নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

সরকার বেঘোরে ঘুমায়

০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:১৪

সরকার বোঘোরে ঘুমায়। পাবলিকের জান নিয়া তাদের চিন্তার কাম নাই। এইখান থেকে নির্বাচনে ফায়দা কীভাবে তোলা যায় তা নিয়ে সরকার স্বপ্ন দেখছে। এই স্বপ্ন ঠিক না। জনগণের জীবন নিয়ে মশকরার কোনো সুযোগ নেই। যারাই মশকরা করবেন, তাদের শেস রক্ষা হবে না।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:২৯

আদি মানব বলেছেন: সব কিছুর একটা ভালো দিক থাকে। এখনকার এই পরিস্থিতির পুরা এডভানটেজ ই তো সরকার ভোগ করতেসে। তাই সরকার নাকে তেল দিয়া ঘুমায়।

২| ০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৪

হাবিব০৪২০০২ বলেছেন: ক্ষমতাসীন ব্যক্তিদের এক শাহবাগ দিয়ে সারা দেশকে কল্পনা করা ঠিক নয়, এছাড়াও ভুলে যাওয়া উচিত নয় শহরের কোট-টাই পরা লোকজন পুলিশের হুমকিতে পুতু পুতু করলেও গ্রামের লুঙ্গি পরা লোকজনকে দমানো যাবে না, এদের ভালভাবে বুঝিয়ে থামাতে হবে অন্যথায় এদের হুঙ্কারে প্রত্যন্ত এলাকায় ডিউটিরত পুলিশদের খবর হয়ে যাবে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.