নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলছি সেদিকে, যেখানে যেতে হবে

http://nazirul.yolasite.com/

নাজিরুল হক

কম্পিউটার তো মাইনসেই বানাইছে পেশা: ঠেলাগাড়ী চালানো অবসর সময়ে গান শুনি, বই পড়ি, বিভিন্ন ব্লগে চক্কর মারি। রিয়াদ- সউদি আরব [email protected]

নাজিরুল হক › বিস্তারিত পোস্টঃ

চাপাবাজি-০১ "কয়লা ধুইলে ময়লা যায় না"

০৫ ই অক্টোবর, ২০০৭ রাত ১০:১৩

অনেক দিন আগের কথা। ভারতের কেরালাপ্রদেশের একলোক বাংলাদেশে এসেছিল চাকরী করতে। নাম ছিল তার কইল্লা। এটা ছিল ওর ডাক নাম। পুরো নাম হলো মাহমুদ হোসেন কইল্লা ।



তো একদিন কইল্লা অসুস্থ হয়ে বিছানায় পরে আছে। তার সেবা করছে আবুল কালাম। কইল্লা যে অফিসে কাজ করতো সে অফিসের বস এসেছে কইল্লাকে দেখতে। বস দেখলো কইল্লার মুখে, হাতে গায়ে কালো কালি মাখা।



রেগে বেগে আবুল কালাম কে বস জিজ্ঞাসা করলো ওর গায়ে ময়লা কেন? ধোইয়ে কেন দিলে না? আবুল কালাম ছিল গায়ের পোলা তাই শুদ্ধ করে কইল্লার নামটা বলতে পারতো না। সে বললো "স্যার কয়লা ধুইলে ময়লা তো যায় না'



কইল্লা সেদিন দেয়ালে রং দিচ্ছিল চেয়্যারে দাড়িয়ে। চেয়্যার থেকে বেকায়দায় পরে গিয়ে কোমর ভেঙে অসুস্থ হয়ে গেল। রং গুলো উঠাতেও সময় পাইলো না। এর আগেই বিছানায় পরে গেল।



কালক্রমে সেই কথাটা অন্য দিকে মোড় নিয়েছে। এখন মানুষ এই কথাটা কারো স্বভাবের দিকে ইংগিত করে থাকে। কাউকে কোন কিছু বার বার বলার পরেও না শুনলে এই উক্তিটি করে থাকে।

......................................................................................

......................................................................................

প্রিয় ব্লগার বৃন্দ। আপনারাও এরকম গল্প বানাতে পারেন এবং তা লিখতে পারেন মন্তব্যের ঘরে। তবে বিষয়টা থাকতে হবে "কয়লা ধুইলে ময়লা যায় না"



দেখি কে কতটুকু চাপা মারতে পারে।

মন্তব্য ১৪ টি রেটিং +৮/-৩

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০০৭ রাত ১০:১৬

শিলা বলেছেন: আপনারা উদ্দেশ্যটা আগে খোলস মুক্ত করুন। পরে না হয় অরেকটা ৫ দেবো।!!!!!

২| ০৫ ই অক্টোবর, ২০০৭ রাত ১০:১৮

নাজিরুল হক বলেছেন: উদ্ধেশ্য তেমন কিছু না। একটু গা ঝাড়া দেয়ার ব্যাবস্থা করছি।

৩| ০৫ ই অক্টোবর, ২০০৭ রাত ১০:১৯

এরশাদ বাদশা বলেছেন: নাজিরুল ভাই, চাপা তো দেখি ভালোই মারতে পারেন! যাহোক, এটাও একটা গুন, আর এর জন্য ৫

৪| ০৫ ই অক্টোবর, ২০০৭ রাত ১০:২০

চতুরভূজ বলেছেন: ৫
ভালো লিখেছেন তো!

৫| ০৫ ই অক্টোবর, ২০০৭ রাত ১০:২২

নাজিরুল হক বলেছেন: চাপাবাজির ট্রেনিং নিচ্ছি @ এরশাদ।

৬| ০৫ ই অক্টোবর, ২০০৭ রাত ১০:৩৭

ফখরুদ্দীন বলেছেন: চাপাবাজি-০২ দেন। ভালই হইছে।

৭| ০৫ ই অক্টোবর, ২০০৭ রাত ১০:৩৭

শিলা বলেছেন: তারপর কি শ্লোগান দেবেন 'আমরা কারা চাপাবাজ', ওরা কারা -চাপাভাঙা'। হি: হি:
মনে কষ্ট পেলে মুছে দেবেন।

৮| ০৫ ই অক্টোবর, ২০০৭ রাত ১০:৪১

.গন্ডার. বলেছেন: """এখানে যদি অ-তে পড়ানো হয়, অ-তে অজু করা আর আ-তে আযান দেওয়া। তাহলে শিশুরা ইসলাম সম্মন্ধে জানতে চেষ্টা করবে, আর শিখবে ভাল কিছু।"""

ইসলামী শিক্ষা চাপামারা(মিত্যা কতা) সমপর্কে কি বলে নাজিরুল ভাই একতু বলবেন কি

৯| ০৫ ই অক্টোবর, ২০০৭ রাত ১০:৪৭

নাজিরুল হক বলেছেন: গন্ডার, তুমি আগে মানুষ হইয়া আস তার পর বুঝতে পারবে এটা চাপাবাজি নাকি একটা বাক্যের বিশ্লেষন।

শিলা, আপনার মন্তব্য পরে মনে হচ্ছে পুরনো কোন ব্লগার নতুন নিকে।

১০| ০৫ ই অক্টোবর, ২০০৭ রাত ১১:০৩

হতবাক বলেছেন: চাপাবাজি তো ভালই মারলেন।

১১| ০৬ ই অক্টোবর, ২০০৭ রাত ১:১৪

আহমেদ শারফুদ্দীন বলেছেন: আরে কইল্লা তো কয়লার খনিতে কাম করতে গিয়া এই দসা হইছিল...... চাপা কম মারেন মিয়া !!!!
-----

১২| ০৬ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:৪০

শিলা বলেছেন: 'শিবিরে শিবিরে ভীষণ বিভক্ত আজি বিপন্ন
মানুষ '-----শামসুর রাহমান

১৩| ০৬ ই অক্টোবর, ২০০৭ রাত ১১:০০

নাজিরুল হক বলেছেন: কবি শামসুর রহমান ঠিকই বলেছেন। @ শিলা

১৪| ০৭ ই অক্টোবর, ২০০৭ রাত ৩:০৩

এরশাদ বাদশা বলেছেন: মানে কি, নতুন বোতলে পুরোনো মদ? নাজিরুল ভাই> শিলা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.