নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাকে অনেকে জিজ্ঞেস করেন, যে রকম পোশাকের কথা আপনি বলেন, এগুলো কি কেউ পরে। গতকাল সাক্ষাৎ তা অনেককে দেখেয়ে দিলাম। ঘরে পরা পোশাকে দুই তরুণীর দেখা মিলল বঙ্ঙ্গপোসাগরের বুকে ভেসে চলা প্রমোদতরী কেয়ারী সিন্দাবাদের সামনের ডেকে। ওরা ছেলে বন্ধুদের সাথে গঞ্জিকা সেবন করছে। দেখে খারাপ লাগছিল। কারণ গঞ্জিকার উৎকট গন্ধটা আমার সয় না।
তার ওপর মেয়ে দুইটার খোলামেলা পোশাক। পর্যটকরা সবাই হুমড়ি খেয়ে পড়ে অবস্থা। ওরা ক্যামেরাবন্ধি হচ্ছিল । তাদের কোনো বিকার দেখলাম না। কিন্তু এটা আমাদের সমাজ সয়ে যাচ্ছে। সমুদ্রে গেলে আমাদের কিশোরী, তরুণী কিংবা তরুনী বধুদের পোশাকে শালীনতার অভাব থাকে। এ অভাব সবাই সচেনতন ভাবে করেন, তা কিন্তু নয়। অনেকে না জেনেও করেন। কাল যাদের দেখলাম তাদের দেখে তা মনে হলো তারা সচেতনভাবেই করছেন।অনেকে হয়ত এটা মানতে চাইবেন না। তবে আমি যেহেতু ঘটনাস্থলে ছিলাম, আমি নিশ্চিত করে বলতে পারি।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩২
মোরতাজা বলেছেন:
২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৫
চ।ন্দু বলেছেন: সত্যি বলতে কি মেয়েরা হালকা মাতাল হলে বেশ মজারই লাগে, ক্যামন জড়িয়ে জড়িয়ে কথা বলে। করুক না যার যা খুশী। স্বাধীন দেশ। আর যৌবনে একটু আধটু দুষ্টুমি যদি নাইবা করল, করবে কখন? কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনি ধোঁয়া তুলশীপাতা ছিলেন? তবে সীমা সম্পর্কে সবারই সচেতন থাকতে হবে।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৩
মোরতাজা বলেছেন: সবারই সচেতন থাকতে হবে- সহমত
৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৯
চেয়ারম্যান০০৭ বলেছেন:
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৩
মোরতাজা বলেছেন:
৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩২
ম্যাংগো পিপল বলেছেন: ++++++
নগ্নতা হচ্ছে আদিম সমাজের প্রতিক, এটা যে কি ভাবে আধুনিকতা হয় তাই বুঝিনা।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৩
মোরতাজা বলেছেন: নগ্নতা হচ্ছে আদিম সমাজের প্রতিক
৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০২
সাদা রং- বলেছেন: এসব আধুনিকতাকে ঘৃণা করি।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৩
মোরতাজা বলেছেন: আহা
৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৮
ইন্সিত বলেছেন: ফালতু বালক বলেছেন: আধুনিকতার নামে সবাই নগ্ন হইতেই পছন্দ করে, হায়রে রূচি.........
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩২
মোরতাজা বলেছেন:
©somewhere in net ltd.
১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৮
ফালতু বালক বলেছেন: আধুনিকতার নামে সবাই নগ্ন হইতেই পছন্দ করে, হায়রে রূচি.........