নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মহাখালী ফ্লাইওভারের নীচের পিলারের সাথে বেশ কয়েকটি বিজ্ঞাপন প্রতিদিনই চোখে পড়ে। দিনে অন্তত একবার! ডায়মন্ড বিক্রেতাদের বিজ্ঞাপন।
এ সব বিজ্ঞাপনকে কোনোভাবেই শালীন বলা যাবে না। নারীর শরীরের রোশনাই জালিয়ে পণ্য বিক্রেতারা মানুষকে আকৃষ্ট করতে চান। তার একটা ডায়মন্ড ওয়ার্ল্ড। তাদের বিল বোর্ড দেখলে মনে হয় হীরার গয়ণা শরীরে চড়াতে হলে গা খুলতে হবে। দেখাতে হবে শরীরের স্পর্শকাতর অংশ। এটা কি ঠিক!
হার পরলে তা গলায় পরবে, দুল কানে, চুড়ি পরলে হাতে। এ সব স্থানে এর ভালো বিজ্ঞাপনই করা যায়। কিন্তু ডায়মন্ড ওয়ার্ল্ড তাদের বিজ্ঞাপনে যা দেখাচ্ছে তাকে কোনো ভাবেই শালীণতার আওতায় আনা যাবে না।
এ ধরণের নগ্ন বিজ্ঞাপন বন্ধ হওয়া দরকার। কারণে এ সব সব বসয়ী মানূষ এক সাথে দেখতে পারেন না।
ইদানিং দেখছি তাদের দেখাদেখি ভাসাবিও একই রকমের বিজ্ঞাপন করছে।
এখনই এর নিয়ন্ত্রণ না করলে সামনে কোনোভাবেই এ ধরণের বিলবোর্ডের সংখ্যা বৃদ্ধির চেয়ে কমবে বলে মনে হয় না।
১৯ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৫১
মোরতাজা বলেছেন:
২| ১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩১
১১স্টার বলেছেন: নগ্ন বিজ্ঞাপন বন্ধ হোক
৩| ১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৭
নারিকেল-জিন্জিরা বলেছেন: নগ্নতা বন্ধ করা দরকার
৪| ১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৯
s r jony বলেছেন:
আমিও প্রতিদিন দেখি।
আগে ঐ এক কম্পানির অন্য এড ছিল,
যাতে এর থেকে কম শরীর দেখা যেত। তখন কেউ প্রতিবাদ করেনি বলেই গত মাস থেকে এই নতুন গুল দিছে।
৫| ১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪২
s r jony বলেছেন: এই জাতীয় মিডিয়ার কাছ থেকে নারীকে "শ্রদ্ধা" করতে না শিখে,
আমাদের নতুন প্রজন্ম নারীকে "পন্য" হিসেবে দেখতে শিখছে।
এগুল বন্ধ করা দরকার।
৬| ১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৫
উড়ন্ত বিলাই বলেছেন: আহা! এটাই তো ডিজিটাল বাংলাদেশ. !!!!!
৭| ১৩ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬
দি সুফি বলেছেন: এরা নারী স্বাধীনতার নামে, নারীকে ধীরে ধীরে পণ্য বানিয়ে ফেলছে।
©somewhere in net ltd.
১| ১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৫
ফ্রিঞ্জ বলেছেন: বলেন কি! জ্যামে পইড়া বইসা থাকলে ওগুলার দিকে তাকায়া হালকা বিনোদন লাভ করি। আপনি দেখি তাও বন্ধ করার তালে আছেন! (লুল ইমো হইবে)