নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ নাজমুল হাসান [নাজমুল]

স্বপ্ন থেকে বাস্তবকে বড্ড ভালোবাসি আমি.......

মোঃ নাজমুল হাসান [নাজমুল] › বিস্তারিত পোস্টঃ

বৈঠাবিহীন মাঝি (কবিতা)

০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:১০

বৈঠাবিহীন মাঝি
- মোঃ নাজমুল হাসান
-----------------------------

আমি আজ এক শিরোনামহীন কবিতা,
জানিনা কোথায় খুজে পাবো মোর ঠিকানা!
সুখের প্রহরে আপন ছিলো যাহারা,
দুঃখের নিশীথে নেই পাশে কেউ আজ তাহারা!
যখন পৃথিবী উন্মুখ হয় আজ করিতে জোৎসনা স্নান;
তখন আমি নিভু তারাদের সাথে গাহি বিশাদের গান!
জ্বোনাকি আমার হয়েছে আপন, আঁধার ভীষণ প্রিয়
হুতুম পেচার শঙ্কা জাগানো ডাকটা লাগে যে ভালো।
কাশবন মাঝে আশ্রিত শেয়াল দলের গর্জিত হুঙ্কার;
সেই বন চিরে যাত্রা আমার এখন, মনে নেই কোন সংশয়!
আঁধার ঘেরা এই দীঘল পথটা কে জানে কতটা বাকি?
আপনার ছায়াটাও তাই সরেছে দূরে, কেহ নেই মোর আজ সাথী!
কূলহীন এই সংসার দরিয়ার আমি এক বৈঠাবিহীন মাঝি;
সেই ছোট্ট তরী ডুবুক-ভাসুক, তাতে যায়-আসে কার কতখানি?

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৩১

আমি মিন্টু বলেছেন: ভালো লাগল কবিতা । :)

০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০৯

মোঃ নাজমুল হাসান [নাজমুল] বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা নেবেন ...

২| ০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২৯

অশ্রুত প্রহর বলেছেন: কবিতার নামটি অনেক সুন্দর। :)

০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৩

মোঃ নাজমুল হাসান [নাজমুল] বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

৩| ০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৫

সুমন কর বলেছেন: কূলহীন এই সংসার দরিয়ার আমি এক বৈঠাবিহীন মাঝি;
সেই ছোট্ট তরী ডুবুক-ভাসুক, তাতে যায়-আসে কার কতখানি?


সুন্দর !

০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৪

মোঃ নাজমুল হাসান [নাজমুল] বলেছেন: শুভেচ্ছা। ভালো থাকবেন।

৪| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫২

রক্তিম দিগন্ত বলেছেন: সেই ছোট্ট তরী ডুবুক-ভাসুক, তাতে যায়-আসে কার কতখানি?

আসলেই কারো কোন কিছুই যায় আসে না তাতে।

চমৎকার ভাবে এইটাই ফুঁটে উঠলো কবিতায়। ভাল লাগল অনেক। +

০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৬

মোঃ নাজমুল হাসান [নাজমুল] বলেছেন: অসংখ্য ধন্যবাদ। শুভেচ্ছা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.