নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাজমুল হাসান তারেক

ব্লগ সাম্রাজ্যে বিচরণ করতে চাই।

নাজমুল হাসান তারেক › বিস্তারিত পোস্টঃ

ক্ষণিকের অতৃপ্তি অসীম তৃপ্তি

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫২

ইদানিং হঠাৎ হঠাৎ জ্বর আসে সাথে থাকে প্রচন্ড মাথা ব্যাথা। কি কারণ, কেনই বা এমন অস্বস্তি জানি না, বুঝি না, কারণও খুজে পাই না। আমিও তো একটা মানুষ। কি এমন দোষ আমার। খালি খুজে প্রশ্ন পাই, উত্তর আর পাই না। এভাবে আর হচ্ছিল না। আমি একটু সচেতন হলাম। কম বেশি সবাই বলে দেশের মোট জনসংখ্যার সিংহ ভাগই নাকি ডিগ্রিসহ নতুবা ডিগ্রি ছাড়াই ডাক্তার। একটু অসুখের কথা কারো কাছে শেয়ার করলেই হয়। যাদের যাদের কাছে শেয়ার করবেন প্রত্যেকের কাছ থেকে একেক রকম চিকিৎসা সম্পর্কে জানতে পারবেন। আরো জানতে পারবেন নানা রকম ঔষধের নাম। সত্যিকারের ডিগ্রিধারী এক ডাক্তার বন্ধুকে ফোন করে সব খুলে বললাম। সে জানালো এটা নাকি ভাইরাস জ্বর। ঋতু পরিবর্তন এর জন্য দায়ী। সে আরো জানালো তারও নাকি একই অবস্থা। আপাতত কিছুদিন শুধুমাত্র NAPA extend সেবনের পরামর্শ দিল আর সাথে জুড়ে দিল কিছু স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক পরামর্শ/টিপস। এরপর মোকাবেলা করতে ব্যর্থ হলে এন্টিবায়োটিকের সরণাপন্ন হতে বলল।

যেই কথা সেই কাজ। হাতে তুলে নিলাম NAPA extend আর গ্লাস ভর্তি পানি। টপ করে পানির সাথে মুখে পুরে গিলেও ফেললাম। কিছু সময় অতিবাহিত হবার পর আস্তে আস্তে স্বস্তি ফিরে পেতে লাগলাম, জ্বর জ্বর ভাবও কেটে গেল, মাথা ব্যাথাটাও নেই। অবশেষে ওদের দমন করতে সক্ষম হলাম।

কিন্তু মামুরা অনেক বুদ্ধিমান। যেই সময়টাতে আমি NAPA extend বিহীন থাকি সেই সিডিউল দেখে দেখে আবার আমাকে জব্দ করতে শুরু করল। যেমন-

১। যখন আমি বাসার বাহিরে থাকি।

২। যখন আমার কাছ থেকে ফার্মেসি ও NAPA extend এর অনেকটা দুরুত্ব।

৩। কাজের ব্যস্ততা।

৪। একবার NAPA extend খাবার পর পরের বার খাবার ব্যবধানটা যখন অনেক সময় ইত্যাদি।

আমিও কি কম চতুর। কাউকে ছাড় দেবার পাত্র আমি নই। কথায় আছে, 'ওস্তাদের মাইর নাকি শেষ রাইতে'। বুদ্ধি কইরা আজ সারাদিন পকেটে একটা NAPA extend নিয়া ঘুরছি। সেই ভয়ে জ্বর ও মাথা ব্যাথা মামা কাছ দিয়াও যায় নাই।

হু হু হা হা হা.........।।

পরে আর এন্টিবায়োটিকের সরণাপন্ন হয়েছিলাম কিনা মেমরি থেকে মনে করতে পারছি না এমনকি রিস্ট্যার্ট দিয়াও না।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১০

যুগান্তকারী পদক্ষেপ বলেছেন: নাস্তিক বগ্লার রাজীবের জানাজায় যারা অংশ নিয়েছেন তারাও দোজখে যাবে। কারণ কাফিরের কোন জানাজা নেই । এটা শুধু মুসলমানদের জন্য । কাফিরের লাশ টা আগুনে পুড়ানো দরকার ছিল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.