta chole gese... eita apnar na... taar shomoshsha... shey pare nai apnake bujhte.

But life moves on anyway... All the best for a good life ahead brother... :)

১৪| ০৬ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:৫০

তানিম১৯৮২ বলেছেন: ছণ্ণছাড়া যূবক bhai is right. Hoileo hoite pare.

১৫| ০৬ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:৫০

অনিমেষ রহমান বলেছেন: ভুলে যাবে বলেইতো মুনে রাখার এতো আয়োজন।
:)

১৬| ০৬ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:৫৭

সালমাহ্যাপী বলেছেন: একটা কথা কি ভালোবাসার মানুষটা যখন কাছে থাকে তখন তার মর্মটা বুঝা যায়না আর চলে গেলে তখন হা হুতাশ করে!!

বাই দ্যা ওয়ে যে চলে যাবার সে চলেই যাবে।

এর জন্য জীবন কে থামিয়ে রাখার কোন মানেই হয়না।

নতুন করে পথ চলা শুরু করুন। দ্যাটস ইট :)

০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:২৪

ব্যস্ত বেকার বলেছেন: একদম ঠিক বলেছেন হ্যাপি।

১৭| ০৬ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:০২

সুদীপ্ত কর বলেছেন: যে গেছে তার জন্য এত আফসোস করে লাভ নাই। নিজের জীবন রানিঙ রাখতে হবে। বাদ দেন সবকিছু। যে আপনার আবেগকে পাত্তা দেয় নাই তাকে এত পাত্তা দেয়ার কিছু নাই।

আশা করি খুব দ্রুতই সবকিছু সামলে উঠবেন। ভাল থাকবেন।

১৮| ০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:৩১

কন্সট্যান্ট শেখ বলেছেন: What is Love?!
Cnfsd!!

১৯| ০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:০৯

বেসিকালি সেটা বলেছেন: If someone wants to leave let them go.. THink ur destiny were never tied anybody who leaves. . It doesnt mean that they are bad. Its just mean that ur part of their life is finished. . .CHeer up. . .এক সময় এইরকম একটা দুঃখ আমিও পেয়েছিলাম।কিন্তু এখন যাকে পেয়েছি সে আগের জন এর চেয়ে অনেক ভালো।আমার তো মনে হয় যে চলে গেছে তার সাথে যদি আমার কিছু হত তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যেত।শুদু কষ্ট পেতাম।
এইটা কোন ব্যাপার না ব্র।ভুলে যান তাকে।নতুন কাউকে এইবার পছন্দ করে তাকে নিয়ে সুখী হন।আমি গ্যারান্টি দিচ্ছি অতীত ভুলে যাবেন।. . . . ..
So cheer up man. . .

২০| ০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:২২

ব্যস্ত বেকার বলেছেন: আমার কষ্ট টাই ত এটা যে সে কেন গেল??? জাতে সে না জাই তার জন্ন্য জা জা করা দরকার তার সবি ত আমি করেছিলাম। তাকে অফুরন্ত ভালবেসেছিলাম।এতোটা যে এই দুনিয়াতে কেও কাউকে করেছে কিনা সন্দেহ।আমার দুনিইয়াটা অনেক ছোট আর এর পুরোটা জুরেই শুধু ও ছিল।পুরোপুরি অনেস্ট ছিলাম।এমঙ্কি রাস্তা ঘাটে অন্ন কোনো মেয়েদের দিকে তাকাতাম পর্যন্ত না।তাহলে এমনটা কেন হলো আমার সাথে????এই প্রস্নের উত্তর কে দিবে আমাকে?????

২১| ০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:২৫

উদাস যুবক বলেছেন: শুধু মাত্র পোস্টে মন্তব্য করার জন্য লগ ইন করলাম। যদি আমার ১টা কমেন্ট আপনাকে কিছুটা শক্তি যোগায়!!!
গীতার একটা বানী পরেছিলাম যার ভাবানুবাদ এরকম- "হারিয়েছ বলে ব্যাকুল হয়েছ কিন্তু ১টা বার কি ভেবে দেখেছ তুমি পৃথিবীতে কি নিয়ে এসেছিলে??যা হারিয়েছ ভেবে আজ কাঁদছ তা কি কখনই তোমার ছিলো??"

শুভকামনা রইল।

০৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:৪৭

ব্যস্ত বেকার বলেছেন: শুভ কামনার জন্যে ধন্যবাদ।হয়তো আপনাদের সবার কথা ঠিক।একদিন তাকে আমি ভুলে জাবো,কিন্ত আমি এখন যে কষ্ট পাছছি সেটা কেন পাছছি???আমি কষ্ট পাওয়ার মত এমন কি করছি???এখন যে কষ্টটা পাছছি সেটা তো আমি ডিসারভ করিনা।তাকে ভুলে গেলেও যে কষ্টটা আমি পাছছি সেতা কোনোদিনও ভোলা সম্ভব না।

২২| ০৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:৫৬

চানাচুর বলেছেন: পড়ালেখা করেন ঠিকমতো। পড়ালেখা করলে মন ভালো থাকবে :) আর যদি মনে করেন এভাবেই থাকবেন, তবে এভাবেই থাকতে হবে :)

০৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:৩৪

ব্যস্ত বেকার বলেছেন: এভাবে থাকতে না চাইলেও আমাকে সারাটা জীবন মে বি এভাবেই থাকতে হবে।

২৩| ০৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:৫৭

সেচ্ছাসেবক বলেছেন: welcome to the party bro ... better luck next time ...

০৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:১৫

ব্যস্ত বেকার বলেছেন: আই ডোন্ট নিড এনি নেক্সট টাইম।আই এম হ্যাপি টু বি এলওন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.